কেমন আছেন সবাই??
আশা করি ভালোই আছে।
আজ আমি শেয়ার করব কিভাবে সকল সার্চ ইঞ্জিনে কিভাবে নিজের ওয়েব সাইট সাবমিট করতে হয়।
আমরা নিজেরাই ওয়েব সাইট তৈরি করি কিন্তু তা সহজে গুগুলে সাবমিট করতে পারি না। যার ফলে খুব কম ভিজিটর পাই।
তাছাড়া নিজের ওয়েব সাইটের নাম লিখে গুগলে সার্চ করলে তা পাওয়া যায় না।
তো আজ দেখাব কিভানে সাবমিট করবেন:-
প্রথমে নিচের লিংক এ যেন
Entire Web -Free submit On search engin
তারপর দুটি বক্স দেখতে পাবেন।
প্রথম টায় আপনার সাইটের নাম দিন এবং দ্বিতীয় টায় আপনার ইমেইল দিন, এখন Process এ ক্লিক করুন।
এখন চিত্রের মত দেখতে পাবেন, সেখান থেকে ফ্রিটা ক্লিক করুন, মানে প্রথম টায় ক্লিক করুন।
তাহলে সাবমিট শুরু হবে, সবুজ টিক চিহ্ন আসলে কেটে দিন।
Add Another site এ ক্লিক করে আরো সাইট এড করতে পারেন।
এখন আপনার ইমেইল এ একটা মেইল চলে গেছে।
কাজ শেষ, এখন ১২ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা নিবে সবগুলা তে সাবমিট হতে।
আপনি ১ দিন পর সার্চ ইঞ্জিন গুগল এ আপনার সাইট লিখে সার্চ করে দেখতে পারেন।
প্রুভ:
http://paidbux.000webhostapp.com
ধন্যবাদ সাথে থাকার জন্য।
সমস্যা হলে, জানাবেন।
আপনার সাইটে দেখলাম banner টা নেই। কিভাবে করলেন একটু বলবেন pls?
what a luck??