আমরা জানি গুগল নিয়মিত তাদের এলগোরিদম আপডেট করে। একটা নতুন কিছু করার পর, তারা সেটা চেক করে যে সবকিছু ঠিক ঠাক আছে কি না।যেমন ধরুন, গুগল কন্টেন্ট কোয়ালিটি’র উপর একটা আপডেট আনলো। এবং অনেকের ওয়েবসাইট এই আপডেটে ধরা খেলো। এবং ভালো ওয়েবসাইটগুলো টিকে গেলো প্রথম পাতায়, আর অপেক্ষাকৃত বাজে কন্টেন্ট-বেইজড সাইটগুলো পিছনে চলে গেলো।

এখন এই প্রসেসটা যে ঠিকঠাক হচ্ছে, সঠিকভাবে কাজ করছে; সেটা গুগল কিভাবে যাচাই করে?

গুগল কিভাবে বুঝে যে, যারা প্রথম পাতায় আছে তাদের কন্টেন্ট আসলেই ভালো এবং এইজন্যেই কন্টেন্ট এলগোরিদমটা এইসব সাইটকে এফেক্ট করে নাই?

এবং যেসব সাইট পিছনে চলে গেলো সেগুলোর কন্টেন্ট আসলেই ভালো না?

আপনার মনেও হয়তো এই প্রশ্নটা আসে মাঝেমধ্যে।

তো চলুন ,একটু জেনে নেয়া যাক। গুগল আমার আপনার মতো সত্যিকারের মানুষজন নিয়োগ করেছে এই বিষয়টা পর্যবেক্ষণ করার জন্যে!

কি, বিশ্বাস হচ্ছে না?

হয়তো প্রশ্ন করতে পারেন, পৃথিবীতে বিলিয়ন অব বিলিয়ন সাইট প্রতি বছর বানানো হচ্ছে। ট্রিলিয়ন অব সার্চ হচ্ছে। এইগুলো সাধারণ মানুষের পক্ষে ম্যানুয়ালি চেক করা সম্ভব?

আপনারা যারা স্ট্যাটিস্টিকস পড়েছেন, তারা নিশ্চয় “Sampling” শব্দটার মানে জানেন। এর মানে হচ্ছে, অনেকগুলো ডাটা থেকে র‍্যান্ডমলি কিছু ডাটা নিয়ে সেগুলাকে বিভিন্ন প্রসেসিং এর পর একটা ফাইনাল সিদ্ধান্ত দেয়া।

গুগলের নিয়োগ দেয়া মানুষগুলো আসলে এই স্যাম্পলিঙ করে থাকে প্রত্যেকটা ছোট ছোট আপডেট এর পর।

এই মানুষগুলোকে বলা হয় “Search Quality Raters”.

এরা আসলে করে কি, একটা মেজর অথবা মাইনর গুগল এলগোরিদম আপডেট এর পর, র‍্যান্ডম বিভিন্ন কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে এবং প্রথম পাতায় যেসব সাইটগুলো থাকে; সেগুলোকে নিয়ে এনালাইসিস করে।

তারপর তাদের ডাটাগুলো গুগল কাজে লাগায় তাদের পরবর্তী এলগোরিদম আপডেট এর উন্নতি এবং সার্চ ইউজারদের অপেক্ষাকৃত ভালো রেজাল্ট দেখানোর উদ্দেশ্যে। সেই সাথে তারা এটাও বুঝে যায় যে; তাদের প্রয়োগ করা সাম্প্রতিক এলগোরিদম আপডেটটা ঠিকঠাক কাজ করছে নাকি না।

এখন চলুন কাজের কথায় আসি।

আমরা সবাইতো SEO শিখতে চাই। ঠিক না? আমরা যদি এই “Search Quality Raters” দের কাজগুলো ঠিকমতো ফলো করতে পারি; তাহলেই কিন্তু আমাদের SEO শেখা হয়ে যায়। এবং সেই শিক্ষাটা হবে আপডেটেড, কার্যকরী এবং গুগল এপ্রোভড।কিভাবে?

Search Quality Ratersরা আসলে যা যা দেখেঃ

১। যেই ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করেছে তার কন্টেন্ট কেমন?
২। মেইন কন্টেন্ট এর কোয়ালিটি কেমন?
৩। সাপোর্টিভ কন্টেন্টগুলোর কোয়ালিটি কেমন?
৪। হোমপেজের কি অবস্থা?
৫। ওই পেইজের ট্রাস্ট ফ্যাক্টর এবং অথরিটি (সহজ বাংলায় ব্যাকলিঙ্কস এর কোয়ালিটি)
৬। মোবাইলফ্রেন্ডলি কি না।

এইরকম আরো অনেক কিছুই।এবং তারা সব কিছু চিন্তা করে, ইভালোয়েট করে একজন সাধারণ ইউজার হিসেবে।

সুতরাং আমরা যদি ভালো SEO শিখতে চাই; তাহলে আমরা সার্চ কোয়ালিটি রেটারদের কাছ থেকেই শিখে নিতে পারি যে, আমাদের ওয়েবসাইটকে গুগলে প্রথম পেজে আনতে কি কি জিনিস মাথায় রাখতে হবে এবং কোন কোন বিষয়কে সাইটে প্রয়োগ করতে হবে।

সিম্পল।

ইন্টারেস্টিং ব্যাপার হলো; এই Search Quality Ratersr রা কোন কোন ইস্যুগুলো দেখে তার উপর একটা পুর্নাঙ্গ গাইডলাইন গুগল তাদেরকে দিয়ে দেয়। এবং সেটা গুগল পাবলিকলি ওপেনও করে রেখেছে।

এখন আপনি কিভাবে আগাবেন?

সেই গাইডলাইনটা ডাউনলোড করে নিন এখান থেকেঃ https://drive.google.com/…/1nqT2IQn1J6kczqauHn16Nt-ck…/view…

ডাউনলোড করে আজকেই পড়তে বসে যান।একটা জিনিস ক্লিয়ার হবেন যে আমরা আসলে SEO নিয়ে কতো কম জানি।যেই জিনিসগুলো নিয়ে বুঝতে সমস্যা হবে; এই পোস্ট এর নিচে কমেন্ট করুন। আমি চেষ্টা করবো হেল্প করতে।

আশা করি বুঝতে কোন সমস্যা হয়নি। আর এসইও বিষয়ক কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে তা করতে পারেন অথবা আমার ফেসবুক পেজ এ মেসেজ করতে পারেন ।।আজকের মত এখানেই শেষ করছি।

ধন্যবাদ, ভাল থাকবেন সবাই।

14 thoughts on "গুগল এলগোরিদম আপডেট | গুগল কন্টেন্ট কোয়ালিটি’র উপর একটা আপডেট চলুন দেখে আসি।"

  1. apnar deya ebook ta english e likha.
    emon hiji biji english koyjone buje.?
    parle bangla den.
    upokar hobe.

    1. Toriqul Islam Tusher Author Post Creator says:
      ok Pdf Ta Banglay Deoyar Try korbo!
  2. Sabbir Hossain Author says:
    ট্রিকবিডির নতুন ডিজাইনটা খুবই সুন্দর।
    1. ইমরুজ Legend Author says:
      জ্বী ভাইয়া।
      তবে এখনো অনেক ফিচার আসেনি।
      যা আসার কথা ছিলো।
    2. Toriqul Islam Tusher Author Post Creator says:
      Example Please ?
    3. ইমরুজ Legend Author says:
      প্রাইভেট চ্যাট।
    4. Toriqul Islam Tusher Author Post Creator says:
      ok
    5. Sabbir Hossain Author says:
      হুম।
  3. Very Smart post.Thanks a lot Bhai
    1. Toriqul Islam Tusher Author Post Creator says:
      Welcome Bro

  4. bro, tagging niye 1tu confusion e aci…
    1tu Facebook e asben?
    1. Toriqul Islam Tusher Author Post Creator says:
      ok fb te achi!
    2. Toriqul Islam Tusher Author Post Creator says:
      fb.com/tusher.seo page e contact Korte paren.

Leave a Reply