আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
আজ নিয়ে আসলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন “SEO” নিয়ে বিস্তারিত আলোচনা (পর্ব-৪)

ফ্রি ওয়েবমাস্টার টুলের ব্যবহার

গুগলসহ অন্যান্য জনপ্রিয় সার্চ ইনিগুলাে ওয়েবমাস্টারদের জন্য এসইও সহায়ক বিভিন্ন ফ্রি টুল প্রদান করে । গুগলের ওয়েবমাস্টার টুলস সাইটের মাধ্যমে একজন ওয়েবমাস্টার তার সাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে যা গুগলের সার্চ রেজাল্টে আরাে ভালভাবে ওয়েবসাইটটি উপস্থিত হতে সহায়তা করে । এই সাইট থেকে যে সকল সার্ভিস বিনামূল্যে পাওয়া যায় সেগুলাে হল:

•গুগলবট একটি সাইটের কোন অংশ ক্রাউলিং করতে না পারলে তা দেখা যায় ।
•গুগলে একটি XML সাইটম্যাপ সাবমিট করা যায় ।
•robota.txt ফাইল তৈরি করা যায় ।
•title এবং description মেটা ট্যাগে কোন সমস্যা থাকলে তা সনাক্ত করা যায় ।
•যে সকল সার্চ কিওয়ার্ডের ব্যবহারকারীরা ওয়েবসাইটে প্রবেশ করে সেগুলাে সম্পর্কে জানা যায় ।
•অন্য কোন কোন সাইট ব্যাকলিংক করেছে তা জানা যায় ।
•আরাে নানা ধরনের বিশ্লেষণধর্মী টুল ।

এখানে যদিও আমরা ” সার্চ ইঞ্জিন ” সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলােচনা করেছি , তথাপি একটি ওয়েবসাইটকে অপটিমাইজ বা উন্নত করার ক্ষেত্রে সাইটের ভিজিটরদের সুবিধার কথাই প্রথমে চিন্তা করা উচিত । কারণ ভিজিটররাই হচ্ছে একটি সাইটের মূল ভুক্তা , কোন সার্চ ইঞ্জিন নয় । আর তারা সাইটকে খুজে পেতে সার্চ ইঞ্জিনকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে মাত্র । এসইও একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং একটি চলমান প্রক্রিয়া । রাতারাতি একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে আসা যায় না । তবে নিয়মিত উন্নয়ন করতে থাকলে এর ফলাফল অনেক সুদূরপ্রসারী ।

আয়ের উপায় :

SEO এর মাধ্যমে আয়ের বিভিন্ন উপায় রয়েছে । আপনি যদি নিজের সাইটের জন্য SEO করে থাকেন এবং এর মাধ্যমে সাইটে অধিক সংখ্যক ভিজিটর নিয়ে আসতে পারেন তাহলে নিঃসন্দেহে সাইটটি থেকে যেকোন ধরনের সার্ভিস বা পণ্য বিক্রি করতে পারবেন । অনেকে আবার বিজ্ঞাপন থেকে আয় করেন । ইন্টারনেটে বিজ্ঞাপন থেকে আয়ের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে Google Adsense এর মাধ্যমে । বিজ্ঞাপনের পাশাপাশি আউটসাের্সিং মার্কেটপ্লেসগুলােতেও SEO ভিত্তিক নানা কাজ পাওয়া যায় । কাজগুলাের মধ্যে রয়েছে কিওয়ার্ড রিসার্চ , ব্যাকলিংক জোগাড় করা , অন পেজ অপটিমাইজেশন , কন্টেস্ট লেখা , এসইও কনসালটেন্ট ইত্যাদি ।

=>ডােমেইন নেইম :
SEG এর ক্ষেত্রে ডােমেইন নেইম অনেক গুরুত্বপূর্ণ তাই আপনার ওয়েবসাইটির বিষয়বস্তুর সাথে মিল রেখে ডােমেইন নেইম ক্রয় করবেন ।

=> ট্যাগ : প্রথমেই বিভন্ন ট্যাগ নিয়ে শুরু করন ,

১ , পেইজ title ট্যাগ :

এটি ওয়েবসাইট এর পেইজ টাইটেলই একজন ব্যবহারকারী ও সার্চ ইঞ্জিন কে বলে দেয় যে উক্ত ওয়েবসাইট কি কি আছে । তাই একটি ওয়েবসাইটের টাইটেলটি নির্বাচন করা গুরুত্বপূর্ন । তবে অবশ্যই আপনার সাইট এর সাথে অসম্পর্কিত টাইটেল দেয়া থেকে বিরত থাকবেন । যেমন – আমরা যদি Google এ Google map লিখে সার্চ দেই তাইলে দেখবেন ।

সার্চ দেয়া কীওয়ার্ডটি টাইটেল থেকে নিয়ে নিছে ।

কিভাবে কোথায় লিখবেন :

সাধারনত এই টাইটেলটি ওয়েবসাইট এর পেইজ এর _____seen_____ ট্যাপ এর ভেতর । { ® , , ! * , ) . ) – এই চিহ্নগুলাে ব্যবহার থেকে বিরত থাকবেন ।

এখান থেকে বিস্তারিত ভাবে Google কিভাবে ক্রাউলিং ও ইনডেক্সিং করে দেখে নিতে পারেন
http://googlewebmastercentral.blogspot.com/2007/11/anatomy-of-search-result.html

২ . Description মেটা ট্যাগ :

Description মেটা ট্যাগ হল HTML এর আরেকটি ট্যাগ, এটিও ওয়েব সাইটের গুরুত্বপূর্ণ তথ্য গুলােকে সার্চ ইঞ্জিনের কাছে প্রকাশ করে থাকে । এখানে আপনার ওয়েবসাইট এর সংক্ষিপ্ত বিবরন লিখবেন । অবশ্যই ভাল ফলাফল এর জন্য আপনার সাইট এর সাথে সম্পর্কিত কীওয়ার্ড দিয়ে লিখবেন এবং সঠিক বানান এর দিকে খেয়াল রাখবেন । “_________” এর ভেতর লিখতে

facebook এর ওয়েবসাইটের Description মেটা ট্যাগ :

৩ , keyword মেটা ট্যাগ :

সাইটের জন্য এক বা একাধিক নির্দিষ্ট কীওয়ার্ড ( keyword ) বা শব্দগুচ্ছ বাছাই করতে হয়। কিওয়ার্ড নিয়ে গবেষণার জন্য সবচেয়ে ভাল হচ্ছে গুগল এডওয়ার্ডের কিওয়ার্ড টুলটি
http://adwords.google.co.uk/select/KeywordToolExternal কীওয়ার্ড বাচাই করে নিমের মত লিখুন

Heading ট্যাগ :
সঠিকভাবে হেডিং ওয়েব সাইটের প্রধান পেজের হেডিং টাইটেলে ও ট্যাগ ব্যবহার করা উচিত । এছাড়া , ঐ ট্যাগ ব্যবহার করাও গুরত্বপূর্ণ । বিভিন্ন ধরনের হেডিং ট্যাগ ব্যবহার করলে পেজের বিষয়বস্তুর উপর এক ধরনের অপ্রাধিকার তালিকা সৃষ্টি হয় যা সার্চ ইঞ্জিনকে সাইটটা ইনডেক্স করতে সহায়তা করে ।

সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি URL এর ব্যবহার :

একটা সাইটের url যদি ভাল হয় তাহলে ইউজারদের জন্য যেমন সুবিধা হয় । url টা মনে রাখতে তেমনি সার্চ ইঞ্জিনও এটা পছন্দ করে । url অবশ্যই পেজের তথ্যের সাথে সম্পর্কযুক্ত শব্দ দ্বারা হওযা ভালো । এতে তথ্যের গুরত্ব বেড়ে যায় । অনেকে শুধু id অথবা বাজে ধরনের বিভিন্ন প্যারামিটার দ্বারা url তৈরি ও ব্যবহার করে যা সম্পূর্ণভাবে পরিত্যাগ করা উচিত। অনেক শব্দ দ্বারা খুব বেশি বড় url পরিত্যাগ করা উচিত।



সৌজন্যে:WizBD.Com

7 thoughts on "সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন “SEO” নিয়ে বিস্তারিত আলোচনা (পর্ব-৪)"

  1. Tarek Author says:
    আপনি বারবার ট্রিকবিডির নিয়ম না মেনে পোস্ট করেন৷ এতে স্বাধিন ভাই আপনাকে ওয়ার্নিং দেয়ার পরেও আপনি সাবধান হননি
  2. SHUKUR Contributor says:
    wordpress site ar page a heading o description kivabe add korbo
    a niye akti post koren plsssss
  3. samim ahshan Author says:
    Great seo post in bdweb
  4. samim ahshan Author says:
    Bangla domain ki?Bangla domain ki google a submit kora jabe?Bangla domain ki “www.পচক.com” naki “www.চকচ.কম” ai rokom?
  5. Alamenboss Subscriber says:
    বাংলাদেশের AdSense account disabled হয় কেন জানতে নিচের লিঙ্ক কিল্ক করুন
    বাংলাদেশের AdSense I’d কেন Disable হয়?
  6. Ranjan Ran Contributor says:
    বিস্ময় এর মত সাইট বানাতে চাই। সাহায্য করুন আমাকে

Leave a Reply