Site icon Trickbd.com

গুগল আপডেট ২০২০ | Google Core Algorithm Update 2020

google algorithm updates

গুগল তাদের Core Algorithm আবার আপডেট করেছে। এটার নাম দিয়েছে – “January 2020 Core Update”। ২০২০ সালের প্রথম মেজর আপডেট এটা। মেজর বলছি এই কারণে যে, গুগল প্রতিদিনই কিছু না কিছু আপডেট করে। আপনি যদি Accuranker টুল ইউজ করে থাকেন, তাহলে দেখবেন সার্চ রেজাল্ট এবং পজিশন প্রতিদিনই গ্রাম্পি থাকে। 🙂

কোর এলগরিদম আপডেট মানে হচ্ছে, গুগলের পুরো এলগো সিস্টেমের বেশ কিছু মেজর পার্ট তারা আপগ্রেড করেছে। আমরা মাঝে মাঝে গুগলের কাছ থেকে যেমন কিছুদিন পর পর ছোট ছোট এলগো আপডেট পাই, এই কোর এলগোরিদম আপডেট ওগুলোর চেয়ে অনেক বেশি ব্যাপক এবং বড়।

মানুষ যাতে ভালো সাইটগুলো আগে খুঁজে পায় এবং কিছু সার্চ দেয়ার পর যাতে পারফেক্ট ইনফো সহজে খুঁজে পেতে পারে, সেজন্যেই গুগল এই কোর আপডেটগুলো আনে।

এখানে চিন্তার কিছু নেই। প্যানিকড হবেন না শুধু শুধু।

আপনি যেভাবে কাজ করে ভালো রেজাল্ট পাচ্ছেন, ঠিক সেভাবেই কাজ করে যান।

শুভ কামনা সবার জন্যে।

যারা আগের টিউন পড়েন নি তারা এখান থেকে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন:

 

অপনার কি মনে হচ্ছে পোস্টটা  আপনার কি নতুন কিছু জানতে হেল্প করেছে?

তাহলে শেয়ার করুন বিভিন্ন গ্রুপ/পেজ এবং বন্ধুদের সাথে।

কারণ, শেয়ারিং ইজ কেয়ারিং!

যেই জিনিসগুলো নিয়ে বুঝতে সমস্যা হবে; এই পোস্ট এর নিচে কমেন্ট করুন। আমি চেষ্টা করবো সাহায্য করতে অথবা আমার ফেসবুক পেজ এ মেসেজ করতে পারেন অথবা Toriqul.com

আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।

 

Exit mobile version