আমাদের মধ্যে অনেকেই হয়ত গুগলে
সার্চ দেওয়ার নিয়ম জানেন না!

এজন্যগুগলকে বাজে ওয়েবসাইট মনে হয়।
আমার ও তাই মনে হতো।

যাক_কাজের_কথায়_আসি ..
পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হলো
গুগল।

কিন্তু এই ইঞ্জিনের ব্যবহার না জানলে
বড়ই মুশকিল।

তাই আমি আজ আপনাদের শিখাবো কি
করে গুগলে সার্চ দিতে হয়।

নির্দিষ্ট ফাইল ডাউনলোডঃ
ধরুন, আপনি একটা এপ এর নাম জানেন। কিন্তু ডাউনলোড লিংক জানেন না। তাহলে কি করবেন।

ধরি,এপ এর নাম abcd.তাহলে গুগলে সার্চ
দিন abcd.apk.. শুধু এপ না!
আপনি pdf,txt,mp3,3gp,hd ইত্যাদিও

পেতে পারেন।

সময় জানতেঃ
ধরুন আপনার লন্ডনের সময় জানতে ইচ্ছা হলো। তাহলে গুগলে সার্চ দিবেন এভাবে, time London

নির্দিষ্ট স্থান নির্ণিয়েঃ
ধরুন, আপনার জানতে ইচ্ছা হলো যে kolkata কোথায় অবস্থিত। তাহলে গুগলে সার্চ দিবেন এভাবে, kolkata is located in (*)। অবশ্যই * চিহ্ন
দিবেন।

ডিকশনারি হিসেবেঃ
ধরুন আপনি algebra এর অর্থ জানেন না। তাহলে সার্চ দিবেন এভাবে, define:algebra

সমার্থক শব্দ বের করতেঃ
ধরুন, আপনি goregous এর সমার্থক শব্দ বের করবেন। তাহলে সার্চ দিবেন এভাবে,
~goregous

আবহাওয়া সম্পর্কে জানতেঃ
ঢাকার আবহাওয়া সম্পর্কে জানতে এভাবে লিখুন, weather:dhaka

ক্যল্কুলেটোর হিসেবেঃ
কোনো অংকের সমাধান জানতে এভাবে লিখুনঃ (200+300=)

কনভার্টর হিসেবেঃ
ধরুন, আপনার জানতে ইচ্ছা হল ৫kg=কত pound.তাহলে সার্চ দইববেন এভাবে, 5kg
in pound.এছাড়া mile in km. ইত্যাদি।

টাকা কনাভার্টরঃ
ধরুন, আপনার জানতে ইচ্ছা হলো ৫ usd=কত টাকা।তাহলে এভাবে সার্চ দিবেন,5usd in bdt

সুর্যদয় /সুর্যাস্তের সময় জানতেঃ
ঢাকার সুর্যাস্তের সময় জানতে,sunrise:Dhaka/আর sunset:dhaka

পণ্য কিনতেঃ
ধরুন আপনি ৫-৬ হাজারের মধ্যে Walton
মোবাইল কিনবেন।তাহলে এভাবে সার্চ
দিন, Walton mobile tk.5000-tk.6000

আজ এ পর্যন্তই।

ধন্যবাদ।

Leave a Reply