মাধ্যমিক (এসএসসি) ও সমমানের
পরীক্ষায় এবার গড় পাসের হার ৮৮
দশমিক ২৯ শতাংশ। মোট জিপিএ-৫
পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। গত
বছর মোট জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ
১১ হাজার ৯০১ জন। গতবারের চেয়ে
এবার জিপিএ-৫ দুই হাজার ১৪০ জন কম।
তবে কোনো শিক্ষার্থী যদি ফল
পুনঃনিরীক্ষার আবেদন করতে চান
তাহলে করতে পারবেন। এজন্য
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর
টেলিটক থেকে আগামী ১২ থেকে ১৮
মে পর্যন্ত এসএসসি ও সমমানের
পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন

করা যাবে। ফল পুনঃনিরীক্ষণের
আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে
বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে
স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২
নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা
কেটে নেওয়া হবে তা জানিয়ে
একটি পিন নম্বর (পার্সোনাল
আইযেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে।
আবেদনে সম্মত থাকলে RSC লিখে
স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে
পিন নম্বর লিখে স্পেস দিয়ে
যোগাযোগের জন্য একটি মোবাইল
নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস
পাঠাতে হবে।
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫
টাকা হারে চার্জ কাটা হবে। যে সব
বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র)
রয়েছে যে সব বিষয়ের ফল
পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি
পত্রের জন্য মোট ২৫০ টাকা ফি কাটা
হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের
আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয়
কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে
হবে।

সৌজন্যঃ TrickMax.com

4 thoughts on "যারা এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেননি, তারা যেভাবে ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন !"

    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks @Nur Md Nirob
  1. mushfiqwk Contributor says:
    vai, gp sim ba robi sim diye ba onno kono vabe apply kora jabe ki?
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      না । শুধুমাত্র টেলিটক দিয়ে

Leave a Reply