বন্ধুরা সবাই কে আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভাল আছেন।
আর আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।
রেজাল্টের দিন আমরা সবাই অনেক বেশি টেনশানে থাকি তবে তার থেকেও বেশি টেনশনে উরে যাই আমাদের রেজাল্ট দেখার সময়।
কারণ রেজাল্টের দিন আমাদের দেশের ইন্টারনেট সার্ভার এতটাই ব্যস্ত থাকে জি আমরা অনেক চেষ্টা করার পরেও ইন্টারনেটের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে কোনভাবেই আমাদের রেজাল্ট দেখতে পারিনা।
তো আজকের এই পোস্টটিতে আমি শেয়ার করব কিভাবে আপনারা সবার আগে যে কোন পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবেন খুবই দ্রুত মার্কশিট সহ।
বন্ধুরা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা সবার আগে হানডেট পারসেন গ্যারান্টি সহকারে রেজাল্ট নিতে পারবেন যারা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন খোজাখুজি করেন দেখবেন অনেক অ্যাপলিকেশন আছে একই লোগোর একই রকম দেখতে কিন্তু ওই অ্যাপগুলো ডাউনলোড করলে আপনি অযথা ঠকে যাবেন ওই অ্যাপের মধ্যে দেখবেন কোন কিছুই নাই কিংবা রেজাল্ট পেতে অনেকটা দেরি হবে।
তো বন্ধুরা এখন আমি যেই অ্যাপটি আপনাদের সাথে শেয়ার করব সেটি মূলত আসলে সরকারের তৈরি করা Official রেজাল্ট দেখার app টগের তৈরি কর Official অ্যাপ্লিকেশন।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই অ্যাপটি এখন গুগল প্লে স্টোরে নাই কারণ বেশ কিছুদিন আগে সরকার অনেকগুলো অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছিল কাদের মধ্যে এই রেজাল্ট দেখা Application টিও আছে।
তো আমি আসলে অনেকদিন ধরেই এই অ্যাপটি থেকে রেজাল্ট দেখে আসছি খুবই দ্রুত খুবই ফাস্ট রেজাল্ট শো করে এই অ্যাপটি।
অ্যাপটি আপনার ফোনে সংগ্রহ করে রাখবেন কারণ যেহেতু প্লে স্টোরে নাই প্লে স্টোরে খোঁজাখুঁজি করলেও আপনি এরকম অনেক গুলো দেখতে পারবেন কিন্তু ওই Application গুলা আসলে কোন কাজের না।
তো এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে BD Result Official Application
মাত্র 900 KB SIZE এই অ্যান্ড্রয়েড অ্যাপ টির।
অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন।
ওপেন করার পর দেখবেন দারুন একটি ইন্টারফেস চলে এসেছে মাঝখানে দেখবেন লেখা আছে View Result আপনারা এই View Result অপশনটিতে ক্লিক করলে।
দেখবেন সুন্দর একটি লুক চলে আসবে ফার্স্টে বলা হচ্ছে exam name তো আপনি যে Exam দিচ্ছেন সেটা সিলেট করে নিবেন।
তারপর দেখবেন আপনার বোর্ড সিলেট করতে বলবে তো আপনারা সিম্পলি সিলেক্ট করে নিবেন।
তারপর আপনার রোল টা দিয়ে দিবেন তারপর Registration নাম্বারটা দিয়ে দিবেন।
তারপর দেখবেন ইয়ার সিলেট করতে বলছি আপনারা সিলেক্ট করে দিবেন
তারপর আপনার যখন এখানে সবগুলো ঠিকঠাকভাবে দেয়া হয়ে যাবে।
তারপর আপনি সিম্পলি Submit বাটনে ক্লিক করবেন দেখবেন এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আপনার রেজাল্ট চলে আসবে।
এবং অন্যান্য সাইট থেকে আপনি যখন রেজাল্ট গুলো দেখবেন তখন দেখবেন আসলে অনেকটা ঝামেলা হবে কারণ রেজাল্টের দিন server গুলো অনেক ব্যস্ত থাকে অনেক লেট হয় রেজাল্ট দিতে তো আপনারা এই অ্যাপটির সাহায্যে দেখবেন খুব দ্রুত Result চলে আসবে এবং মার্কশিট সহ।
তো এইভাবে আপনারা এই অ্যাপটির সাহায্যে সবার আগে রেজাল্ট দেখে নিতে পারবেন এবং হানডেট পারছেন গ্যারান্টি সহকারে সবার আগে রেজাল্ট দেখতে পারবেন।
পোস্টটি কেমন লাগল জানাতে পারেন কমেন্ট বক্সে আর অবশ্যই অবশ্যই পোস্টটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন।
তো বন্ধুরা আজকের পোস্ট এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন পোষ্টে ততক্ষণ সবাই ভাল থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের মত আল্লাহ হাফেজ।
আপনি কী সল্প মূল্যে ওয়েবসাইট তৈরী করে টাকা ইনকাম করতে চান? তাহলে বিস্তারিত এখানে পড়ুন।
হাসাইলেন যে।
কি বলেন
ধরুন আপনি পরিক্ষা হলে পরিক্ষা দেচ্ছেন,,,কিন্তু আপনার মনে নাই স্বত্ববিলোপ নীতি কি???তখন আপনি বন্ধুর টা দেখে খাতায় লিখলেন,কোনো রকম চেন্জ ছাড়া,তখন ওটাকে কপি বলবে,যখনই অন্যের সাথে মিলে যাবে,,,কিন্তু আপনি যদি স্বত্ববিলোপ নীতিটা বন্ধুরটা দেখেও,নিজের মতো লিখবেন,তখন ওটা হবে Creativity,,,,হয়তো আপনি Youtube এ যান,,যখন একই ভিডিও অন্য চ্যানেলে দেখেন,তখন ভাবেন এটাকে ব্যান করা উচিত।কিন্তু আপনি দেখবেন অনেকে ওইভিডিওগুলো Kinemaster/আলাদা ভিডিও এডিটরে এনে কিছু ইফেক্ট+মনোগ্রাম লাগাই দেয়,,,এতে কপিস্ট্রাইকও খায় না,ভিউয়ারও আসে।
আপনি মেমোরি কার্ডের এক ফোল্ডারের অডিও গান কপি করা পর অন্য ফোল্ডারে পেস্ট করলে শুধু সেগুলোয় আসে,,ভিডিও কিন্তু আসে না।
কিসে পড়েন???
আশা করি বুঝতে পারছেন কাকু।
আর আপনি তো কনে ভিডিও দেখাচ্ছেন পাগল নাকি আপনি ?
তবে ইমরান ভাই,,,একটু ক্রেডিট দেওয়ার চেষ্ঠা করিবেন।
কি বলেন পাগল নাকি
aita holo sei link….dekte paren…r akta kotha…apni je thumbnail babohar korcen…seitai tw netbit thaika churi korcen……kotha kowar age hisab koira kotha koiyen…asa kori k ***** bujte parcen
এটা কি দেখাইলেন বুঝলাম না ভিডিওর মধ্যে কি পোস্ট লিখে থাকে তাই যে কপি করব ?
সার্ভারের উপরই এপ নির্ভর।
এপের উপর সার্ভার নয় 🙂
লিখেছি কিন্তু আমি নিজের হাতেই।
তাই কপি পোস্ট বললি কিভাবে তোর বিরুদ্ধে রিপোর্ট করতে হবে মনে হচ্ছে।
এই পাগল কেউ একটু বুঝিয়ে বলুন তো যতসব পাগল কোথা থেকে ট্রিকবিডিতে জানিনা।