বন্ধুরা আজকে টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন এসএসসি ভাই বোনদের জন্য পরীক্ষার রুটিন নিয়ে আসলাম।


?? পরীক্ষা আর মাত্র কিছুদিন বাকি, তাই সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। আর হ্যাঁ কেউ নতুন কিছু নতুন নতুন বিভিন্ন বানানো, বা ভিন্ন ভিন্ন স্যারের সাজেশন পড়তে যাবেন না। তাহলে সবকিছু গুলিয়ে যাবে যেগুলো এই দুই বছর পড়েছেন সেগুলো আয়ত্ত করুন। বেশি বেশি চর্চা করুন ইনশাআল্লাহ আপনি ভালো একটা ফলাফল পাবেন।
??আর কোন প্রকার প্রতারণা চক্র অর্থাৎ প্রশ্ন ফাঁস টাকা দেওয়া কিংবা অন্য জালিয়াতির ফাঁদে পা দিবেন না বিদ্যা কাজে লাগান আশা করি সবাই ভালো ফলাফল উপহার দিতে পারবেন।এছাড়া ফেইসবুকে গ্রুপ বা মেসেজিং গ্রুপে থেকে প্রশ্ন পাওয়ার আশায়, কেউ মূল্যবান সময় নষ্ট করবেন না।
??অনেকে সামনে পরিক্ষা আসছে তাই রীতিমতো রাতদিন এক করে পড়া শুরু করবে বা করছেন। কিন্তু এমনটা আপনাকে আরও ডিপ্রেশন এ ভোগাবে (কোনটা ছেড়ে কোনটা ধরি)মাথা ব্যাথার কারন হবে।
??তাহলে কি করবেন?
হ্যা তাহলে আপনার পড়ার সাবজেক্ট গুলো ফটাফট খাতায় ছোট নোট করুন। আর এই বিষয় গুলোর মধ্যে দেখুন আপনার ভয় /অলসতা লাগে কোন বিষয় এ। সেটি অবশ্যই বেশি পড়ুন তাহলে বাকি গুলো সহজ হবে।
??তাছাড়া পরিক্ষার এ কদিন একটু ফেইসবুক /মোবাইল আসক্তি একটু দূরে রাখুন, নিত্যান্তই একেবারে দূরে নয়।তবে খুব জোর দিনে একটু হাতে নিলেন।আর বন্ধু বান্ধবী থেকেও একটু দূরে থাকুন পড়ার দিকে মনে নিবাস করুন।
??কারন?
আপনি ভাবুনতো? যখন আপনার ভালো ফলফল পাবেন তখন আপনার মা/বাবা ও আপনাকে বলবেনা যে মোবাইল কেন টিপছিস সারাদিন।খেলাধুলা তে কেন সারাক্ষণ পড়ে আছিস ইত্যাদি।
??কিন্তু যদি খারাপ হয়?
তাহলে আপনার অন্য বন্ধুরা কলেজ এ যাবে আপনি তখন তাদের থেকে নিচে!
বাবা/মায়ের মন কেমন হবে বলুনতো?
আর পাড়ায় মানুষগুলো বলবে এই তুি ফেল করছিস। গার্লফ্রেন্ড যখন ফেল করার খবর শুনবে তখন সেও দূরে (পিছে হাটবে)যাবে আপনার থেকে।
তাই আপনি মাত্র এই কিছুদিন একটু একা একা থেকে তথা বইকে আপনার সাথী করুন।
আর কিছু বলতে চাইনা এত কথা বললাম,আশাকরি একটু হলেও ভালো লাগবে আপনাদের।
এসএসসি
এর পিডিএফ একনজরে স্ক্রিনশটগুলো দেখে নিন অথবা ডাউনলোড করতে পারেন।
⚡মাদ্রাসা বোর্ড এর রুটিন⚡
Download ?
Dakhil Exam Routine-2019.pdf

⚡মাধ্যমিক(স্কুল) পর্যায়ের রুটিন⚡
Download?



যদি কোন ভুল করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে ধরিয়ে দিয়ে জানাতে ভুলবেন না।

6 thoughts on "এসএসসি পরিক্ষার রুটিন স্কুল/মাদ্রাসা বোর্ড পিডিএফ ডাউনলোড করুন (সাথে কিছু টিপস)।"

  1. Sahariaj Author says:
    Vai Ata Niye To Agei Post Hoyece
    1. Ashik Contributor Post Creator says:
      ভাইয়া আমি অনেক খুজে পাইনি তাই পোষ্ট করে ফেলছি । ধন্যবাদ।
  2. MD Shakib Hasan Subscriber says:
    Post করা আছে ।Thanks
  3. Uzzal Mahamud Pro Author says:
    এটা নিয়ে ২ থেকে ৩ টা পোষ্ট করা আছে।
    1. Ashik Contributor Post Creator says:
      আপনার পোষ্ট থেকে আমার টা ভিন্ন। ধন্যবাদ
    2. Uzzal Mahamud Pro Author says:
      ভালো

Leave a Reply