মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগামী সোমবার (৬ মে) প্রকাশিত হবে।

_____শুক্রবার (৩ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মু. জিয়াউল হক বলেন, ৬ মে সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।
সেখানেই ফলাফলের বিস্তারিত প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।…….
সাধারণত প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন বোর্ড চেয়ারম্যানরা।

কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে থাকায় এবার তা হচ্ছে না।
ফলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়।
এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৮১ জন ছাএ।।

5 thoughts on "এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা।।"

  1. Mr.Bin Contributor says:
    police… … Hate person……..
    1. Trickbd Support Moderator says:
      Please Don’t spread hate speech.
      Men are equal.
  2. Mr.Bin Contributor says:
    But not every police ? just some police
  3. DreamStar RoNy Contributor says:
    result pabo koytay????

Leave a Reply