অনুগ্রহ করে আপনাদের এসএসসি রেজাল্ট জানার জন্য অনলাইনের কোথাও রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেননা। কারণ এগুলা একান্তই আপনার ব্যক্তিগত, আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কোন অসাধু লোক অপব্যবহার করতে পারে। যেমন টেলিটক বর্নমালা সিম কিনতে এসএসসির রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগে। সেক্ষেত্রে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি কেউ সিম নিয়ে ফেলে তাহলে আর আপনি নিতে পারবেননা। এছাড়াও আরও অনেক অপব্যবহার আছে, কেউ হয়তো সোশাল ইঞ্জিনিয়ারিং করে আপনার ক্ষতি করতে পারে। তাই ব্যক্তিগত তথ্য যত্রতত্র শেয়ার না করে সতর্ক থাকবেন। শুভকামনা সকল এসএসসি রেজাল্ট প্রার্থীদের জন্য

3 thoughts on "এসএসসি রেজাল্ট প্রার্থীদের জন্য একটি সতর্কতামূলক পোস্ট"

  1. Avatar photo Cútê ßøy Contributor says:
    সুন্দুর পোস্ট, চালিয়ে যাও ভাইয়া
  2. Avatar photo hamim007 Contributor says:
    আাপনারা একবার বলেন রেজাল্ট সবার আগে জানতে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার কমেন্টে জানান আর একবার বলেন এগুলো কাউকে শেয়ার করবেন না।
    ???
    1. Avatar photo Muhaammad Minhaazul Islaam Author Post Creator says:
      প্রথমতঃ সব অথর একরকম না। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে হয়তো উপকারের জন্যই বলছে রোল রেজি দিতে, কিন্তু এই রোল রেজিগুলো আজীবন কমেন্ট হিসেবে রয়ে যাবে। প্রযুক্তি দিন দিন বদলাচ্ছে, কখন কোন সময় আপনার এই তথ্যগুলো নিয়ে কে অপব্যবহার করবে তা আপনি জানতে পারবেননা। তাই এগুলা পাবলিক না করাই ভালো।

Leave a Reply