আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি।

টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের টপিকের বিষয়বস্তু কি! আশা করি সহজে বুঝাতে পারবো। ভালো লাগলে লাইক / কমেন্ট করবেন। এতে একটু হলেও পোস্ট লেখার মতো এনকারেজের জোগান পাই।
অন্য দিকে যদি পোস্ট খারাপ লাগে, ইগনোর করবেন।
হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু অন্যের তোহ ঠিকই উপকার হলো। তাই না??

যাক কথা না বাড়িয়ে চলুন সরাসরি টপিকে চলে যায়!

এসএসসি রেজাল্ট – ২০২০ এখনো প্রকাশিত হয়নি। কবে প্রকাশ হবে তাও ঘোষিত হয়নি। কিন্তু প্রকাশ হওয়ার সাথে সাথে সবার আগে রেজাল্ট নিজের ফোনে পাওয়ার জন্য শিক্ষা বোর্ড এর তরফ থেকে “প্রি-রেজিস্ট্রেশন” এর ব্যবস্থা করেছে।


যদিও প্রায় অনেকেই মেসেজটি পাইনি, কিন্তু আশা করছি এটি সবার ক্ষেত্রে কাজ হবে।

এই জন্য প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন, SSC > তারপর আপনার শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর > তারপর রোল নাম্বার > এসএসসি সাল এবং সেন্ড করুন ১৬২২২ নাম্বারে।

ডেমোঃ SSC CHA 00000 2020

আশা করি ফিরতি মেসেজে আপনার পরিক্ষার্থীর নামসহ কনফার্ম মেসেজ এসে যাবে। এবং ফল প্রকাশের দিন সবার আগে আপনার ফোনে রেজাল্ট এসে যাবে।

বোর্ড লিস্টঃ


1) DHA

2) CHA

3) COM
4) CUM
5) JES

6) JOS

7) RAJ
8) DIN

9) SYL
10) BOR

11) MAD

12) TEC

13) DIB

14) VOC

15) BTE

যাক, সকলের প্রতি শুভ কামনা এবং আগাম ঈদের শুভেচ্ছা সহিত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পোস্টে ইনশাআল্লাহ।


আল্লাহ হাফিজ।

প্রোমোশনাল লিংকঃ

রিজনেবল দামে ক্রিপ্টোকারেন্সী / ডিজিটাল কারেন্সী কেনা বেচা করতে এবং বিভিন্ন হাই রেটেড এয়ারড্রপ পেতে আমার এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন।

ধন্যবাদ।

15 thoughts on "[HOT] দেখে নিন সবার আগে এসএসসি রেজাল্ট নিজের ফোনে পেতে “প্রি-রেজিস্ট্রেশন” করার পদ্ধতি [সবার হবে]"

    1. Avatar photo Tushan Author Post Creator says:
      আপনাকে স্বাগতম ☺
  1. Avatar photo Hiron Contributor says:
    ধন্যবাদ।
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      আপনাকেও স্বাগতম ☺
  2. Avatar photo Hiron Contributor says:
    আমার আর বেস্ট ফ্রেন্ডের টা রেজিঃ করে ফেললাম।এখন রেজাল্টের অপেক্ষা।
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      ইনশাআল্লাহ ভালো ফলাফল করে সকলের মুখ উজ্জ্বল করবেন। ?
  3. Avatar photo The Famous SA Contributor says:
    ধন্যবাদ
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      স্বাগতম ভাই ❤
  4. Avatar photo MD Shakib Hasan Contributor says:
    Thanks For Share
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      স্বাগতম ভাই ❤
  5. Avatar photo Tushan Author Post Creator says:
    সু-স্বাগতম ভাই ❤
  6. Sultan Ahmed Fahim Fahim Author says:
    ধন্যবাদ ভাইরা। যারা আমার কমেন্ট দেখবেন। দুয়া করবেন যেন কুনুমন্তে হইলেও পাশ কইরালাই …??????
  7. Avatar photo Silent Lover Contributor says:
    রেজাল্ট কবে দেবে এমন তথ্য পাওয়া গেছে কি?
  8. Avatar photo SR Shoruv Author says:
    আমার আর আমার বউয়েরটা করসি ???

Leave a Reply