ট্রিকবিডির সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভাল আছেন। মূলত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে কিভাবে SSC পরীক্ষার রেজাল্ট জানতে হয় খুবই সহজ ভাবে। অনেকে আবার বলতে পারেন রেজাল্ট দিবে মে মাসের 31 তারিখ এত আগে কেন পোস্ট তো তাদেরকে বলব অবশ্যই পোস্ট টি ভাল ভাবে পড়বেন। মূলত পোস্টটি এত আগে করার কারণ হচ্ছে এটি একটি ভালো সিস্টেম এই সিস্টেমে আপনি সবার আগে রেজাল্ট জানতে পারবেন সার্ভারের তেমন কোন সমস্যাই হবে না, সার্ভারে সমস্যা হবে না এইজন্য আমি বলতেছি কারণ এর আগের বছর আমি সবার আগে এই অ্যাপটির মাধ্যমে খুব সুন্দর ভাবে রেজাল্ট জানতে পারছি। App টি এখন কি কোন আপডেট করা হয়েছে কিনা তা আমি জানিনা তবে সেম যে লোগোটা আছে App এর মধ্যে সেরকম একটি লোগোর App মানে এটা দিয়ে আমি একদম ক্লিয়ার ভাবে রেজাল্ট জানতে পারছি রেজাল্ট দেওয়ার সাথে সাথে রেজাল্ট জানতে পারছি কোনো জামেলা ছাড়াই।.

যেহেতু এর আগেরবার আমি এটি দিয়ে খুব ভালো ভাবে রেজাল্ট জানতে পারছি শুধুমাত্র সেই জন্যই আমি এই পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করলাম যাতে সবাই সার্ভারের কোন সমস্যা ছাড়াই খুব ভালো ভাবে রেজাল্ট দেখতে পারেন।

.

তো চলুন দেখা যাক কিভাবে রেজাল্ট জানবেন প্রথমে SSC Result 2020 (মার্কশীট সহ) এই লিঙ্ক থেকে অ্যাপটি ইন্সটল করুন অথবা প্লে স্টোরে গিয়ে SSC Result 2020 লিখে সার্চ দিলেই কয়েকটার পর পেয়ে যাবেন।.

1

2

3
এখানে রেজাল্ট সার্ভার 1 এ ক্লিক করুন.

4
এখন এই ফরমটিতে যা যা তথ্য চেয়েছে তা দিয়ে পূরণ করুন তারপর দেখুন Submit এ ক্লিক দেওয়ার সাথে সাথেই রেজাল্ট চলে এসেছে.

5
এটা হচ্ছে রেজাল্ট সার্ভার 2। যদি সার্ভার 1 এ কোন কারনে কোন সমস্যা হয় তাহলে সার্ভার 2 তে ক্লিক করবেন সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন

6

7

এটা হচ্ছে যেকোনো মোবাইলে সরাসরি এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট জানবেন তার নিয়ম। এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট জানতে হয় জানতে চাইলে এখানে ক্লিক করুন।.
8

9

এই অ্যাপটি আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ একটি অ্যাপ এর মধ্যে সবকিছু পেয়ে গেছি। আশা করতেছি এই অ্যাপটি যে ইনস্টল করবেন তার কাছেও ভালো লাগবে। সত্যিই যদি APP টি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে অবশ্যই ফাইভ স্টার (★★★★★) রেটিং এবং ভালো একটি কমেন্ট করবেন।.

আর যদি আপনাদের কাছে এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে অন্যন্য রেজাল্ট কিভাবে জানবেন সার্ভারের কোন সমস্যা ছাড়াই তা নিয়ে একটি পোস্ট করার।.

তো আজকে এ পর্যন্তই আশা করতেছি পোস্টটি সবার কাছে ভালো লেগেছে। আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আর কোনো সাহায্য লাগলে কমেন্ট করতে পারেন যতোটুকু আমি পারি ততটুকু সাহায্য করব ইনশাল্লাহ

10 thoughts on "SSC পরীক্ষার রেজাল্ট জানুন সবার আগে মার্কশিট সহ। একদম সহজ উপায়ে কোন সমস্যা ছাড়াই"

  1. Zox Loop Author says:
    নিজের এভাবে প্রোমোশন করা ঠিক না।কারন এইটা সরকারি সাইটের iframe ব্যবহার করে।একজন অথার এর এমন ব্যবহার কাম্যনা
  2. Mamun sarker Contributor says:
    Mark sheet soho result ar proof nei…..reported
  3. Hiron Contributor says:
    হেই ম্যান এমন একটা এপস বানানো বা হাতের কাজ।উল্লেখ্য আমি এস এস সি রেজাল্টের অপেক্ষায় আছি।এই রেজাল্ট সরাসরি ওয়েব থেকেই দেখা যায়।এপটাতে জাস্ট এম্ভেড করে দেয়া হয়েছে।
  4. SR Shoruv Author says:
    দুইটা ওয়েবসাইট নিয়েই আগে অনেক পোস্ট আছে ট্রিকবিডিতে। সরাসরি ওয়েবসাইটেই দেখা যায় অযথা নিজের এপের প্রোমোশন করবেন না। রিপোর্টেড
  5. Mohammad Ashik Contributor Post Creator says:
    আমি শুধুমাত্র আপনাদের মাঝে সহজ মাধ্যম টি শেয়ার করার চেষ্টা করছি। এখন যদি আপনারা অনেকেই অনেক রকম কথা বলেন তাহলে তো হবে না। আর অনেকেই ভাবতেছেন যে এটা আমাদের নিজস্ব কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি শুধুমাত্র আপনাদের ভালোর জন্যই পোস্টটি শেয়ার করলাম, কারণ এর আগে আমি এটির মাধ্যমে খুব স্পষ্টভাবে সুন্দরভাবে রেজাল্ট জানতে পারছি সে জন্যই শেয়ার করা। এরমধ্যে যদি আপনারা অনেকে অনেক রকম কথা বলেন আমার করার কিছু নাই।
    ধন্যবাদ সবাইকে।
  6. Nirob Contributor says:
    vhai post ta onk sudnor hoyeche kintu result published na howar age kmne pamo post er titel ta valo kore bujiye bolben tahole onk valo hotw thank you.
  7. root:// Contributor says:
    এসব অ্যাপ বাদ দিয়ে আসল সাইট দেও
  8. Rahim Contributor says:
    হাইসা লই ???
  9. আতিক Author says:
    Get SSC Result Without Registration Number of All Education Board with Full Mark Sheet

    https://youtu.be/YPWHLO3978c

Leave a Reply