কেমন আছো বন্ধুরা আসা করি ভাল আছেন? এই করোনা ময় পরিস্থিতি কেউ ভাল থাকার কথা না।আমি ভাল নেউ কারন এই করোনা ভাইরাসে বাড়ির বাহির হতে দিচ্ছে না। তার পর ভাবলাম ঘরে বসে পোস্ট টি করতে পারি। দীর্ঘ তিন মাস অপেক্ষা করার পর ৩১ মে দেখা যাবে সবার এস,এস,সি রেজাল্ট। ৩১ মে রবিবার এসএসসির ফল প্রকাশ হবে।

এস,এস,সি রেজাল্ট দেখুন মার্কশীট সহ সবার আগে আজ আমি তোমাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল কিভাবে তোমরা এস এস সি রেজাল্ট মার্কশীট সহ সবার আগে দেখবেন পার ?

এস এস সি পরিক্ষার্থী যারা আছি আমরা চাই সবাই আগে মার্কশীট সহ রেজাল্ট দেখতে? কিন্তু কি আর করা এই দিনে সবাই অনলাইন রেজাল্ট দেখতে প্রবেশ করে। বাংলাদেশ শিক্ষা বোর্ড এই সময় তাদের সারভার ডাউন করে রাখে। ফলে আমাদের রেজাল্ট দেখতে একটু বিলম্ব বা দেরি হয়।আজ আমি যে সাইটটি শেয়ার করতে যাচ্ছি এই সাইটের মাধ্যমে সবাই আগে এস এস সি রেজাল্ট মার্কশীট সহ দেখতে পারেন। তাহলে আর দেরি কি শুরু করা যাক আমাদের পোস্ট টি।

প্রথমে আমার দেওয়া লিংকে ক্লিক দিয়ে ওয়েবসাইট টিতে প্রবেশ করুন।

১।এস এস সি দিয়ে দিবেন।

২।শিক্ষাবর্ষ দিয়ে দিবে।

৩।এখানে বোর্ড দিয়ে দিবেন।

৪।রোল নাম্বার দিবেন

৫।রেজিস্ট্রেশন নাম্বার দিবেন

৬।তারপর একটা কেপচা দিবেন যে উপরে আছে। 

৭।সাবমিটে ক্লিক দিয়ে রেজাল্ট দেখুন।

স্কীনস্ট ফলো করুন

স্কীন্সট ফলো করুন

স্কিনসট ফলো করুন

এখানে মার্কসীট সহ রেজাল্ট

এখন আসি কিভাবে এসএমএস দিয়ে এস এস সি রেজাল্ট মার্কশীট সহ দেখবেন?

প্রথমে মোবাইলে মেসেজ অফশনে যাই।

আগামী ৩১ মে, রবিবার এসএসসির ফল প্রকাশ হবে ।

এসএসসির ফল জানতে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এতে খরচ হবে ২ টাকা ৫৫ পয়সা

Example: SSC SYL123456 2020 send this message to 16222

দাখিলের ফল পেতে Dakhil লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।

Example: DAKHIL MAD 123456 2020 send this message to 16222

আর কারিগরি বোর্ডের এসএসসির ফল পেতে SSC লিখে একটি স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।

Example: SSC Tec 123456 2020 send this message to 16222

ফল প্রকাশের সাথে সাথে প্রি-রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অফিস বন্ধ রাখতে বোর্ডগুলোর পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

এখান থেকে  ভিডিও  টি দেখতে পার
যেকোন প্রয়োজনে আমি আছি তোমাদের পাশে?
Telegram Live chat►Click me
ধন্যবাদ সবাইকে পোস্ট টি পড়ার জন্য।

14 thoughts on "এস এস সি রেজাল্ট দেখুন মার্কসীট সহ সবাই আগে || কোন জামেলা ছাড়া এক ক্লিকে || Bangladesh Education SSc Result2020 ||"

  1. MD Shakib Hasan Contributor says:
    Thanks For Share
    1. Mohammad Alim Uddin Author Post Creator says:
      wellcome
    2. polash Contributor says:
      Nice
  2. Tuhin Author says:
    ভালো পোস্ট, কিন্তু একটা ভুল হলো, বাংলাদেশ শিক্ষা বোর্ড এই সময় তাদের সারভার ডাউন করে রাখে না ডাউন হয়ে যায়।
    1. Mohammad Alim Uddin Author Post Creator says:
      Thank you
  3. Blogger Subscriber says:
    এন.আই.ডি নাম্বার বার করুন কোন ঝামেলা ছাড়ায়, এন.আই.ডি পেইজে ম্যাসেজ ও হটলাইন এর ব্যবহার ছাড়ায়, নতুন ভোটাদের জন্য।

    http://shorturl.at/bGOX1

  4. SR Shoruv Author says:
    এই সাইটে মার্কশীট দেয় না। শুধু গ্রেডশীট দেয়। টাইটেল ঠিক করেন
    1. Sayfullah Contributor says:
      registration number dile marksheet sohoi dekha jai.
    1. Mohammad Alim Uddin Author Post Creator says:
      Thank you
  5. Monir+Khan Contributor says:
    Good Post, আচ্ছা কলেজে admission কবে থেকে শুরু হবে।
  6. Tanvir ahammed Contributor says:
    Number soho dekhar system ta ki?

Leave a Reply