আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

শিক্ষা জীবন শুরু হয় মানুষ এর প্রথম শ্রেণী থেকে যা ৫ম শ্রেণী পর্যন্ত থাকে মূলত এটা হলো প্রাথমিক শিক্ষা।

এরপর আসে হলো মাধ্যমিক শিক্ষা যা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত হয়ে থাকে। এর মধ্যে বিভিন্ন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়,,

যার মাধ্যমে শিক্ষার্থী সবার মধ্যে নিজেকে যাচাই এর সুযোগ পেয়ে থাকে।

এইরকম একটি পাবলিক পরীক্ষা হলো এসএসসি ও সমমানের পরীক্ষা।

এইবার করোনা এর পাদূর্ভাবে এবং বন্যা এর জন্য ২০২২ শিক্ষা বর্ষে যারা পরীক্ষা দিয়েছে অনেক ঝামেলা এর পর তারা পরীক্ষা তে অংশগ্রহণ করেছে।

তাদের পরীক্ষা শর্ট সিলেবাস অনুযায়ী হয়েছে। ইতিমধ্যে তাদের পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন আগে।

এখন শুধু ফলাফল পাওয়ার অপেক্ষা। বিভিন্ন নিউজ পোর্টাল এর তথ্য অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ২০২২ এ এসএসসি ও সমমানের পরীক্ষা এর ফলাফল ঘোষণা করা হবে।

আজকে ২১ তারিখ দুপুরে সংবাদ বিবৃতিতে মাননীয় শিক্ষা মন্ত্রী দীপু মনি এটি সবাইকে জানান।

২৮ তারিখ সকাল ১০ টাই শিক্ষার্থীদের ফলাফল প্রধানমন্ত্রী এর কাছে হস্তান্তর করা হবে,

এবং দুপুর ১২ টাই ফলাফল অনলাইনে প্রকাশ হবে। শিক্ষার্থীরা তাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফলাফল জেনে নিতে পারবে।

অনলাইন এর মাধ্যমে সরাসরি ফলাফল দেখতে পাবেন এই লিংকে,,

রেজাল্ট দেখতে এইখানে ক্লিক করবেন

তো, এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য। এবং শুভ কামনা জানায় সকল এসএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীদের।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

17 thoughts on "কবে প্রকাশিত হবে এসএসসি ২০২২ পরীক্ষার ফলাফল জেনে নিন !!"

  1. Apple Roy Contributor says:
    Thanks Vai….
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আপনার মূল্যবান মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ
  2. Unlimited Fun Author says:
    আমি ভাবছি আমার যে কি রেজাল্ট হয়
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      দেখেন কি হয়
    2. Unlimited Fun Author says:
      হ্যা দেখা ছারা আর করবোই কি
  3. Ashraful Author says:
    12 tai na diye arektu age dile valo hoto.
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ভালো রেজাল্ট হবে টেনশন এর কিছু নাই
    2. Ashraful Author says:
      10 tai online e dile beshi valo hoto.
  4. MD Shakib Hasan Author says:
    রেজাল্ট পাইতে পাইতে ২ টা বেজে যাবে
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      না, 12 টায় পাওয়া যাবে
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Tnx for comment
  5. BORNO Contributor says:
    আমার জন্য দোয়া করবেন ভাই
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি ভাই আল্লাহ যেনো আপনার মনের আশা পূরণ করে
    2. BORNO Contributor says:
      ধন্যবাদ

Leave a Reply