♦♣আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মনের মত একটা কাস্টম রম।
♦♣রমটি দেখতে যেমন বেশ, কাজেও তেমনি দারুণ।
♦♣আমার v30 ব্যবহার করা টপ রম গুলোর মধ্য জায়গা দখল করে নিয়েছে এই রোমটা।
♦♣এটা symphony xplorer v30 এর জন্য পোর্ট করা।
Requirements:
1. Symphony Xplorer V30 Rooted থাকা লাগবে।
2. Symphony Xplorer V30 এ custom recovery installed থাকা লাগবে। (আমি আগের পোস্টে custom recovery নিয়ে পোস্ট করছি। আমার আগের পোস্ট দেখেন।)
3. Rom download করে খালি ফ্লাশ দেন।
আর মজা নেন।
Features:
Added 300+ vram
Dynamic Status bar
Easy screenshot and screen recorder
All language Supported
Stylish Settings
Notification panel editor
Built in font changer
Navigation bar (on/off)
Rooted
Dolby Atmos (Better Sound)
And more…You Can’t Even Imagine
বাগ:
1. নেই।
2. আমি নিজে ব্যবহার করার পর পোস্ট করলাম।
তারপরও পেলে কমেন্ট মাস্ট।
Screenshots:
Download Room:
Zip ফাইলটি সাইজ: 394 MB
Stay Os V3 Mt6572 KK 4.4.2 Custom Rom Kernel 3.4.67+(Google Drive)
ইনস্টল ও পোর্টিং:
1. Symphony Xplorer V30 এর জন্য পোর্ট করা রোম এটা শুধু ফ্লাশ করলেই হবে।
2.আমি সাজেস্ট করব TWRP recovery.
3. Room flash/installe/দেয়া/মরা একি কথা তা নিয়ে trickbd তে অনেক পোস্ট আছে। তাই আমি কিছু লিখলাম না। তারপরও দরকার হলে বলবেন প্রয়োজনে আমি একটা পোস্ট করব।
ক্রেডিটঃ
1. Hasnain Alve(porter)
2. আকাশ হোসেন ♠♠♠আশা করি আপনারা সবকিছু বুজতে পারছেন। তারপরও কোথাও না বুজলে অবশ্যই একটা কমেন্ট করবেন।
♠♠♠পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।
ভূল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন।
ট্রিকবিডি এতে এখন লেখলাম