অসাধারণ সব Features নিয়ে চলে আসলো ChatGPT এর নতুন ভার্সন ChatGPT 4o

আমরা প্রতিদিনই বিভিন্ন কাজে এখন ChatGPT ব্যবহার করে থাকি।তবে এতদিন আমরা 3.5 এবং 4 ভার্সন ব্যবহার করেছিলাম।তবে এবার নতুন চমক নিয়ে চলে আসলো ChatGPT 4o যা আপনার জীবনকে করে দিবে আরও সহজ।ChatGPT এর এই নতুন ভার্সনে আপনি পাবেন আরো fast এবং accurate response এবং এটি এখন আগের থেকে সস্তা।এর সবথেকে ভালো বিষয় হলো এটি আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন।তবে অবশ্যই এখানে কিছু সীমাবদ্ধতা আছে।যেটি হলো আপনি প্রতি ৩ঘন্টায় একটি নির্দিষ্ট সংখ্যক চ্যাট করতে পারবেন।আর chatGPT এর এই নতুন ভার্সনে আপনি response গুলোর voice শুনতে পারবেন।চলুন ChatGPT 3.5 এর সাথে এর কিছু Comparison দেখা যাক।

(Note: আপনি ChatGPT তে এখন লগিন করলেই automatically 4o ভার্সনটি পেয়ে যাবেন।তবে লগিন না করে use করলে 3.5 দেখাবে)

 

প্রথমে একটি Math Problem দিয়ে এটি পরীক্ষা করবো।আমি এখানে এমন একটি সমীকরণ দিবো যার উত্তর হবে একটি অবাস্তব সংখ্যা।

এখানে ChatGPT 3.5 এটি সঠিকভাবে সমাধান করতে পারেনি।এবার ChatGPT 4 দিয়ে দেখা যাক।

এখানে দেখতেই পাচ্ছেন ChatGPT 4o এটিকে সঠিকভাবে সমাধান করতে পেরেছে।

এবার অনুবাদের কাজে এর ব্যবহার দেখা যাক।

আমরা অনুবাদের জন্য সাধারনত Google Translate ব্যবহার করে থাকি।তবে এমন অনেক বাক্য আছে যা Google Translate সঠিকভাবে অনুবাদ করতে পারে না।যেমন একটি প্রবাদ বাক্য “মানুষ মাত্রই ভুল” যার ইংরেজি “To err is human” কিন্তু Google Translate ব্যবহার করলে কী হয় দেখুন:-

এখন আমরা ChatGPT দিয়ে এটা অনুবাদ করবো

ChatGPT এটার সঠিকভাবে অনুবাদ করতে পেরেছে।

এবার আরো কিছু features দেখে নেয়া যাক।এখন আমরা Attachment uploading এবং web Browsing সম্পর্কে জানবো।এই ফিচারগুলো ChatGPT-4 এ আগে থেকে থাকলেও ফ্রি user রা এগুলো ব্যবহার করতে পারতাম না।এখন আপনি ফ্রিতেই এগুলো ব্যবহার করতে পারবেন।

এখন আমরা একটি পাখির ছবি দিয়ে দেখবো এটি বলতে পারে কি না আমরা কোন পাখির ছবি পাঠয়েছি।

এখানে আপনি ছবি ছাড়াও বিভিন্ন ডকুমেন্ট পাঠাতে পারবেন এবং চাইলে সেগুলো summarize করতে পারবেন।

এবার এর web browsing ফিচারটি দেখে নেয়া যাক।এই ফিচারটির মাধ্যমে chatgpt বিভিন্ন website search করে আপনাকে তথ্য দিতে পারবে।যার কারণে এখন আপনি realtime data পেয়ে যাবেন chatgpt থেকে।এখন আমি chatgpt থেকে আজকের আবহাওয়া জানার চেষ্টা করবো।

দেখুন এটি আজকের আবহাওয়ার তথ্য দিতেও সক্ষম।এমনকি এই ফিচার ব্যবহার করে আপনি যেকোনো ব্লগ পোস্টকেও summarize করে পড়তে পারবেন।

এগুলো ছাড়াও এর অনেক ফিচার রয়েছে।তো আজ এই পর্যন্তই

 

বিভিন্ন Tips and tricks পেতে join করুন: t.me/techztricks

 

13 thoughts on "চলে আসলো ChatGPT 4o | ব্যবহার করতে পারবেন ফ্রিতেই"

  1. RIFAT Contributor says:
    CHATGPT 4 কিভাবে ফ্রিতে ব্যবহার করব সেটাই তো উল্লেখ করেন নাই। পোস্টের টাইটেল এক, ভিতরে আরেক, এরকম পোস্ট করে কি লাভ হচ্ছে। Admin দের দৃষ্টি আকর্ষণ করছি।
    1. Zubayer Ahmed Author Post Creator says:
      নতুন আপডেটের পর কোনো কিছু করতে হয় না।Automatically chatgpt 4o use করতে পারবেন
  2. panoj85940 Subscriber says:
    Vai jara chatgpt use kore sobai eta jane, post er dorkar ki.
    1. Zubayer Ahmed Author Post Creator says:
      অনেকেই আছে যারা সবসময় chatgpt use করে না, তাদের এই বিষয়টি অজানা।আবার যারা chatgpt 3.5 এর limitations এর কারণে এটা use করে না তারাও এই আপডেট টি জানার পরে chatgpt ব্যবহার করা শুরু করতে পারবে।
  3. Moniruzzaman_Sohel Contributor says:
    কোন আপডেট এর কথা বলতেছেন? কোনো অ্যাপ? chat gpt.3.5 ই আছে এখনো। browser theke search dile 5 wi ase 4o likhle bole paid version… Kono link use korle seta den ba kono app use korle setar link den
    1. Zubayer Ahmed Author Post Creator says:
      chatgpt তে লগিন না করলে 3.5 দেখাবে।যেকোনো account দিয়ে লগিন করুন তাহলে 4o version দেখাবে
  4. Redwan Ahmed Contributor says:
    গ্রামের চাচাতো vai যখন নতুন চ্যাটজিপিটি ইউজার হয় আর হঠাত দেখে জিপিটি 4 এর লিমিটেড ভার্শন ফ্রিতে ইউজ করা যাচ্ছে 🐸🐸🐸🐸🐸
    1. Zubayer Ahmed Author Post Creator says:
      ChatGPT 4o ভার্সনটি recently এসেছে এবং এই পোস্টের উদ্দেশ্য হলো এই আপডেটটি অবগত করা।যারা ইতিমধ্যেই এটা সম্পর্কে জানে তাদের জন্য এই পোস্টটি নয়।অনেকেই আছে যারা হয়তো এর আগে gpt3.5 ব্যবহার করেছে কিন্তু এখন তেমন একটা ব্যবহার করে না।অনেক কাজ আছে যেগুলো gpt3.5 দিয়ে সম্ভব নয় তাই তারা এ পোস্ট দেখে gpt-4o সম্পর্কে অবগত হবে এবং এটি ব্যবহার শুরু করতে পারবে।এছাড়া chatgpt 4o এর আগের chatgpt-4 এর থেকে উন্নত এটাও এই পোস্টে উল্লেখ করা হয়েছে
  5. Tayab Contributor says:
    I didn’t know before. thanks brother
  6. MD. RAKIBUL ISLAM Author says:
    আরে ভাই Chatgpt এর ওয়েবসাইটে প্রবেশ করলে এটা অটোমেটিকই Chatgpt 4 ইউজ করতে দেয় এটা আবার নতুন কোন ট্রিক হলো😂
    1. Zubayer Ahmed Author Post Creator says:
      কীভাবে chatgpt-4o use করতে হয় সেটা নিয়ে তো এই পোস্ট না🙄।পোস্টের কোথাও কি লিখা আছে chatgpt-4 use করার ট্রিক?এই পোস্টে just এই আপডেট টা জানানো হয়েছে।
  7. mhasan9 Contributor says:
    good post

Leave a Reply