বিজ্ঞান অনুসন্ধানের সার্চ ইঞ্জিন Science Guru
আজকের দিনে আমরা বিজ্ঞানের যুগে বাস করেও বিজ্ঞান হতে অনেকটাই পিছিয়ে আছি বিভিন্ন কুসংস্কার এবং বিজ্ঞানের সঠিক বিষয়টি অনুসন্ধানের অভাবে – এছাড়াও বিজ্ঞান সম্পর্কে যতোটুকু জ্ঞান সেটার অস্বচ্ছতা এবং অপবিজ্ঞান এর সংমিশ্রণ তো রয়েছেই!
সুতরাং সঠিকভাবে বিজ্ঞান সম্পর্কে তথ্য অনুসন্ধান ও আহরোণ’ই পারে বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিকতায় বিজ্ঞানের উৎকর্ষতা লাভে একজন আদর্শ বিজ্ঞানমনস্ক মানুষ হিসবে নিজেকে গড়ে তুলতে।
বিজ্ঞান অনুসন্ধানের সার্চ ইঞ্জিন Science Guru
Science Guru Primary ফিচার
বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আহরোণের জন্য সঠিক বিজ্ঞান অনুসন্ধান অতি-আবশ্যক একটি শর্ত; তাই বিজ্ঞান অনুসন্ধানে Science Guru একটি সার্চ ইঞ্জিন যার মাধ্যমে আপনি স্পেসিফিক কি-ওয়ার্ড প্রবেশ করিয়ে প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য বিজ্ঞান ভিত্তিক জার্নাল এবং ওয়েবসাইট হতে সঠিক তথ্য পেতে সক্ষম হবেন; উল্লেখযোগ্যভাবে যেসকল ওয়েবসাইটের সংকল করা হয়েছে সেগুলোর ভেতর আছে Microsoft এর Research, Google এর Schooler, NCBI (National Center for Biotechnology Information), Oxford Academic, Springer, ScienceDirect ইত্যাদি।
Science Guru RAW ফিচার
Science Guru ইন্টারফেইসে প্রাইমারিভাবে Google API হতে যদিও ১০ টি সার্চ রেজাল্ট শো করাবে তথাপি Science Guru RAW ফিচারে আপনি আরও অধিক সংখ্যক বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধানে তথ্য পেতে পারেন। Science Guru Primary এবং Science Guru RAW উভয়ক্ষেত্রে সার্চ কি-ওয়ার্ড সম্পর্কিত Image পাওয়া যেতে পারে।
Science Guru এর Elite Eye ফিচার
বিজ্ঞান অনুসন্ধানে শুধুমাত্র বৈজ্ঞানিক আর্টিকেল ও প্রবন্ধ অথবা রিসার্চ পেপার নয় বরং বিভিন্ন মাধ্যম হতে তথ্য সংগ্রহ করে সেটার অথেনটিকেশন যাচাই পূর্বক সত্যতা অনুন্ধান এবং জ্ঞান আহরোণে Elite Eye হতে পারে দারুন একটি Search Tool – যেখানে Search Engine হিসেবে Google, Yahoo, Bing, DuckDuckGo, Ask, Yandex ইত্যাদি রয়েছে; স্পেসিফিক সার্চ করতে Information সেকশনে Wikipedia, Britannica, Encyclopedia, Quora এর মতো প্লাটফর্ম পাওয়া যাবে। বিভিন্ন গুজবের সত্যতা অনুসন্ধানে রয়েছে Fact Check সেকশন যেখানে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং ছাড়াও রয়েছে বাংলাদেশের জন্য স্পেসিফিকভাবে রয়েছে বিশেষায়িত Fact Check BD সার্চ ইঞ্জিন। অন্যান্য অনুসন্ধানে Image & Gif, Videos, Social Media, Tech, Hacking, Programming, Freelancing, Medicine, News, Religious সেকশন রয়েছে। সাধারনত কোন স্পেসিফিক কিওয়ার্ড প্রবেশ করিয়ে আপনি ঠিক কোন বিষয় বা ক্যাটাগরিতে অনুসন্ধানী তথ্য পেতে চান সেটার জন্য Eliye Eye ইফেক্টিভ ভূমিকা পালন করবে।
Science Guru এর WikiBot ফিচার
Science Guru তে থাকছে WikiBot যার মাধ্যমে একই পেইজে থেকে যে বিষয়ে সার্চ করতে চান সেটি কি-ওয়ার্ড প্রবেশ করিয়ে অনেকটা চ্যাটের মতোই WikiVersity হতে তথ্য অনুসন্ধান করতে পারবেন; বারবার বিভিন্ন পেইজে রিডাইরেকশান ছাড়াই আইফ্রেমে ব্রাউজিং এবং একইসাথে একাধিক অনুসন্ধান আপনার সময়টাকে বেশ সাশ্রয়ী কতে তুলবে।
উপযোগীতা
একজন বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে বিজ্ঞান অনুসন্ধানের গুরুত্ব অনস্বীকার্য যেখানে Science Guru হয়তো আপনার জন্য একটি উপযুক্ত মাধ্যম হতে পারে। শুধুমাত্র বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান নয় বরং গবেষণা তথা রিসার্চ করতে তথ্য ও উপাত্ত সংগ্রহ – পিয়ার রিভিউড জার্নাল – আর্টিকেল ও নিবন্ধ অনুসন্ধান; কোন একটি নির্দিষ্ট বিষয়ে তথ্য অনুসন্ধান এবং যাচাই তথাপি সময় সাশ্রয়ী অনুসন্ধানে Science Guru আপনার এক বৈজ্ঞানিক অনুসন্ধানী বন্ধু হতে পারে বৈকি!
Science Guru সার্চ ইঞ্জিন লিংক: Science Guru
সবিশেষ সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।
ফেসবুকে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইলো:- Humayun Shariar Himu
EliteEye এর কথা বললে সেটা Jquray ব্যবহারে সার্চ রেজাল্ট শো করানো যে বিষয়টি যে ক্ষেত্রে খুঁজতে চাচ্ছেন সেটাকে আরও ন্যারো করে স্পেসিফিকেশান আনার জন্য।
যদি আপনি ডর্ক এর কথাটি ট্রাডিশনাল সার্চ ইঞ্জিনের সাথে মিলিয়ে তুলনা করেন তবে অবশ্যই সেটাকে আহামরি কোথাও দাবী করা হয়নি বরং Description পেইজেই তো স্পষ্ট উল্লেখ করায় আছে।
এখানে উদ্ভাবিত বিষয়টির বিশেষণ নয় বরং সেটা ব্যবহার করে আসলে ঠিক কতোটুকু সায়েন্টিফিক রিসার্চ জার্নাল (রিসার্চগেটের মতো সাইট ছাড়া হাই ইমপ্যাক্টিভ পিয়ার রিভিউড জার্নাল এবং জার্নালের এবস্ট্রাক্টিং)।
আপনার মূল কটাক্ষ কেবলি তুচ্ছতা প্রকাশ করার জন্যই যদি হয় তবে সেটা এমনিতেই বলুন বিভিন্ন সহজ শব্দে যেমন “ফা-ল-তু” ইত্যাদি হতে আরও নিচে নানা প্রচলিত শব্দ আছে, তাহলে আসলে ঠিক স্যাটিসফেকশান গেইন হতে পারে।
সীমাবদ্ধতার ক্ষেত্রে যদি যাচাই করেন তবে স্বীকার্য আমি নিজেই এখানে কোন Google Scholar বিষয়টার ইমপ্লিমেন্ট করতে পারিনি – যা ব্যর্থতা
এটা কোন ঐশ্বরিকভাবে আমার জানার বিষয় না – আশ্চর্যজনক যদি কিছু থাকে সেটা হলো এই বিষয়টি আপনি নিজেও রিয়েলাইজ করতে পারেন, আবার এই উপলব্ধিতেও সংকোচ মাঝে মাঝে চলে আসে।
সুতরাং আপনার যেটা মনে হয় সেটা করতেও কিছু কনফিউশান আর লজিকের কনফ্লিক্ট থাকে তাই আপনি আমার পোস্টে আপনার মনের সব ভাবনা উগড়ে (যেমনই হউক আর যা হউক) দিতেই পারেন – সেটা আপনাকে স্যাটিসফেকশানের সাথে সাথে আপন স্ট্যামিনা খরচে আমার ডেভোলপমেন্টেই ইউটিলাইজ হবে মাত্র – যার জন্য কৃতজ্ঞতা