ভাবছেন, “দুরু মিয়া! এইটা কিসু হইলো? Google কি না করে?” আরে ভাইয়া কুল ডাউন! সত্যিই Google যে কি না করে! তবে এবারেরটা একটু ভিন্ন। গুগল দাদা এবারে একটু মজা করেই April-Fool-Day উপলক্ষে এই game-টা রিলিস করেছে। এতো বিখ্যাত এই কোম্পানির যে মজা করারও “ability” আছে সেটাই এই গেমটি প্রমান করে আরকিহ!
ইমেজ:Google
তো যাই হউক, April-fool-day(যার যার দৃষ্টিভঙ্গি) উপলক্ষে গুগলের এই কারবার। Google মূলত এই গেমটি টেম্পোরারিলি বা ক্ষনস্থায়ী ভাবে রিসিলিস করেছে, গেমটি শুধুমাত্র এই সপ্তাহের শেষ দিন পর্যন্তই উন্মুক্ত থাকবে; তারপর তারা এটি সরিয়ে নেবে। গেমটি প্রধানত Google Maps-এ্যাপটিতে add করা হয়েছে।
আজ থেকে android এবং iOS-এর জন্য এটি গ্লোবালি রিলিজ করা হয়েছে। যদিও এটি Google Maps app-থেকে খেলা যাবে, তবে আপনি চাইলে গুগলের এই অফিশিয়াল স্ট্যান্ড-এ্যালোন সাইট থেকেও একবার মজা নিয়ে আসতে পারেন! আর গুগল ম্যাপস এ্যাপের ম্যানুতেও আপনি এই গেমটি পবেন।
একেবারে সাধারণ ক্লাসিক snake গেম ধাঁচের এই গেমটিতে আপনাকে একটি “সাপসদৃশ ট্রেনের” মাধ্যমে যাত্রী বোঝাই করে নিতে হবে। যতো যাত্রী, ততো স্কোর! প্রথমে কোন শহরে খেলতে চান সেটি ঠিক করে নিতে হয়। যেমন:- London, Francisco, Tokyo, ইত্যাদি। সোয়াইপ করার মাধ্যমে নির্দিষ্ট যাত্রীকে তুলি নিতে হয়।
ট্রিকবিডির সাথেই থাকুন! ?
11 thoughts on "এপ্রিল ফুল ডে-র জন্য Google-এর টেম্পোরারিলি রিলিজ করা snake গেমটি দেখেনিন!"