ফ্রীতে ATM Card নেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খুলতে হবে।

“স্টুডেন্ট ব্যাংক একাউন্ট বলতে স্টুডেন্টদের জন্য বিশেষ সুবিধা সম্পুন্ন একাউন্ট। ”
বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ ব্যাংক ব্রান্চে যোগাযোগ করুন।

এর জন্য আপনার কিছু ডুকুমেন্ট প্রয়োজন হবে,

১, শিক্ষা প্রতিষ্টানের প্রতয়ন পত্র। (যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেন সেখানকার সুপারিশ পত্র)

২, একাডেমিক ট্রান্সজিপ্ট।

৩, এনআইডি ও জন্ম নিবন্ধন কার্ড।

৪, পাসপোর্ট সাইজের ফটো।

৫, নমিনির আইডি কার্ড ও ফটো।

(যাদের এখনো এনআইডি কার্ড হয় নি বা বয়স ১৮ বছরের নিচে তাদের একাউন্ট করার জন্য অবশ্যই পিতা কিংবা মাতা অথবা কোন আত্মীয় যাকে ভরসা করা যায় একাউন্ট পরিচালনার জন্য তাকে নিয়ে নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন। আপনার যখন এনআইডি কার্ড হবে তখন একাউন্ট আপনি পরিচালনার করতে পারবেন)

এখান থেকে আপনাকে ফ্রীতে ATM Card দেওয়া হবে। এই ATM Card এর জন্য বাৎসরিক কোন ফি দিতে হয় না। এখান থেকে স্বল্প পরিমানে ফ্রিলেন্সিং এর টাকাও তুলতে পারবেন, আর কি একটি ATM Card দিয়ে যা যা করতে পারেন এটাতেও তাই তাই করতে পারবেন।

এছাড়াও ইন্টারনেট ব্যাংকিং সুবিধা ও রয়েছে, যার মাধ্যমে সরাসরি মোবাইল রিচার্জও করতে পারেন।


যে সব ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলার সুবিধা দিচ্ছে,

#প্রাইম ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
#এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
#ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
#ucb ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
#ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট
#ডাচ বাংলা ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট।
#যমুনা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট

****ইসলামী ব্যাংক মাত্র ১০০টাকা দিয়েই ব্যাংক একাউন্ট একটিভ করে। এই ১০০টাকা আপনার একাউন্টে জমা হবে।

****ডাচ বাংলা ব্যাংক মাত্র ৫০০টাকা দিয়ে একাউন্ট একটিভ করে, এ ৫০০টাকা আপনার একাউন্টে জমা থাকবে কিন্তু তুলতে পারবেন না। একাউন্ট ডিএকটিভ করলে ৫০০টাকা ফেরত পাবেন।

****প্রায় সবগুলো ব্যাংক একই ধরনের, তবে সঠিত তথ্য পেতে নিকটস্থ ব্যাংক ব্রান্চে যোগাযোগ করুন

#Credit by Masuudofficial

20 thoughts on "নিয়ে নিন ATM Card একদম ফ্রীতে, ATM Card এর কোন বাৎসরিক ফি দিতে হয় না……(For All Student) 1000000%"

    1. Sharif Muktagasa Contributor Post Creator says:
      thnx
    1. Sharif Muktagasa Contributor Post Creator says:
      thnx
  1. স্বপ্ন Author says:
    সত্যিই হুজুর পোস্ট টা অনেকের কাজে আসবে। ?
  2. MD.RAKIBUL Contributor says:
    Usefull post
  3. munnamiha Contributor says:
    বাহ বাহ
    ভালো জিনিষ
  4. Shoyeb Contributor says:
    YouTube boosting hoy…..?
    1. স্বপ্ন Author says:
      ভাই হুজুরে মনে হয় ব্যাস্ত
    2. Jahid Hasan Contributor says:
      na vai…
  5. Cyber Prince Author says:
    ভালো লাগলো
  6. mdehsanurrahman Contributor says:
    amar number diye k jeno DBBL account korece.ata deactivate korbo kivabe?custpmer center e call dite parbo na.tk na.
  7. Alamin. Khan Contributor says:
    vai ei card facebook page promote kora jabe
  8. rabby Subscriber says:
    Tnx hujur vai . Onek upokari post .
  9. Azimkhan Contributor says:
    রানিং ষ্টুভেন্ট ছাড়া কি খোলা যাবে।
  10. Fastufs Subscriber says:
    অসাধারণ একটা telegram bot,30s পর পর claim করতে হয়।৫/৬ঘন্টা কাজ করলেই হয়ে যাবে।try করে দেখতে পারেন।
    https://t.me/BTC_Faucet_freebot?start=852456742
  11. bigboxs Contributor says:
    অসাধারণ ? আমি এরকম পোস্ট খুজছিলাম।
  12. Limon Sarkar Contributor says:
    হুজুর সাহেব রিপ্লাই দিয়েন?
    কোনো কারণে যদি কার্ডটি হারিয়ে যায় তাহলে করণীয় বিষয়গুলো কি?

Leave a Reply