আসসালামু আলাইকুম,
সম্প্রতি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রসোনালে পড়ে স্মার্টফোন ব্যবসা একটু ঝুঁকির মুখে ছিল হুয়াওয়ে, তবে এবার তারা সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আসছে হুয়াওয়ের নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম, এবং নতুন নতুন ডিভাইস, এরই ধারাবাহিকতায় নতুন তিনটি স্মার্টফোন আনছে হুয়াওয়ে।


নোভা সিরিজে নতুন তিন স্মার্টফোন উন্মোচন করল হুয়াওয়ে।
স্মার্টফোন গুলো হল নোভা ৫ নোভা, ৫ প্রো, এবং নভা ৫ আই,
নভা ৫ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে নতুন কিরিন ৮১০ প্রসেসর, নোভা ৫ প্রো তে ব্যবহার করা হয়েছে কিরিন ৯৮০ প্রসেসর। যা এর আগে হুয়াওয়ে পি ৩০ এবং মেট ২০ ডিভাইসে দেখা গেছে।

ডিভাইস গুলোর রেম এবং স্টোরেজের ক্ষেত্র পার্থক্য রাখা হয়েছে। নোভা ৫ এ রয়েছে ৬ জিবি রেম এবং ১২৮ জিবি স্টোরেজ, আর ৮জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে নোভা ৫ প্রো তে।


নভা ৫ এবং নভা ৫ প্রো ২ টি ডিভাইসে রাখা হয়েছে ছোট ওয়াটারপ্রুফ নস আর ৬ দশমিক ৩৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, আর সামনের পাঞ্চহোল
ক্যামেরায় আছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। পেছনে আছে ৪৮ ও ১২ মেগাপিক্সেলসহ টিওএফ থ্রিডি ক্যামেরা।

৩৫০০ মিলি এম্পিয়ার ব্যাটারির সঙ্গে ইউ এস বি সি চার্জিং পোর্ট ও রাখা হয়েছে ডিভাইস গুলোতে।


অপেক্ষাকৃত কম দামে নভা ৫ আই ডিভাইসে নস এর বদলে ব্যবহার করা হয়েছে হল্ড ৫ এলসিডি পর্দা, পাশাপাশি ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে অপেক্ষাকৃত কম বতির কিরিন ৭১০ ওর প্রসেসর। আর নভা ৫ আই এর পিছনে মূল ক্যামেরা সেন্সরটি ২৪ মেগাপিক্সেল।

এ মাসে বাজারে আসার কথা রয়েছে স্মার্ট ফোন ৩টির।

নভা ৫ এর বাজার মূল্য বলা হয়েছে ৪০৭ মার্কিন ডলার, নভা ৫ প্রো এর দাম ৪৩৬ ডলার এবং নভা ৫ আই এর বাজার মূল্য ৩২০ ডলার।

মাঝখানে কয়েকদিন নতুন পূর্ণ উন্মোচন বন্ধ রাখলেও নতুন এই ডিভাইসগুলো বাজারে এনে ইউজারদের নিশ্চিন্ত করার বার্তাটাই দিল প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোন পোস্ট এর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ।
অ্যান্ড্রয়েড অ্যাপ কিংবা যেকোন ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য যোগাযোগ করুন ০১৯৯৮৮১২৯৩৫ ইমু। অথবা ফেসবুকে এই লিংকে ক্লিক করে।

অনলাইনে যেকোন রিলেটেড সমস্যার তাৎক্ষণিক সমাধান পেতে এই গ্রুপে জয়েন হন।

5 thoughts on "আকর্ষণীয় তিনটি স্মার্ট ফোন বাজারে আনছে হুয়াওয়ে | বিস্তারিত পোস্টের ভিতর!!!"

  1. Shadin Contributor says:
    I am also a Huawei user.
  2. Masum62786 Contributor says:
    apni ki bides e thaken… bangladesi tk diben.. parle kom baget er modhe diben..
  3. Masum62786 Contributor says:
    apni ki bides e thaken… bangladesi tk diben.. parle kom baget er modhe diben..
  4. Sharif Muktagasa Contributor says:
    imran, mama sei rokom bebsa kortecho.
    1. Nirab Hossain Contributor Post Creator says:
      বুঝলাম না ভাইয়া!

Leave a Reply