হ্যাল্লো পোলাপাইন ,
কি অবস্থা সবার ,
অনেক দিন পর আবারও ফিরে আসলাম আমি পেত্নীর জামাই…থুক্কু আমি নাজমুল ।
তো কথা না বাড়িয়ে মূল টপিক এ আসা যাক ।
##বিশ্বের সব থেকে জনপ্রিয় গেমিং অ্যাপটি হল PUBG ।
##লঞ্চের পর থেকেই বিভিন্ন ভাবে গেমটিকে আপডেট করেছে টেনসেন্ট
সংস্থাটি। এবং এই গেমটি
আপডেটের মধ্যেই একটি
আপডেট হল PUBG এর MOBILE ভার্সন।
##এই মোবাইল ভার্সনে কখনও যুক্ত করা হয়েছে নতুন অস্ত্র আবার কখনও
নতুন ম্যাপ।
##তবে এবার বেশ কিছু বড় সড় আপডেট আসতে চলেছে PUBG এর
MOBILE ভার্সনটিতে।
## এই প্রথমবার গেমটিতে পেলোড মোড নিয়ে আসতে চলেছে
সংস্থাটি।
##এই নতুন মোডে
এবার আকাশ পথেও যুদ্ধ করতে পারবে প্লেয়াররা। অর্থাৎ আগে যেমন জিপ, মোটর সাইকেল ইত্যাদি ব্যবহার করে যুদ্ধ করত প্লেয়াররা এবার এর সাথে সাথে যুদ্ধবিমান ও হেলিকপ্টার নিয়েও যুদ্ধ করতে পারবে প্লেয়াররা।
##শুধু তাই নয় আকাশপথে আসা
প্রতিদ্বন্দিদের খতম করার
জন্য থাকবে ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক ছাড়াও আরও কিছু শক্তিশালী অস্ত্র যুক্ত করা হয়েছে গেমটিতে।
##এছাড়া নতুন
ভার্সনটিতে থাকছে
গ্রেনেড লঞ্চার ও রকেট
লঞ্চার।
##এই গেমটিতে এতদিন স্থলপথে যুদ্ধ হত এবার তা হবে আকাশপথেও।
এয়ার-টু-এয়ার কমব্যাটের ফলে প্লেয়াররা তার প্রতিদ্বন্দ্বীকে আকাশপথে খতম করতে পারবে।
এবং যে সব প্লেয়াররা
মাটিতে থেকে খেলবেন
তাদের জন্য থাকবে
শক্তিশালী বাইনোকুলার
যার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী
বিমানকে চিহ্নিত করতে
পারবেন।
##নতুন আপডেটটিতে যে যে অস্ত্রগুলি যোগ হচ্ছে সেগুলি হল:-
1) RPG-7 রকেট লঞ্চার।
2) M3E1-A মিসাইল।
3) M79 গ্রেনেড লঞ্চার।
4) M134 হেভি মেশিনগান।
5) MGL গ্রেনেড লঞ্চার।
##সংস্থার তরফে জানানো
হয়েছে আগামী সপ্তাহেই এই আপডেটটি আসা শুরু হবে।
Thank You.
https://youtu.be/gwiwLqSlSzk