সবাইকে সালাম জানিয়ে আমি আমার আজকের আর্টিকেল শুরু করতে যাচ্ছি!

১৩ হাজারের কমে এই স্মার্টফোন গুলিতে মিলবে বিশাল ব্যাটারি সাথে গেমিং পারফরম্যান্স

তাহলে আমি আমার টপিকে ফিরে আসি, ত আজকের টপিক হচ্ছে”” কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া আইফোন টি খুজে বের করবেন? “”

হে সত্যিই আপনি কিছু সিস্টেমের মাধ্যমে এই হারিয়ে যাওয়া আইফোন টি খুজে বেড় করতে পারবেন এর জন্য নিচের স্টেপ গুলা অনুসরন করুন।

 প্রথম স্টেপঃ

আপনার এপল একাউন্টটি যদি আগে থেকেই আপনার ডিভাইসে এড করা থাকে তাহলে আপন চাইলে খুব সহজেই আপনার ডিভাইসটি ট্রেক করতে পারবেন  Find My iPhone

 

আইফোন

এটি অনেক চমৎকার একটি এপ্লিকেশন আপনার ডিভাইসটি ট্রেক করবার জন্য প্রথমে এটি ওপেন করুন অন্য একটি আইফোন থেকে! আইফোন

তারপর আপনার হারিয়ে যাওয়া i phone এর মাঝে জেই একাউন্ট ছিলো সেটি লগিন করুনঃতারপরআইফোন

আপনার হারিয়ে যাওয়া ডিভাইসে ক্লিক করুন

  • যদি আপনার iphone বন্ধ অথবা ব্যাটারি চার্জ এর কারনে বন্ধ হয়ে যায় তাহলে আপনার ডিভাইসটি বন্ধ হওয়ার আগে কোথায় ছিলো সেই সময়কার লোকেশন আপনাকে দেখাবে।

ট্রেক

Action এ চাপুন স্ক্রিন এর নিচে দেখতে পাবেন।ট্রেক

যদি আপনার ডিভাইসটি ঘরে খুজে পাচ্ছেন না বা আশেপাশেই কোথাও আছে এর জন্য PLAY SOUND এ ক্লিক করুন আপনার iphone বেজে উঠবে।ট্রেক

এই অপশনটি ব্যাবহার করবেন তখন যখন আপনার ডিভাইসটি চুরি হয়ে গেছে অথবা যদি ভাবেন আপনার কাছের কারও কাছে আপনার ডিভাইসটি আছে Tap করুন Lost Mode

  • আপনার ডিভাইসের আনলক কুড টাইপ করুন।
  • মেসেজ অথবা কন্টাক্ট মোবাইল নাম্বার সেন্ড করুন জাতে করে আপনার স্ক্রিনে ভেসে উঠে এবং আপনাকে ফিরত দেওয়ার জন্য আপনাকে কল করে।
  • যদি আপনার মোবাইল টি অনলাইনে থাকে মানে ডাটা কানেকশন অন থাকে তাহলে আপনার ডিভাইসটি লক করে দিন তাহলে আর রিসেট কর‍তে পারবে না।
  • ব্যাক আপ করে রাখুন আপনার Icloud. I tune এর ডেটা তাহলে সময় মতো রিস্টর করে কাজে লাগাতে পারবেন।

স্টেপ ২ : গুগুল টাইমলাইন

গুগুল টাইমলাইন আপনার লাস্ট লোকেশন গুলি ট্রেক করে।ডিভাইস

ব্রাউজার থেকে                https://www.google.com/maps/timeline গুগুল টাইম লাইন ম্যাপ হিস্টরি তখনই কাজ করবেন যখন আপনি এটি ইনেবল করে রাখবেন TODAY তে ক্লিল করুন লোকেশন

আপনার লাস্ট রিপোর্ট টি সিলেক্ট করুন। তারপর দেখুন।

আইফোন

 

এই কয়েকটি সিস্টেমের মাধ্যমে আপনি চাইলে আপনার হারিয়ে যাওয়া ডিভাইসটি ট্রেক করতে পারবেন। আমি সজিব ইসলাম বাংলাপেন. কম থেকে সবাই ভালো থাকুন এবং নিয়মিত আমাদের সাইটে ভিসিট করুন ধন্যবাদ।

 

আমার আগের পোস্ট গুলি পড়তে ভুলবেন্নাঃ 

অবশেষে মুক্তি পেয়ে গেলো কল অব ডিউটি মোবাইলেও

দেখে নিন কীভাবে এন্ড্রয়েড এ আরেকটি এন্ড্রয়েড সেট আপ করবেন

ওয়াইফাই নেটওয়ার্ক এর মাঝে কানেক্ট ইউজারদের ডিসকানেক্ট করুন

কিভাবে মেটাস্পলয়িট টুল দিয়ে যে কারোর কম্পিউটার হ্যাক করে ভয়েস রেকর্ড শুনবেন

4 thoughts on "আইফোনটি হারিয়ে ফেলেছেন? খুব সহজেই খুজে বের করুন আপনার হারিয়ে যাওয়া আইফোনটি"

  1. Sk Shakib Author says:
    নাইস পোস্ট
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      ধন্যবাদ
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      ,?

Leave a Reply