গুগল! আমরা প্রতিদিন নতুন কিছু জানার জন্য ইন্টারনেটে ঘুরে বেড়াই। আর এই নতুন কিছু জানতে গুগল আমাদের সাহায্য করে। কারণ নতুন কিছু জানার জন্য ইন্টারনেটে প্রথমেই আমরা গুগল এর ওয়েবসাইটে (https://www.google.com) যাই, তারপর আমরা যা জানতে চাই সেটা সার্চ করি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ছাত্র থাকাকালীন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন ১৯৯৮ সালে গুগল নির্মান করেন। গুগলে বর্তমানে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ভিজিট করে। তাই গুগল এর রাঙ্ক সারা পৃথিবীতে প্রথম স্থানে রয়েছে। বর্তমানে গুগল অনেক উন্নত এবং দেখতে সুন্দর। চলুন আজকে আমরা ১৯৯৮ সালের গুগলে ফিরে যাব।

১৯৯৮ সালের গুগলে ফিরে যাওয়ার জন্য প্রথমে আমাদের একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটির লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি। অথবা আপনি গুগল এ (google 98) লিখে সার্চ করুন। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ভিজিট করুন।

ওয়েবসাইটটির লিঙ্কঃ ক্লিক করুন

ওয়েবসাইটটিতে ভিজিট করার পর নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পারবেন। ১৯৯৮ সালে গুগল এর প্রথম পেজ দেখতে এরকম ছিল।

তারপর নিচের স্ক্রিনশট এর মতো সার্চ বারে আপনি যা সার্চ করতে চান, সেটা লেখুন। আমি গুগল (google) লেখেছি।

তারপর নিচের স্ক্রিনশট এর মতো গুগল সার্চ (Google Search) এ ক্লিক করুন।


তারপর নিচের স্ক্রিনশট দেখুন, ১৯৯৮ সালে গুগল এ সার্চ করার পর দেখতে এরকম ছিল।


Visit: www.ImtiazBlog.com

6 thoughts on "এখন আপনিও ফিরে যান ১৯৯৮ সালের গুগলে। [লাইভ]"

    1. Mohammed Nayeem Akondo Contributor Post Creator says:
      Thanks
  1. Mohammed Nayeem Akondo Contributor Post Creator says:
    Thank You Bro
    1. Mohammed Nayeem Akondo Contributor Post Creator says:
      Thanks

Leave a Reply