আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

২০২০-২১ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন কল রেটের উপর সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে

২০২০-২১ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন কল রেটের উপর সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। ফলে বাজেট পাশ হওয়ার দিন থেকেই মোবাইল ফোনে কথা বলার খরচ বাড়বে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর একটি সূত্র জানিয়েছে, দেশে করোনাভাইরাসের প্রভাবে অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হলেও টেলিকম খাতের অবস্থা ভালো। মানুষ ফোনে ইন্টারনেটের ব্যবহারের পাশাপাশি কথা বলাও বাড়িয়েছে। এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই খাত থেকে সরকারকে বিপুল পরিমান শুল্ক সংগ্রহ করতে হবে। সেজন্য মোবাইল ফোনের কল রেট বাড়ানো যাবে।

দেশে মোবাইল ফোনের কল রেটে বর্তমানে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। আগামী মাসে সেটি ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করার চিন্তাভাবনা করছে এনবিআর। এনবিআর সূত্রে জানা গেছে, ভ্যাট বিভাগের সবচেয়ে বেশি শুল্ক-ভ্যাট আদায় করা তিনটি খাতের একটি মোবাইল অপারেটররা।

২০১৯-২০ সালের চলতি বাজেটেও মোবাইল ফোন কল রেট, সিম কার্ড ট্যাক্স, এবং এই সংক্রান্ত সেবায় শুল্ক বাড়ানো হয়েছিল। ফলে গত বছরই বেড়েছিল কল রেট।

২০১৮-২০১৯ সালের বাজেটে মোবাইল ফোন কল রেটের উপর ৫ শতাংশ শুল্ক আরোপিত ছিল। ২০১৯-২০ সালের বাজেটে তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। এবার আগামী বাজেটে অথার্ৎ ২০২০-২১ সালের বাজেটে এই খাতে ১০ শতাংশ থেকে শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে।

বর্তমানে মোবাইল ফোনে কথা বলা এবং বার্তা পাঠানোয় খরচ হয় ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সারচার্জ, ১০ শতাংশ সম্পূরক শুল্ক ইত্যাদি মিলে মোট খরচ ২৭ দশমিক ৭৭ শতাংশ। ফলে ১০০ টাকা মোবাইল ফোনে রিচার্জ করলে সরকার ২২ টাকা কেটে নেয়। আগামী বাজেটে খরচটা আরো বাড়বে।

11 thoughts on "২০২০-২১ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন কল রেটের উপর সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে"

  1. MD Shakib Hasan Contributor says:
    Thanks For Share
  2. MD FAYSAL Contributor says:
    আর সিম দিয়ে কথা,বলমো না এখন ইমু দিয়ে কল করমো
    1. Java Mobile Family Author Post Creator says:
      Hmmmm তবে যাদের বাটন ফোন তাদের মনে নিতেই হবে।
    2. Sohag Alhasan Contributor says:
      ইমু দিয়ে কথা বলতে গেলে তো ওয়াইফাই লাগবে আর যদি ওয়াইফাই না থাকে তাহলে তো এমবি কিনতে হবে। সম্পূরক শুল্ক বাড়ানো হলে তো এমবি কিন্তু খরচ বেশি হবে
    1. Java Mobile Family Author Post Creator says:
      Thank You ™
  3. Tanveen Juwel Contributor says:
    baler desh……..baler government?
    Fuck you government???
  4. EagleEye98 Contributor says:
    বাদ দেন, আমি তো আর বউ দেশে রেখে বিদেশ যাই নাই যে ইমো করবো, Whatsapp আসে, তাতেই কথা হবে।
    আমরা কম বেশি সবাই নেট কিনি কাজেই ব্যাপার নাহ।
    1. Sohag Alhasan Contributor says:
      ভাই সম্পূরক শুল্ক বাড়ানো হলে তো এমবি কিনার খরচটাও বেড়ে যাবে ।
  5. Md Himul Contributor says:
    amar taka dia putangi korbe
  6. sunnysk Contributor says:
    কোথায় এই মুহূর্তে ভ্যাট কমিয়ে এনে, সবাইকে স্বল্প মূল্যে যোগাযোগ এর ব্যবস্থা করবে তা না করে উল্টো আরো বাড়াচ্ছে ?

Leave a Reply