আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।

★অবশেষে ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত.??

গোপনীয়তা ও সুরক্ষা নীতিমালা না মানায় ভারত সরকার দেশটিতে অন্তত ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধ করেছে। এসব অ্যাপসের মধ্যে রয়েছে জনপ্রিয় ভিডিও তৈরির অ্যাপ টিকটক, উইচ্যাট, হ্যালো, শেয়ারইট, ইউসি ব্রাইজার, শপিং অ্যাপ ক্লাব ফ্যাক্টরি।


ভারতীয় গোয়েন্দা সংস্থা অ্যাপগুলোর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল যে, এগুলো ব্যবহারের শর্ত লঙ্ঘন করছে, ব্যবহারকারীর গোপনীয়তার সাথে আপোস করছে এবং স্পাইওয়্যার বা ম্যালওয়্যার হিসেবে ব্যবহৃত হচ্ছে। যার পরেই সরকার অ্যাপগুলো নিষিদ্ধ কারার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ব্যবস্থা হিসেবে অ্যাপগুলো দেশটিতে ব্লক করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে। 

এদিকে ইকোনোমিক টাইমসে সরকারের দেয়া এক বিবৃতি উদ্ধৃত করে বলছে, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় সরকার অ্যাপসগুলোকে নিষিদ্ধ করেছে। ২০০৯ সালের বিধিমালা অনুযায়ী সরকার তার ক্ষমতা প্রয়োগ করেছে। 

সরকারের একটি সূত্র জানিয়েছে, মূলত অ্যাপগুলো দীর্ঘদিন থেকেই দেশের সুরক্ষা ও গোপনীয়তার নীতিমালা ভঙ্গ করে আসছিল। এর ফলে দেশের বিভিন্ন তথ্য পাচার হবার আশঙ্কা ছিল। যে কারণে দেরিতে হলেও ব্যবস্থা নেয়া হয়েছে। যেসব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে সেগুলোর মধ্যে অত্যধিক জনপ্রিয় টিকটক, ইউসি ব্রাউজার। 

এছাড়াও রয়েছে লাইকি, ক্ল্যাশ অব কিং, ভাইরাস ক্লিনার, উইবো, উইচ্যাট, ভিগো লাইভ, সেলফি সিটি, ক্যাম স্ক্যানারসহ আরও অনেক।

উল্লেখ্য, ভারতের লাদাখ সীমান্তে গত ১৫ জুন ভার-চীন সেনাদের মধ্যে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত ও শতাধিক সেনা আহত হয়। এরপর পুরো ভারতজুড়ে চীনা পণ্য বর্জনের ডাক দেয় বিভিন্ন মহল। এমন এক সময়েই ভারত সরকার চীনা এসব অ্যাপ নিষিদ্ধ করলো।

★দেখুন ভারতে ব্যান হওয়া অ্যাপগুলো কি কি.??

আশাকরি বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে ভিডিওটি দেখুন


★Join our telegram channelBDTRICKSH
★আবারো যারা রিং আইডি কয়েন সেল দিতে চান বা সেল করতে পারছেন না তারা যোগাযোগ করুন Imo & Whatsapp: 01987821162

★ইউটিউব চ্যানেল ফ্রিতে প্রমোট করাতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপেYoutube Channel Free Promote Bd Trick Sh

★Join our whatsapp group:BDTRICKSH

আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখেনিনঃ

★★নতুন পেপাল একাউন্ট খুলুন এবং ০.১০ ডলার নিয়েনিন Clipclaps অ্যাপটি থেকে শুধুমাত্র একাউন্ট করেই

★★আপনার ফেসবুক পেজে যতখুশি ততো ১০০% রিয়েল লাইক বাড়িয়ে নিন

“আপনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কমেন্ট আশাকরি।আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে পোষ্টদাতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলে, তাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।
আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন, চ্যানেলটিতে যেতে অথবা সাবসক্রাইব করতে”


আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমিMdshakilhasan
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

সৌজন্যেঃ Somoy Tv

10 thoughts on "অবশেষে Tiktok সহ ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত"

  1. EagleEye98 Contributor says:
    এই এপ্সগুলো আমাদের দেশেও ব্যান হওয়া উচিত। প্রচুর ঝামেলা করে বিশেষ করে tiktok, shareit, uc browser, likee, youcam makeup, bigo live, viva, sweet selfie, vmate. এতে করে দেশ থেকে আবালের সংখ্যা কমে যাবে।
  2. jibon roy Author says:
    vpn kiser jonno ache vai??
  3. MD Osman Gani Contributor says:
    ভাই ভিপিএন এর যুগে এগুলা কিছু’ই না ।
  4. Shipat_Azam Contributor says:
    ভাই ভিপিএন থাকলেও বড় তারকারা ভিড়িও বানাইলে খাইছে?
  5. Lipon Islam Author says:
    আলহামদুলিল্লাহ । ভিপিএন মারাইছো । বেশি বাড়াবাড়ি করলে ভারত সরকার ভিপিএন কেও নিষিদ্ধ কইরা দিবো ।
    1. S A Suvo Sheikh Contributor says:
      এতে চিনের লস নাই, বুঝলা?
      রাগ করে ভাত না খাইলে, নিজেরই লস
  6. Ashikur420 Contributor says:
    Reported. Ata Kno video shereing site na.

Leave a Reply