আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য ৩০ ওয়াট ফ্ল্যাশ চার্জের রিয়েলমি সিক্স

বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে রিয়েলমি সিক্স। বাজারে অবমুক্তির পরপরই ডিভাইজটি ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি ক্রেতাদের প্রশংসাও অর্জন করেছে। ২২ হাজার ৯৯০ টাকা মূল্যে হেলিও জি৯০টি প্রসেসর, ৮জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজের এ ডিভাইজটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন হয়ে উঠেছে।

সম্প্রতি এক ফ্ল্যাশ সেলে দেশের সুপরিচিত ই-কমার্স সাইট দারাজে রিয়েলমি সিক্স ডিভাইসটি এক মিনিটে ১ হাজার ৫শ’ ইউনিট বিক্রি হয়। এ ফোনে থাকা অত্যাধুনিক সব ফিচারের কারণে তরুণদের মাঝে এ ডিভাইজটি জনপ্রিয় হয়ে উঠেছে।

রিয়েলমি সিক্স এর ৬.৫ ইঞ্চি ৯০ হার্টজ আল্ট্রা-স্মুদ ২৪০০*১০৮০ পিক্সেল এফএইচডি+ ডিসপ্লে তরুণদের ইমার্সিভ ভিউয়িং-এ দেবে অনন্য অভিজ্ঞতা। এ ডিভাইসটির ডিসপ্লে সাধারণ ৬০ হার্টজ ডিসপ্লের তুলনায় ৫০ শতাংশ বেশি রিফ্রেশ রেট দেয়। এর দুর্দান্ত ৯০.৫ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাত এবং ৪৮০ নিট ডিসপ্লে ব্যবহারকারীদের পছন্দসই কনটেন্ট উপভোগের দুর্দান্ত অভিজ্ঞতা দেবে এবং অনলাইনে গেমিং হবে সহজ ও স্মুদ।

প্রয়োজনে যারা সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য এ ডিভাইজটিতে রয়েছে ৩০ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সুবিধা এবং এর ৪ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ৭০ শতাংশ চার্জ হবে ৩০ মিনিটে এবং প্রায় এক ঘন্টায় পূর্ণ হবে শতভাগ চার্জ, যা ব্যবহারকারীদের জন্য ইতিবাচক দিক।

হেভি গেমিংয়ের সময়ও এর শক্তিশালী চার্জিং প্রযুক্তি ৫৫ শতাংশ পর্যন্ত চার্জে সক্ষম। ইউএসবি সংযোগে পিডির (পাওয়ার ডেলিভারি) মাধ্যমে মিলবে ১৫ ওয়াট চার্জিং এবং পাঁচ স্তরের নিরাপত্তা সুরক্ষার কারণে চার্জিং এখন আরো নিরাপদ।

তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের দুর্দান্ত পারফরমেন্স প্রদানে রিয়েলমি সিক্স স্মার্টফোনে রয়েছে ১২ ন্যানোমিটারের শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর, যা দুর্দান্ত গেমিং এ দেবে অসাধারণ অভিজ্ঞতা।

কর্মদক্ষ প্রসেসরসহ ৮০০ মেগাহার্টজের অক্টা-কোর মালি-জি৭৬ জিপিইউ, ৮ জিবি এলপিডিডিআরফোরএক্স র‍্যাম ২.০৫ গিগাহার্টজের দ্রুত গতিতে কাজ করবে, যা ব্যবহারকারীদের সৃজনশীলতা বিকশিত করার স্বাধীনতা দেবে।

আল্ট্রা-ক্লিয়ার কোয়াড ক্যামেরা সেট-আপের রিয়েলমি সিক্স ডিভাইসে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ১১৯ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের কালোসাদা পোর্ট্রেট লেন্স রয়েছে। কোয়াড বেয়ার ফোর-ইন-ওয়ান ইন্টেলিজেন্ট পিক্সেলের কারণে যেকোন লাইট কন্ডিশনে প্রতিটি ছবি হবে দুর্দান্ত।

আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দিয়ে ছবি তোলার সময় ব্যবহারকারীদের ছবি তোলার ক্ষেত্রে পেছনে ঝুঁকতে হবে না। আল্ট্রা-ম্যাক্রো লেন্স ব্যবহারকারীদের ৪ সেমি দূরত্বে থেকে দৃশ্যবস্তু আরও কাছাকাছি নিয়ে যায়। সাদাকালো পোর্ট্রেট লেন্স পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে রেট্রো স্টাইল ইমেজ তৈরি করতে পারে।

ডিভাইসটির সামনে থাকা ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা স্মার্ট বিউটি মোড, বোকেহ ইফেক্টের সাথে ব্যবহারকারীদের চমৎকার সব সেলফি তোলার সুবিধা দেবে । রিয়েল-টাইম বোকেহ ইফেক্ট ভিডিও, ১০৮০পি/১২০ এফপিএস স্লো-মো ভিডিও রেকর্ডিং,ইউআইএস ভিডিও স্ট্যাবিলাইজেশন, ফোরকে/৩০এফপিএস ভিডিও রেকর্ডিং ভিডিও ধারণ সক্ষমতা নিশ্চিতভাবে বাড়াবে।

শক্তিশালী এ ডিভাইজটি ফ্যাশনের ক্ষেত্রেও দুর্দান্ত; রিয়েলমে সিক্সের নকশা ধূমকেতু দ্বারা অনুপ্রাণিত। নতুন অপটিক্যাল প্লেটিং প্রযুক্তি থাকার কারণে ডিভাইসটির রঙের ব্রাইটনেস ও স্যাচুরেশন বেড়েছে ৬০ শতাংশ ও ৫০ শতাংশ এবং এর চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্ট সবার নজর কাড়বে। দুর্ঘটনা এড়াতে ফোনের সব পোর্টগুলোতে ওয়াটারপ্রুফিং সীল রয়েছে।

দুর্দান্ত ফিচারের রিয়েলমি সিক্স কমেট হোয়াইট ও কমেট ব্লু – এ দু’টি রঙে সারাদেশের স্মার্টফোনের দোকানগুলোতে ও অনলাইনে পাওয়া যাচ্ছে। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হওয়ার পর রিয়েলমি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং বাংলাদেশে যাত্রা শুরুর পর বৈচিত্র্যপূর্ণ স্মার্টফোনের সমাহারে তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

সূত্রঃTechzoom.Tv

5 thoughts on "তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য ৩০ ওয়াট ফ্ল্যাশ চার্জের রিয়েলমি সিক্স"

    1. Shakib Author Post Creator says:
      Thanks
  1. Imran ahmed Esha Contributor says:
    Osadaron mbl ❤
    1. Shakib Author Post Creator says:
      Hmmm

Leave a Reply