বিটিআরসি মোবাইল অপারেটরদের এই শর্তে লাইসেন্স দিয়েছে যে তাদের ২০২৩ সালের মধ্যে সমস্ত জেলা সদরকে ৫ জি সার্ভিসের আওতায় আনতে হবে এবং ২০২২ সালের মধ্যে পুরো দেশকে।
ঢাকার রমনায় ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এ অনুষ্ঠিত “বাংলাদেশে 5 জি সম্পর্কিত সেমিনার” শীর্ষক একটি কর্মসূচির সময় কমিশন এই তথ্য প্রকাশ করেছে।
ডঅনুষ্ঠানে উপস্থিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, 5 জি এবং চতুর্থ শিল্প বিপ্লব একে অপরের সাথে সম্পর্কিত।
মন্ত্রী আরও বলেন, বিটিআরসি দ্বারা গঠিত একটি কমিটি ইতিমধ্যে 5 জি সম্পর্কিত একটি গাইডলাইন তৈরির জন্য কাজ করছে যা আগামী বছরের প্রথম প্রান্তিক থেকে পাওয়া যাবে।
বাংলাদেশ সরকার 2018 সালে 4G পরিষেবা এবং 2013 সালে 3 জি সেবা চালু করেছে।
7 thoughts on "বাংলাদেশে 2021 সালের মধ্যে 5 জি ইন্টারনেট পরিষেবা চালু হবে: বিটিআরসি"