সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
দেখতে দেখতে বিষে ভরা ২০ পার হয়ে গেল। আশা করছি নতুন বছরটা সবার ভালো কাটবে,
ফেসবুক ব্রাউজ করছিলাম, ব্রাউজ করতে করতে বিকাশ থেকে একটি স্ট্যাটাস পেলাম।
স্ট্যাটাসটি খুব ভালো লাগলো মানে একটি দুর্দান্ত অফার পেলাম। তাই ভাবলাম ট্রিকবিডির সবার সাথে শেয়ার করি।
আর বিকাশ সাধারণত যে অফারগুলো দেয় সে অফার গুলো অন্য কোন মোবাইল ব্যাংকিং কম্পানি দিতে পারেনা। আশা করি আপনাদের ভালো লাগবে এই অফারটি।
বিস্তারিত নিচে দেওয়া হল।

২০২১ এর শুরুতে নতুন বছরের শুভেচ্ছা অফার সবার জন্য।

২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন, বিকাশ অ্যাপ থেকে ২১ টাকা মোবাইল রিচার্জ করলেই (সবাই পাবেন)। অফারটি শুধুমাত্র ১ জানুয়ারি, ২০২১ তারিখের জন্য প্রযোজ্য এবং ১বার ক্যাশব্যাক নিতে পারবেন।

এখনি বিকাশ অ্যাপ থেকে রিচার্জ করে নিয়ে নিন নতুন বছরের শুভেচ্ছা অফার।

9 thoughts on "বিকাশে ২১ টাকা রিচার্জে ২০ টাকা ক্যাশব্যাক (সবাই পাবেন) – EXPIRED"

  1. Sumon Contributor says:
    Happy New Year!
  2. Avatar photo ↗TOUHID SARKER↖ Contributor says:
    Happy New year ?.trickbd er sate pray 6 year complete holo?
  3. shamim4t Contributor says:
    app use kri na bole aj kotto offer e na miss krte hcce
  4. Avatar photo sopon Author says:
    আরো একটু বিস্তারিত লিখলে ভালো হতো ৷
  5. Avatar photo JM Sujon Contributor says:
    Happy New Year
  6. Avatar photo Abid Hasan Lingcon Contributor says:
    এয়ারটেল নাম্বারে এই অফারটা নিয়েন না অটোমেটিক 100mb চলে আসবে। আপনার কাছে অন্য কোন সিম থাকলে ওই গুলোতে নিয়েন।
  7. Avatar photo Tachtunes bd Subscriber says:
    Happy new year 2021 best offer
    gp mb or min offer 2021

Leave a Reply