★
➤
➤কথা হলো এতগুলো টাকার পরিমান লিখার পর “মাত্র” কেন লিখতে হয়? অথবা অংকে কোনো পরিমান লিখার পর এই “/= ” চিহ্ন দিতে হয় কেন??
➤
➤টাকার অংক যখন শব্দের সাহায্যে লেখা হয় ( in words ), তাতে যাতে অসদুপায়ে কেউ টাকার পরিমাণ বৃদ্ধি না করতে পারেন, সে উদ্দেশ্যেই টাকার পরিমাণ লেখার শেষে, “মাত্র” লেখার রেওয়াজ।
➤সাধারণত: ব্যাংক বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে, এটি একটি আর্থিক নিরাপত্তামূলক ব্যবস্থা।
➤
➤তাই মাত্র লিখে অথবা এমাউন্ট লিখার পর এই ” /= ” চিহ্ন দেয়ার একমাত্র কারণ যাতে আর কোনোভাবেই সেখানে কোনো রকম কারচুপির করার সুযোগ না থাকে। অর্থাৎ এটি প্রতারণা থেকে বাঁচবার একটি অন্যতম ফাঁদও বলতে পারেন।
➤
➤কেউ টাকার পরিমাণ, পঞ্চাশ লিখলে এবং শেষে মাত্র না লিখলে, পঞ্চাশ শব্দটির পিছনে, হাজার বা লক্ষ বা কোটি শব্দগুলি যোগ করার সুবিধে থাকছে।
আর্থিক লেনদেনের ক্ষেত্রে, অসদুপায় অবলম্বনের চেষ্টাকে প্রতিহত করতেই এ ব্যবস্থা এবং টাকার যে কোনো পরিমাণের ক্ষেত্রেই, পরিমাণ শব্দের সাহায্যে লেখার পর, “মাত্র” প্রযোজ্য।
➤
⇨সংগ্রহিতঃ গুগল থেকে
You must be logged in to post a comment.
Noice
Yep
নতুন কিছু জানতে পারলাম ধন্যবাদ ?
Welcome vai
Nice post
Thanks vai