ট্রিকবিডির সব থেকে বড় সিরিজ পোস্টের ২য় পার্টে আপনাকে ওয়েলকাম ৷ 

আমি যেটাই লিখি না কেন, যেমনি লিখি না কেন, সবকিছুই ব্যবসার ভিতরেই পড়বে ৷

 

 

১মে বলি স্যামসাং একটি বহুমুখি প্রতিষ্ঠান ৷ যার শুরু হয়েছিল মাত্র ৪০জন কর্মী নিয়ে নুডলস বানানো ও বিক্রি থেকে ৷ বর্তমানে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বের আ্যাপল, গুগল ও মাইক্রসফট কম্পানির থেকেও বেশি সংখ্যক লোক কাজ করে ৷ 

স্যামসাং প্রাধন ৮টি সেবা প্রদান করে, আবার ৮টিকে ভাগ করলে ৫০ টির বেশি সেবা প্রদান ৷ ( সেবা গুলা দেখতে ক্লিক করুন

বর্তমানে স্যামসাং প্রায় ৮০টি কোম্পানি নিয়ে গঠিত। ১৯৩৮ সালে, ইউইয়াং কাউন্টির মধ্যে বিশাল ভূসম্পত্তি পরিবারের লি বিয়ং চল (১৯১০–১৯৮৭) ডেইগ শহরের কাছাকাছি আসেন এবং স্যামসাং সানঘো প্রতিষ্ঠা করেন ৷

স্যামসাং লগোঃ

স্যামসাং বিয়োলপিও নুডুস এর লগো, ১৯৩৮ সালের শেষের দিক হতে ১৯৫৮ সালে পরিবর্তনের আগপর্যন্ত ব্যবহৃত হয়।

 

 

স্যামসাং গ্রুপ লগো, ১৯৬৯ সালের শেষের দিক হতে ১৯৭৯ সালে পরিবর্তনের আগপর্যন্ত ব্যবহৃত হয়।

 

 

 

স্যামসাং গ্রুপ লগো (“থ্রি স্টারস”),১৯৮০ সালের শেষের দিক হতে ১৯৯২ সালে পরিবর্তনের আগপর্যন্ত ব্যবহৃত হয়।

 

 

 

স্যামসাং ইলেকট্রনিক্স লগো, ১৯৮০ সালের শেষের দিক হতে ১৯৯২ সালে পরিবর্তনের আগপর্যন্ত ব্যবহৃত হয়।

 

 

স্যামসাং এর বর্তমান লগো, যা ১৯৯৩ সাল হতে ব্যবহৃত হয়ে আসছে।]

 

বর্তমান স্যামসাং লোগো উপবৃত্ত, মহাবিশ্বের প্রতীক এবং বিশ্বের পর্যায়ের মধ্য দিয়ে একটি গতিশীল এবং উদ্ভাবনী দৃষ্টিকোনে পৌঁছে যখন নমনীয়তা এবং সরলতা জোর দেয়ার উদ্দেশ্যে করা হচ্ছে।লগোতে অবস্থিত অক্ষর “এস” এবং “জি” উপবৃত্তের দুই প্রান্তে অবস্থিত যা দ্বারা কোম্পানির মুক্তমনার এবং বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়।ইংরেজি উপস্থাপনে প্রযুক্তির মাধ্যমে গ্রাহক সেবার একটি মূল কর্পোরেট দৃষ্টি এর শ্রেষ্ঠ চাক্ষুষ অভিব্যক্তি। লোগো মৌলিক রং নীল, কোম্পানি বছর ধরে ব্যবহার করেছে যা স্থায়িত্ব, নির্ভরযোগ্যতা, এবং কর্পোরেট সামাজিক দায়িত্ব প্রতীক।

 

            -/-:শেষ কথা:-/-

ব্যবসা ব্যবসা এমন একটি জিনিস যার শুরু যেমন হোক না কেন সেটা একবার জনপ্রিয়তা পেলে অনেক মধুর হয় ৷ ছোট থেকে বড়, বড় থাকে আরো বড় হয়ে যায় ৷ আমার চোখের সামনে অনেকেই ভ্যানে ফল বিক্রি করতো তারা আজ নিজস্ব দোকান ভারা নিয়েছে ৷ এটাই হলো ব্যবসার মূলনীতি ৷ 

 

সাজেস্টঃ আপনি ব্যাবসা জতই ছোট থেকেই শুরু করেন না কেন ৷ তাকে অবহেলা না করে তার কদর করুন একদিন সাফল্য আসবেই ৷

 

এতখন আমার লেখা মনোযোগ দিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ ৷

 

নোটঃ আমি আপনাদের সহযোগিতা চাই সব থেকে বড় সিরিজ করতে ৷ আজ আপনার একটি কমেন্ট কাল পোস্টে রুপান্তর হবে ৷ 

-আপনি যে কোন একটি বিষয় জানার জন্য কমেন্ট করুন আমি বা আমরা সেই বিষয় নিয়ে আর্টিকেল তৈরী করবো ইনশাল্লাহ ৷ 

 

তথ্য সুত্রঃ বাংলা উইকিপেডিয়া ৷

5 thoughts on "[ব্যবসা -part-02] দেখে নিন স্যামসাং এর ১ম লগো থেকে বর্তমান প্রযুন্ত ৷"

  1. Emrus Legend Author says:
    Copy Paste?
    1. MD Shakib Hasan Author says:
      প্রমান দেন ভাই
    2. Emrus Legend Author says:
      @MD Shakib Hasan It’s a translated post.
      No need explain about that.
      Admin knows better than us.

Leave a Reply