সবথেকে বড় সিরিজ পোস্ট আপনাকে ওয়েলকাম ৷ অ্যাপল এর নাম এমন কোন প্রযুক্তি মানুষ নেই সে জানে না ৷ আমরা সবাই জানি অ্যাপল সাধারণত একটি মোবাইল ভিত্তিক কোম্পানি ৷ যার নাম আইফোন ৷ অনেকেই চিনেনা অ্যাপল কি ? তাদেরকেই যদি বলা আইফোন চিনেন? তাহলে বলবে, হ্যা ৷ আপেলের পূর্ণাঙ্গ নাম কি ? পূর্ণাঙ্গ নাম হচ্ছে “অ্যাপল ইনকর্পোরেটেড” ৷
অ্যাপল ইনকর্পোরেটেড:
আ্যাপল হচ্ছে মার্কিন কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান ৷
আ্যাপল একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যা কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে। কোম্পানিটির হার্ডওয়্যার পণ্যের মধ্যে আইফোন স্মার্টফোন, আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার, ম্যাক ব্যক্তিগত কম্পিউটার, আইপড বহনযোগ্য মিডিয়া প্লেয়ার, অ্যাপল ওয়াচ স্মার্টওয়াচ, ও অ্যাপল টিভি ডিজিটাল মিডিয়া প্লেয়ার রয়েছে। অ্যাপলের সফটওয়্যারের মধ্যে রয়েছে ম্যাক ওএস এবং আইওএস অপারেটিং সিস্টেম, আইটিউন্স মিডিয়া প্লেয়ার, সাফারি ওয়েব ব্রাউজার, এবং আইলাইফ ও আইওয়ার্ক সৃজনশীল ও প্রোডাক্টিভিটি স্যুট, সাথে সাথে রয়েছে প্রফেশনাল এপ্লিকেশন— ফাইনাল কাট প্রো, লজিক প্রো, এবং এক্সকোড। অ্যাপেলের অনলাইন সেবার মধ্যে রয়েছে আইটিউন্স স্টোর, আইওএস অ্যাপ স্টোর এবং ম্যাক অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক ও আইক্লাউড।
অরজিনাল নাম:
অ্যাপল কম্পিউটার কোম্পানি
(১৯৭৬–১৯৭৭)
অ্যাপল কম্পিউটার, ইংক.
(১৯৭৭–২০০৭)
অ্যাপল ইনকর্পোরেটেড
(2007-বর্তমান)
অ্যাপেল প্রিতিষ্ঠা হয় ৪৪ বছর আগে, ১ এপ্রিল ১৯৭৬ সালে ৷
অ্যাপল প্রতিষ্ঠাতা: -স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক,রোনাল্ড ওয়েন ৷
বর্তমান অ্যাপল এর প্রধান দায়িত্ব যারা আছেন: আর্থার ডি. লেভিনসন (চেয়ারম্যান), টিম কুক (প্রধান নির্বাহী কর্মকর্তা), লুকা মেয়স্ত্রি (প্রধান অর্থনৈতিক কর্মকর্তা), জেফ উইলিয়ামস (প্রধান পরিচালন কর্মকর্তা), জনি ইভ (প্রধান ডিজাইন কর্মকর্তা) ৷
ওয়েবসাইট:☞ http://apple.com/
অ্যাপেলের পুণ্য তালিকা:
- ম্যাকিন্টশ, আইপড, আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ, অ্যাপল টিভি, হোমপড, ম্যাকওএস, আইওএস, ওয়াচওএস টিভিওএস, আইলাইফ, আইওয়ার্ক, ফাইনাল কাট, প্রো লজিক, প্রো গ্যারেজব্যান্ড ৷
অ্যাপেল পরিষেবার তালিকাঃ
অ্যাপল পে, অ্যাপল স্টোর, আইটিউন্স স্টোর, অ্যাপ স্টোর, ম্যাক অ্যাপ স্টোর, আইবুকস স্টোর, আইক্লাউড, অ্যাপল মিউজিক ৷
উইকিপেডিয়ার তথ্য অনুযায়ি এপ্রিল ১৯৭৬ সালে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন ওজনিয়াকের অ্যাপল ১ ব্যক্তিগত কম্পিউটার ডেভেলপ ও বিক্রির জন্যে অ্যাপল গঠন করেন। তারপর জানুয়ারিতে ১৯৭৭ সালে এটি “অ্যাপল কম্পিউটার, ইংক” হিসেবে ইনকর্পোরেটেড হয়। কিছু বছরের মধ্যেই, জব ও ওজনিয়াক কম্পিউটার ডিজাইনের একজন কর্মী নিয়োগ দেন। ১৯৮০ সালে অ্যাপল আকস্মিক অর্থনৈতিক সফলতার জন্যে আইপিও-এর ঘোষণা দেয়। আর পরের কিছু বছর, অ্যাপল ইনোভেটিভ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসসহ নতুন কিছু কম্পিউটার বের করলো, যেমন— ১৯৮৪ সালের ম্যাকিন্টশ কম্পিউটার। অ্যাপলের বিপণন বিজ্ঞাপনগুলোও বেশ প্রশংসা কুড়োয়।
যাইহোক, পণ্যের উচ্চমূল্য, ও সীমাবদ্ধ সফটওয়্যার সমস্যার সৃষ্টি করে, সাথে সমস্যার সৃষ্টি করে নির্বাহী কর্মকর্তাদের ক্ষমতার লড়াই। ১৯৮৫ সালে ওজনিয়াক অ্যাপল থেকে সরে দাঁড়ায় ও জব অন্য কিছু কর্মচারীসহ চাকরি ছেড়ে দেয় ও নিজের কোম্পানি নেক্সট গঠন করে।
অ্যাপল দুই প্রতিষ্টা ছাড়াই আজ শীর্ষস্থানে নাম দার করিছে ৷ শুধু নিজের আত্মবিশ্বাস এর উপর নির্ভর করে ৷
২০১৬-এর হিসাব অনুযায়ী, ১০০ কোটিরও বেশি অ্যাপলের পণ্য সারাবিশ্ব ব্যবহৃত হচ্ছে ।
ডিসেম্বর ২০১৭-এর হিসাব অনুযায়ী অ্যাপেলের সর্বমোট ১,২৩,০০০ জন কর্মী, এবং ২২টি দেশে অ্যাপলের রিটেল স্টোর রয়েছে ৷
পরিশেষে এটা বলা যায়, অনেক ধরনের বাধায় আস্তে পারে, তবে সব বাধায় ধর্য্য ধারন করা ৷ নিজেকে বিপদ-আপদে ধর্য্যের পরিচয় দেওয়ায় ব্যাবসার মুল হাতিয়ার ৷ যেমন 1985 সালে ‘ওজনিয়াক’ আপেল থেকে সরে দাঁড়ায় এবং ‘জব’ কিছু সংখ্যক কর্মী নিয়ে অন্য একটি প্রতিষ্ঠান গড়ে ৷
অন্যদিকে অ্যাপল এর অন্য দায়িত্বশিলরা বিপদে ধর্যের পরিচয় দেন, যার ফোলে আজ অ্যাপল বিশ্বের সর্ববৃহৎ ইনফরমেশন প্রযুক্তি কোম্পানি এবং স্যামসাং ও হুয়াওয়ের পরে তৃতীয় বৃহৎ মোবাইল উৎপাদনকারী কোম্পানি।
ধন্যবাদ ৷
-বাংলা উইকিপেডিয়া থেকে সংগৃহীত ৷
চালিয়ে যান ৷