অনলাইন ব্যবসা সাফল্য পেতে কি কি করতে হবেঃ 

আজকের পোস্ট আপনাকে সাদরে অভিনন্দন ৷ আপনি সঠিক কন্টেন্ট পড়ার জন্য এসে কোন ভুল করেননি ৷ আজ আমি সংখিপ্ত ধারনা দিবো কি কি কাজ করলে অনলাইন ব্যবসাই সাফল্য অর্জন করা যায় ৷  

আমরা আজকাল দেখি অনলাইনে কেনাকাটা হচ্ছে ৷ অনলাইনে টাকা নিচ্ছে-দিচ্ছি, দরাদরি হচ্ছে, পছন্দ হচ্ছে সব কিছুই যখন হচ্ছে তাহলে আপনি কেন করতেছেন না এমন ব্যবসা ৷ করার ইচ্ছা থাকলেও কি ভাবে শুরু করবেন, কবে থেকে, এমন ভাবতে ভাবতে দুই এক বছর পার হয়ে গেল তবুও ভাবা শেষ হলো না ৷

ভাবাভাবির দিন শেষ, কতই আর ভাববেন ৷ তাহলে না ভাবে চিন্তে কি করবো ?

কিছুই করতে হবে না আসুন নিচের পয়েন্ট গুলা পড়ি ৷ 

পছন্দ করুন প্রডাক্টঃ

  • কেমন প্রডাক্ট নিয়ে শুরু করতে চান সেটা আগে বাছাই করুন ৷ 
  • মানুষ কেমন প্রোডাক্ট বেশি কিনতে পছন্দ করে ৷ তবে অনলাইনে পায় কম তেমন জিনিস নিয়ে ব্যবসা শুরু করলে সাফল্য আসবে ৷

এলাকা ভিত্তিকঃ

  •  আপনার এলাকায় যে জিনিসটা বেশি চলে আপনি সেটাই অনলাইনে কেনাবেচা করতে পারেন ৷
  •  আপনার এলাকায় প্রচার আরো বেশি করতে হবে, যত বেশি প্রচার করবেন তত সাফল্য হবে ৷
  • বন্ধ-বান্ধব আত্মীয়-স্বজনের সাহায্য নিলে বেশি সাফল্য পাওয়া যাবে ৷♥

মুল্য নির্ধারণঃ

  • অনলাইন ব্যবসায় দ্রব্যের দাম সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ৷
  • দাম যেন বাজার মুল্যের থেকে বেশি না হয় সে দিকে শতভাগ নজর রাখতে হবে ৷
  • দাম এমন করতে হবে যেটা সবার সার্ধের মর্ধ্যে থাকে ৷
  • দাম সবসময় বাজার মুল্যের লেবেলে রাখতে হবে ৷

আকর্শন বারাতে:

  • বিশেষ আকর্শন করতো প্রত্যেক মাসেই পুন্যের উপর ডিসকাউন্ট করতে হবে ৷ 
  • বিশেষ বিশেষ মুল্যের ডিসকাউন্ট ছারতে হবে ৷
  • প্রতিটি পুন্যের উপর বিশেষ %ছাড় করতে হবে ৷

নিজস্ব ওয়েবসাইটঃ

  • অনলাইন ব্যবসা করতে অবশ্যই নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে ৷
  • নিজস্ব ওয়েব সাইট অনলাইন ব্যবসার মুল হাতিয়ার ৷ 
  • প্রথম পাতায় সুন্দর সুন্দর দ্রব্যের ভালো মানের ছবি রাখতে হবে এবং বিশেষ অফার লিখতে হবে পুন্যের ছবির উপর ৷
  • গ্রাহকদের আপনার ওয়েবসাইটে নিয়ে আসার জন্য সার্চ ইঞ্জিন এর সহায়তা নিন ৷
  • ওয়েবসাইটের বিশেষ খ্যাতি স্থাপন করুন
  • মানুষ তথ্য খুঁজতে ইন্টারনেট ব্যবহার করে । আপনার সাইটে বিনামূল্যে সেই তথ্য সরবরাহ করুন এতে করে আপনি আরও বেশি ট্র্যাফিক এবং সার্চ ইঞ্জিনও আপনার ওয়েবসাইটকে র‌্যাঙ্কিং এ দেখতে পাবেন। মূল কথা হল সর্বদা সার্চ হয় এমন কিছু তথ্যবহুল আর্টিকেল আপনার ওয়েবসাইটের সাথে অন্তর্ভুক্ত করুন। যেন মানুষজন সেগুলো লিখে সার্চ দিলেও আপনার ওয়েবসাইটে চলে আসে।
  • পুন্য-দ্রব্যের উপর এমন এমন আর্টিকেল তৈরী করুন যাতে করে গ্রাহকদের মনে ধরে বেশি বেশি ৷ 

 

মেইল থাকতে হবেঃ

  • নিজস্ব মেইল থাকা জুরুরি ৷
  • ওয়েবসাইটের ভিজিটর কে ক্রেতায় পরিণত করতে ইমেইল মার্কেটিং এর সহায়তা নিন।
  •  একটি অনলাইন ব্যবসা এর সবচাইতে মূল্যবান হল গ্রাহকদের ইমেইল। এর মাধ্যমে আপনি গ্রাহকদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। 
  • কেননা এর মাধ্যমেই আপনি প্রতিনিয়ত গ্রাহকদের আপনার ব্যবসায়ের নতুন পণ্য সম্পর্কে অবগত করতে পারবেন।

 

 

পরিশেষে

এই ছিল আজকে অনলাইনে ব্যবসা করার নিয়ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এই লেখার উদ্দেশ্য মূলত অনলাইনে ব্যবসা করার সম্পর্কে প্রাথমিক এবং মৌলিক ধারণা দেয়া।

ধন্যবাদ ৷

Leave a Reply