এটি টেলিগ্রাম BoT সিরিজের ১ম পোস্ট। এই পুরো সিরিজে আমরা টেলিগ্রামের বিভিন্ন BoT, তাদের কাজ এবং সুবিধা-অসুবিধা সম্পর্কে জানব ?।
তাহলে দেরি না করে চলুন শুরু করি…

( ⚠️ যারা এখানে কমেন্ট করতে পারবেন না তারা Telegram এ যোগাযোগ করতে পারেন৷ এই সম্পর্কে বিস্তারিত পোস্টের নিচে পাবেন )
আজকের আলোচ্যে Bot এর নাম
ব্যবহারঃ এর সাহায্যে যেকোন youtube ভিডিও audio / video অর্থাৎ mp3/mp4 ফরমেটে Download করতে পারবেন। শুধু তাই নয় আপনি যেকোন কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন যেমনঃ 720p,360p,1080p etc.
এছাড়া আপনি যদি আপনার Channel এর ভিডিও Telegram এ Up দিতে চান বা কোন গানের mp3 ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রেও এই BoT টি অনেক কাজে দিবে ?
তো চলুন এবার দেখে আসি BoT টি কিভাবে ব্যবহার করতে হয়…
1) প্রথমে এই @utubebot এ ক্লিক করুন / utubebot লিখে সার্চ দিন Telegram এ
2) Bot টিকে /start করুন।
3) যে ভিডিওটি ডাউনলোড করতে চান তার লিংক এখানে পেস্ট করুন।
যেমনঃ http://www.youtube.com/watch?v=8KkKuTCFvzI
Or, http://www.youtu.be/8KkKuTCFvzI
4) ভিডিও/অডিও, High/Low যে ফরমেটে ডাউনলোড করতে চান তা সিলেক্ট করুন।
5) যদি Telegram দিয়ে ডাউনলোড করতে না চান অর্থাৎ অন্য কোন Download manager (যেমনঃ idm) দিয়ে ডাউনলোড করতে চান তাহলে ডান পাশের link অপশনগুলো সিলেক্ট করুন।
6) আবার 3 নং এ যান ?
Pro Tips: আপনি চাইলে সরাসরি Telegram থেকেই Youtube search করতে পারবেন। এর জন্য keyboard এ @vid লিখুন আর যা ? সার্চ করতে চান তা লিখুন…
সুবিধা
1) Easy to use. একদমই ঝামেলা হয় না ?
2) inline mode এ কাজ করে। অর্থাৎ আপনি যেকোন Chat এ এটি সরাসরি ব্যবহার করতে পারবেন। এর জন্য কীবোর্ডে টাইপ করুন @utubebot এরপর যা চান তা লিখুন।
3) যেকোন Channel এর latest update পেতে পারেন, তবে এটা বেশি সুবিধার না ?
4) Direct Download Link পাবেন। যেটি আপনি যে কারও সাথে শেয়ার করতে পারবেন। এছাড়া আপনি যদি টেলিগ্রাম দিয়ে ডাউনলোড করতে না চান (আমার মতো) তাহলে এই লিংক দিয়ে ব্রাউজার দিয়েই ডাউনলোড করতে পারবেন। তবে এই লিংক কিন্তু বেশী সময়ের জন্য স্থায়ী না।
5) Video/audio সহ মোট 12 Format রয়েছে।
6) Good Speed.
অসুবিধা
1) সর্বোচ্চ 500mb এর File একসাথে Download দিতে পারবেন ?। তাই বড় কোন ভিডিও ডাউনলোড দিতে পারবেন না তবে Quality Low সিলেক্ট করলে হয়তো পারা যাবে ?
2) এতে কিছু Ad পাবেন, তবে এটা ২-৩ দিন পরপর আসে। তাই Bot এর notification off করে রাখবেন। তাহলে আর কোন সমস্যা হবে না।
⚠️ যেকোন প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমার Telegram Channel এ (@mrasfi)। এছাড়া বিভিন্ন রকম Bot Trick Earning mod ইত্যাদি সম্পর্কে সবার আগে জানতে subscribe করে রাখুন আমার Telegram Channel ?
Matro Test korlam Apnar BOT টা। ভালোই Fast reply দে। পারলে অন্যান্য ভাষা add করে দিয়েন আর একটু Graphics লাগাইয়েন ?
আর আপনার নিজের BoT. আপনি আমার চেয়ে ভালো বুঝাইতে পারবেন। ?
তবে আরেকটা author কে দেখলাম আজকে.. আমার পুরা পোস্ট কপি করে একটু modify করে TrickBD তে publish করে দিছে। এখন এদেরকে নিয়ে কি করি ?