আজকে যে Telegram BOT Review দিতে যচ্ছি তা হল @BotListBot। এর বিভিন্ন কাজ ও অন্যন্য Details নিচে আলোচনা করা হল।

বর্তমানে অনেকেই Telegram Use করছেন। এই Telegram এর অন্যতম Features হচ্ছে BOT। এর সাহায্যে অনেক জটিল কাজ সহজেই করে ফেলা যায়। ঠিক তেমনই @BotListBot খুবই উপকারী একটা BOT। এর নাম শুনেই বুজতে পেরেছেন বিভিন্ন BOT Store করে রেখেছে এই BOT। অর্থাৎ আপনি এই BOT ব্যবহার করে বিভিন্ন Category BOT এর সাথে পরিচিতি লাভ করতে পারবেন।

 

 

BotList Bot for telegram | There is a bot for that
ব্যবহার :  এই BOT এর সাহায্যে আপনি Telegram এর সকল Best এবং Trendy BOTগুলো এক হাতের মুঠোই
পেয়ে যাবেন। এখন Google/অন্য কোথাও Search দিয়ে কষ্ট করতে হবে না।

 

Telegram BoT টি যেভাবে Run করবেন

1) প্রথমে Telegram App এ Search করুন @BotListBot

 

2. এবার Start এ Click করলে কিছু Option উঠবে এবং কীভাবে BOT Use করবেন তা Show করবে

 

3. এবার 4 Dot Menu থেকে Category Select করে নিন

4. মোট 28টি Category Bot পাবে এই একটি BOT থেকে

 

5. আমি App & Software এ Click করে এই BOT গুলো পেয়েছি

 

এই ছিলো BOT এর পরিচয়, আশাকরি আপনার উপকারে আসবে। আশাকরি নতুন কিছু BOT নিয়ে হাজির হব। মূলত Telegram BOT এ সাথে প্রথম পরিচিত হই @mrasfi ভাইয়ের “BOT নিয়ে বকবক” Series থেকে। উনার মত সাজিয়ে Post করার মত ক্ষমতা আমার নাই কিন্তু চেষ্ঠা করব সাজিয়ে তুলতে।

 

⚠️ যেকোন প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন Telegram এ (@Dexter2220)।?

4 thoughts on "Best এবং Trending Telegram B.O.T খুজুন সহজেই"

  1. Cyber mad Contributor says:
    Great post
    1. Dexter Contributor Post Creator says:
      Thanks
  2. ???? ✅ Contributor says:
    দারুণ পোস্ট, ধন্যবাদ
    1. Dexter Contributor Post Creator says:
      Welcome

Leave a Reply