আজ আমি আপনাদের দেখাবো কিভাবে termux দিয়ে কল দেওয়া যায়। । আপনার বন্ধুকে চমক দেখিয়ে দিন। ফোনের ডায়াল অপশনে না গিয়ে কিভাবে কল দেওয়া যায় চলুন শুরু করা যাক ।
প্রথমে আমাদের termux API ডাউনলোড করতে হবে।
এখন আমরা termux কে আপডেট করে নিবো। pkg update -y দিয়ে ইন্টার করবো।
এখন আমরা upgrade করে নিবো। pkg upgrade -y দিয়ে ইন্টার করবো।
এখন আমাদের API টা ইনস্টল করতে হবে। তার জন্য কমান্ড হচ্ছে pkg install termux-api লিখে ইন্টার দিবো।
এখন আমরা কল দেওয়ার জন্য কমান্ড রান করবো termux-telephony-call 017….যে নাম্বারে কল দিতে চান সেই নাম্বার দিয়ে ইন্টার দিবো।
আপনার ফোনে যদি একটি সিম থাকে তাহলে সরাসরি কল চলে যাবে আর যদি দুইটি সিম থাকে তাহলে আমার মতো দেখাবে।
দেখতে পাচ্ছেন ভালো থাকবেন বুঝতে সমস্যা হলে কমেন্ট করেবেন ।
?
কিপ ইট আপ ব্রো,
বাংলাদেশ ঠিকি একদিন অবনতির ১নং এ পৌছাবে,এমনিতে না পৌছালেও আপনি এরকম পোষ্টের মাধ্যমে ঠেলে নিয়ে যান।?
মাথায় বুদ্ধি থাকলে যে ডিফল্ট ডায়লার অ্যাপ থেকে কল করতে পারছেনা সে থার্ড পার্টি ডায়েলার ডাউনলোড করে কল করতে পারে।
যারা টারমাক্স সম্পর্কে বোঝে না তারা কিছুই বলতে পারবে না এ বিষয়ে