আসসালামু আলাইকুম ও আদাব

কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।
আমি
নাবিদ এনকে (Nabid NK) আজ আপনাদের সামনে আবার একটা টপিক নিয়ে হাজির হয়েছি।যদিও এই বিষয়টা কারও অজানা নয় তবুও একটু বিস্তর আলোচনার চেষ্টা করবো।
আপনি যদি নতুন ব্লগিং করতে চান এবং ভাবছেন কি ইউজ করবেন।তাহলে পোষ্টি আপনার জন্যই

ব্লগার (Blogger)

ব্লগার কি?
ব্লগার গুগলের একটি সার্ভিস।যারা ব্লগিং করতে আগ্রহী গুগল তাদের এই ফ্রি প্লাটফর্ম উন্মুক্ত করে দিয়েছে।
ব্লগারে কি কি পাওয়া যায়?
ব্লগারের সেটিং এবং ব্যবহার অত্যন্ত সহজ।যে কেউ সহজেই ইউজ করতে পারবে।ব্লগারে ব্লগ তৈরি করতে গেলে তারা আপনাকে তাদের নিজস্ব একটা সাবডোমেইন (blogger.com) দিবে এবং এবং একটা ঝামেলা বিহীন একটি ওয়েব আপনাকে প্রদান করবে।এখন এটাকে আপনি কিভাবে সাজাবে এটা আপনার দায়িত্ব।নেট এ ব্লগারের অসংখ্য থীম(.xml format) পেয়ে যাবেন।যা সহজেই আপনি আপলোড করে কাস্টোমাইজ করতে পারবেন।
ব্লগারের সুবিধা কি কি?

  • আপনার এই ব্লগটি থাকবে লাইফটাইমের জন্য ব্যান হওয়ার কোনো সম্ভাবনা নেই
  • সেটিংস,সিস্টেম অত্যন্ত সহজ হওয়ায় নতুনদের জন্য একটি আদর্শ জায়গা
  • গুগলের নিজস্ব সার্ভিস হওয়ায় সহজেই গুগল সার্চ কনসোল এ এড করা (গুগলই আপনাকে মেইলে অনেক কিছু জানিয়ে দেবে)
  • গুগল আপনার কন্টেন্ট এর উপর কোনো ধরনের হস্তক্ষেপ করে না
  • এর জন্য গুগলকে কোনো ফি প্রদান করতে হয় না এবং কোনো সময় সাইট ডাউন হবে না
  • আপনি চাইলে তাদের সাবডোমেইনেও এডসেন্স পেতে পারেন
  • আপনি চাইলে একাধিক লেখক এড দিতে পারেন
  • আপনার কন্টেন্ট ব্যাকআপ/রিস্টর করতে পারেন
  • কাস্টমভাবে অনেক ফ্রী/প্রিমিয়াম থীম ইউজ করতে পারবেন এবং কাস্টোমাইজ করতে পারবেন
  • ব্লগারের অসুবিধাসমুহ?

  • সাইটের সকল কিছু নিয়ন্ত্রন আপনার কাছে থাকবে না
  • উপরি সুবিধার জন্য কোনো থার্ডপার্টি প্লাগইন ইউজ করতে পারবেন না
  • সকল পেইজ অতিরিক্ত কাষ্টমাইজ করতে পারবেন নাহ
  • লিমিটেড স্টোরেজ বাড়াতে হলে পেইড করতে হবে
  • নেটে ব্লগারের ফ্রি থীম সল্পতা
  • ওয়ার্ডপ্রেস/WordPress

    এটি WordPress Inc. এর একটি ওয়েববুইল্ডিং সফ্টওয়ার।যার মাধ্যমে সহজেই হোস্টেড একটা সাইটকে মনের মতো করে সাজানো যায়।
    সুবিধা সমুহ
    এই ওয়ার্ডপ্রেস এর সুবিধা বলে শেষ করা যাবে না।কি নেই এখানে।এমন কিছু নেই যা এই ওয়ার্ডপ্রেসে নেই।হাজার হাজার থীম।আবার উপরি সুবিধা যোগ করতে রয়েছে প্লাগইন ইউজের সুবিধা।আপনার যা ইচ্ছা হবে তাই করতে পারবেন।আপনার সাইটের সম্পুর্ন নিয়ন্ত্রন আপনার হাতেই।অসখ্য ইউজার আপনার সাইটে একাউন্ট তৈরি করতে পারবে।যেকোনো কিছু ব্যাকআপ/রিষ্টর করতে পারবেন।এই ওয়ার্ডপ্রেস এর সুবিধা বলতে গেলে একটা বই লেখা হয়ে যাবে।
    অসুবিধা সমুহ

  • ডোমেইন+হোষ্টিং অনেক খরচ
  • আবার অনেক থীম / প্লাগইন টাকা দিয়ে কিনতে হয়
  • সম্পুর্ন সার্ভিস নিতে হলে পেইড ইউজ করতে হবে
  • সেটিংস/সিস্টেম অনেকটা কঠিন হওয়ায় অনবিজ্ঞদের জন্য ব্যবহার করা অনেকটা কষ্ট সাধ্য
  • আমি নতুন কোনটা ইউজ করবো?

    আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ব্যক্তিগত মতামত আপনি ব্লগার ইউজ করুন।কারন এটাতে খরচ অনেক কম।আপনি বিনা খরচেও আপনার অভিজ্ঞতা বাড়াতে পারেন।আর এটি নিয়ন্ত্রন করা অনেকটা সহজতর নতুনদের জন্য।আর গুগলের একটি অংশ হওয়ায় এডসেন্স পাওয়া অনেকটা সহজ (যদি তাদের শর্ত মানেন)।আপনি যদি এখানে ব্যর্থ হোন তাও ক্ষতি নেই/অনেক কম।কিন্তু ওয়ার্ডপ্রেসে হোষ্টিং ডোমেইনসহ অনেক খরচ যদি আপনি ব্যর্থ হোন তাহলে আপনার অনেকটা পরিমান লস হবে।যদি অনবিজ্ঞ হয়ে ওয়ার্ডপ্রেস ইউজ করেন তাহলে আপনার সফল হওয়ার চান্স অনেকটা কম।আর ব্যর্থ হলেই ক্ষতি।তাই নতুনদের জন্য ব্লগারই সেরা।

    ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।পারলে ভুলটা ধরিয়ে দিবেন।
    যেকোনো সমস্যায়ঃ ফেসবুকে আমি

    ধন্যবাদ








    9 thoughts on "নতুনদের জন্য কোনটি সেরা ব্লগার না ওয়ার্ডপ্রেস (Which is best Blogger or WordPress)"

      1. Nabid NK Author Post Creator says:
        Thanks
    1. Bloggerrakib Subscriber says:
      Blogger is the best,
      ব্লগারে সবকিছুই সম্ভব পারলে?
      1. Nabid NK Author Post Creator says:
        তবুও ভাইজান ওয়ার্ডপ্রেস এর নিচেই থাকতে হবে
    2. Tech Noyon Contributor says:
      Free Hosting er dik diya wapka valo 1000gb free hosting dey ar onek feature wapka blogger theke valo
    3. Nabid NK Author Post Creator says:
      জ্বি হতে পারে
    4. Nabid NK Author Post Creator says:
      Thanks
    5. Mohashin360 Contributor says:
      একটি ওয়েবসাইট এক বা দুই দিনের জন্য না। প্রফেশনালি ব্লগার হওয়ার জন্য ওয়ার্ডপ্রেসকে বেচে নেওয়া উত্তম হবে।
      1. Nabid NK Author Post Creator says:
        জ্বি ভাইজান
        পরবর্তি ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে যাওয়া যাবে

    Leave a Reply