আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে incognito Tab থেকে screenshot নেওয়া যায়।
Incognito Tab কি?
Incognito tab হলো ব্রাউজারের প্রাইভেট উইন্ডো। এখানে আমরা যা করি সব কিছু সুরক্ষিত থাকে। মানে আমাদের কম্পিউটার ওর মোবাইল সুরক্ষিত রাখে ভাইরাস থেকে।
Incognito Tab কেন ব্যবহার করবো ?
আমরা যারা খুব বেশি browsing করি তাদের কিছু পাইভেট website থাকে যেগুলো অন্য কোন মানুষকে দেখাতে চায় না। আবার আমাদের কিছু দরকারি জিনিস আছে আমরা যখন একসাথে একাধিক কাজ করে থাকি তখন incognito tab টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। incognito tab থেকে কোন ধরনের cookies, Virus, Malware কম্পিউটার ওর মোবাইলে প্রবেশ করতে পারে না যা আমার জানা মতে আমি ১০০% সিউর দিয়ে বলছি না ।
তো কিভাবে Incognito Tab থেকে screenshot নিবো :
প্রথমে আমরা chrome চলে যাবো এবং search গিয়ে লিখবো chrome://flags ইন্টার দিবো।
এখন আমরা একটা বক্স পাবো সেখানে আমরা incognito screenahot. লিখে সার্চ করবো।
এখন নিচের মতো incognito screenshot দেখতে পাবেন এখানে default দেওয়া আছে আমাদের enable করে দিতে হবে।
দেখতেই পাচ্ছেন আমি incognito থেকে স্কিনসট নিয়েছি।
এখন আমরা Firefox থেকে কিভাবে incognito স্কিনসটা অন করবেন।
প্রথমে আমরা settings এ চলে যাবো।
এখন আমরা private browsing চলে যাবো।
এখন আমরা সবার নিচেরটা allow করে দিবো।
Allow screenshot in private browsing অন করে দিবো।
দেখতেই পাচ্ছেন incognito থেকে স্কিনসট।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
11 thoughts on "যেকোন ব্রাউজারের incognito tab থেকে কিভাবে স্কিনসট নিবেন দেখে নিন।"