Website বিবরণ
মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইটের প্রবেশ করলেই আপনার চোখের সামনে ভেসে উঠবে মুক্তিযুদ্ধের তথ্যভান্ডার। ওয়েবসাইটের প্রথমেই চারটি ছবিতে যুদ্ধের ময়দানে থাকা বীর মুক্তিযোদ্ধাদের ছবির পাশাপাশি বিদেশি গণমাধ্যমে দেশের উদ্বাস্তুদের করুণ কাহিনি তুলে ধরা হয়েছে। ছবিগুলোর নিচে তিনটি বিভাগে মুক্তিযুদ্ধ জাদুঘরের বিস্তারিত তথ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় ৯ মাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনার তথ্য জানা যাবে। পেজের নিচের অংশে রয়েছে ছয়টি ভিডিও। এসব ভিডিওতে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন তথ্য জানার সুযোগ মিলবে।
Website Link
বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই ঘুরে আসা যাবে মুক্তিযুদ্ধ জাদুঘরটি
ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুকেও রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের সরব উপস্থিতি। মুক্তিযুদ্ধ জাদুঘরের www.facebook.com/liberationwarmuseum.official/ পেজে হালনাগাদ সব তথ্যই জানা যাবে।