মাইক্রোসফটের অফিস প্যাকেজের ডার্ক মোড থিম কাজে লাগিয়ে চাইলেই এমএস ওয়ার্ডে ডার্ক মোড চালু করা যায়। এ জন্য এমএস ওয়ার্ড চালু করে রিবনের ওপরের বাঁ পাশের কোনা থেকে File মেনুতে ক্লিক করে নিচে থাকা Account অপশন নির্বাচন করতে হবে। এবার Office Theme–এর ড্রপডাউন থেকে Black থিম অপশনে ক্লিক করতে হবে। এরপর বাঁ দিকের কোনায় থাকা ব্যাক অ্যারোতে ক্লিক করে মেনু থেকে বের হয়ে এলেই ওয়ার্ডের পুরো ইন্টারফেস কালো হয়ে যাবে।
এখন শুধু ডকুমেন্টের অংশকে সাদা করতে বা দেখতে চাইলে ওপরের রিবন থেকে View ট্যাবে ক্লিক করতে হবে। এবার Switch Modes অপশনে ক্লিক করলেই ডকুমেন্টের রং সাদা বা থিমের ডিফল্ট রঙে পরিবর্তন করা যাবে।
One thought on "যেভাবে ওয়ার্ডে ডার্ক মোড Set Up করবেন"