টুইটার কেনার চুক্তি বাতিল করছেন ইলন মাস্ক
শেয়ারপ্রতি $54.20 দামে মোট 44 বিলিয়ন ডলার দামে টুইটারকে কিনে নেয়ার চুক্তি বাতিল করতে চাইছেন ইলন মাস্ক। এজন্য অবশ্য টুইটারকে দুষছেন তিনি, যেখানে তার পক্ষ থেকে যথাযথ তথ্য প্রদান না করা এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদানের অভিযোগ করা হয়েছে। টুইটারের এস্টিমেশন অনুযায়ী টুইটারের বিজ্ঞাপনের দৈনিক অডিয়েন্সের মধ্যে স্প্যাম ও বটসের সংখ্যা 5%-এর কম (যদিও তা বেশি হতে পারে সতর্ক করা হয়েছে)। অন্যদিকে মাস্ক মনে করেন ২০% অ্যাকাউন্ট-ই ফেক। যাই হোক, সামগ্রিক পরিস্থিতিতে অনেকেই ধারণা করছেন শুধু এই অভিযোগ টুইটারের সাথে চুক্তি বাতিলের একমাত্র কারণ নয়, বরং এখানে ব্যবসায়িক চিন্তা আছে। টুইটারের প্রতি শেয়ারের দাম গতবছর যেখানে ৭০ ডলারের ওপরেও গেছে, সেখানে তা এখন $37 এর আশেপাশে আছে, যা ইলন মাস্কের প্রস্তাবিত দাম থেকে প্রায় ৩০% কম। অন্যদিকে আইনী বিশেষজ্ঞরা বলছেন বটসংক্রান্ত অভিযোগটি সত্য হলেও ইলন মাস্কের বড় অঙ্কের জরিমানা ছাড়া ডিল বাতিল করতে তা যথেষ্ট হবে না। টুইটার বিষয়টি নিয়ে কোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলেছে। এছাড়া টুইটার ও মাস্কের মধ্যে কোন পক্ষ থেকে ডিলটি বাতিল করা হলে ১ বিলিয়ন ডলার ফি প্রদানের আইনী চুক্তি রয়েছে। আরো জানুন: nprমিড বাজেটে এন্ট্রি লেভেল ফোন narzo 50A Prime আনলো রিয়েলমি

Chat Sync-এর মাধ্যমে দুটি স্মার্টফোনে একই অ্যাকাউন্ট থেকে চ্যাটিং ফিচার আসতে পারে
বর্তমানে পিসি বা ট্যাবলেটের সাথে সংযুক্ত করার সুযোগ থাকলেও হোয়াটসঅ্যাপে একটি অ্যাকাউন্ট একটির বেশি স্মার্টফোনে ব্যবহারের ফিচার নেই। তবে এটার পরিবর্তন হতে পারে, কেননা অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বিটা 2.22.15.13 ভার্সনে চ্যাট সিঙ্ক ফিচারটি টেস্ট করা হচ্ছে। এর মাধ্যমে অন্য একটি স্মার্টফোনে ইন্সট্যান্টলি কনভার্সেশনগুলো সিঙ্ক্রোনাইজেশন ফাংশনালিটি আসতে পারে। আরো জানুন: asianet newsableঅফিসিয়ালি অ্যানাইন্স হয়েছে Asus ROG Phone 6 ও 6 Pro

- ROG Phone 6 (12GB RAM, 256GB storage) – £899/€999 (প্রায় ১ লাখ টাকা)
- ROG Phone 6 (16GB RAM, 512GB storage) – £999/€1,149 (প্রায় ১.১ লাখ টাকা)
- ROG Phone 6 Pro (18GB RAM, 512GB storage) – £1,099/€1,299 (প্রায় ১.২২ লাখ টাকা)
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ফাইভের রেন্ডার লিক হয়েছে, রয়েছে দুটি মডেল

darktable 4.0.0
জনপ্রিয় ওপেন সোর্স ফটোগ্রাফি ওয়ার্কফ্লো ও র-ডেভেলোপ প্রোগ্রাম ডার্কটেবিলের নতুন মেজর সংস্করণ darktable 4.0.0 রিলিজ হয়েছে। darktable 3.8 থেকে এটি আসতে প্রায় ১৬০০টি কমিট করা হয়েছে, ৫৮৬ টি পুল রিকুয়েস্ট হ্যান্ডেল ও ১২৩টি ইস্যু সমাপ্ত করা হয়েছে। নতুন ফিচারগুলোর মধ্যে হাইলাইটেড কিছু হলো ইউআই রিরাইট, কালার এন্ড এক্সপোজার ম্যাপিং, ফিল্মিং v6 প্রভৃতি। বিস্তারিত: রিলিজ নোটএকটি নিয়নবাতি পরিবেশনা
One thought on "টেক আপডেট, ২য় সপ্তাহ (২ জুুলাই ২০২২ – ৮ জুলাই ২০২২)"