স্বাগতম।

আজকের পোস্টের মুল বিষয় ই হচ্ছে ৫০ টাকায় xyz ডোমাইন কিনা নিয়ে। 

এই অফারটি চলছে  dhakaitclub.com এই ওয়েবসাইটে।

কিছুদিন আগে তারা .info ডোমেইন দিয়েছিলো মাত্র ২৫ টাকায়। (পরে অবশ্য ৫০ টাকা করেছিলো)

যাইহোক যারা ছোটোখাটো ব্লগ খোলার কথা ভাবছেন তারা নিতে পারেন মাত্র ৫০ টাকায় টপ রেটেট ডোমেইন।  

এই ডোমেইন এর ভালিডিটি পাবেন ১ বছর, এক বছর পর রিনিউ করতে পারবেন।

আমি মনে করি এটোটুকু পড়ার পর প্রায় সবাই তাদের ওয়েবসাইট এ গিয়ে ডোমেইন কিনতে পারবেন।

যারা পারবেন না তাদেরকে আমি একটা ডোমেইন কিনে দেখাচ্ছি।

তো চলুন কিনা যাক।

ওয়েব সাইট এ যাওয়ার পর নিচের স্ক্রিনশর্ট এর মতো একটা সার্চবক্স দেখতে পারবেন।

সার্চবক্সে আপনার কাঙ্খিতো ডোমেইন নামটি লিখে সার্চ দিন। এভেলেবল থাকলে সবুজ কালারে available লেখা দেখতে পারবেন। সেখান থেকে Select এ ক্লিক দিন ।

তারপর নিচে checkout এ ক্লিক দিন। 

তারপর Create an account 10 seconds এ ক্লিক দিন।

নিচের স্ক্রিনশর্ট ফলো করুন। আপনার নাম, ব্যাবসার নাম একটা দিয়ে দিবেন ইচ্ছামতো এবং পাসওয়ার্ড দিন, আপনার ঠিকানা দিন, আপনার ফোন নাম্বার দিন। তারপর টিকমার্ক এ ক্লিক দিয়ে Create Account এ ক্লিক দিন। 

তারপর নিচের স্ক্রিনশর্ট এর মতো বিকাশ/রকেট সিলেক্ট করে Pay Online এ ক্লিক দিন।

তারপর MOBILE BANKING ট্যাব এ ক্লিক দিয়ে যে কোনো একটা মোবিল ব্যাংকিং বিকাশ/রকেট/ট্যাপ/নগদ/মাইক্যাশ (আপনি যে মাধ্যমে টাকা পরিশোধ করতে চান) সিলেক্ট করে নিচে PAY BDT এ ক্লিক দিন।

এরপর আপনার ওয়ালেট নাম্বার ওটিপি এবং পিন দিয়ে পেমেন্ট সম্পন্য করুন, সাথে সাথে আপনার ডোমেইটি একটিভ হয়ে যাবে।

আমি যে ডোমেনটি কিনলাম :

todayresult.xyz

এতিমধ্যে ব্লগারে কয়েক ক্লিকে একটি ব্লগ সাইট ও বানিয়ে ফেললাম, আপনি চাইলে সাইটটি ঘুরে আসতে পারেন। 

todayresult.xyz

ধন্যবাদ দেখা হবে পরবর্তি পোস্টে।

23 thoughts on "এবার মাত্র ৫০ টাকায় নিয়ে নিন .xyz ডোমেইন। আজকেই অফার শেষ হয়ে যেতে পারে, সুতারাং তারাতারি করুন।"

  1. Avatar photo Shakib Expert Author says:
    Domain per year renew korteh koto khoroch porbe? Kindly janaben❤️
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      1000 এর মতো
    2. Avatar photo Shakib Expert Author says:
      ? opps
    3. Avatar photo SagorSrkian Author says:
      মানে এখন সাইকেল, পরে মোটরসাইকেল। ? Btw Nice Post.
    4. Avatar photo Shakib Expert Author says:
      ??
  2. Avatar photo ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    Screenshot গুলো ঝাপসা ঝাপসা লাগছে। একটু qulity বাড়ানোর চেষ্টা কইরেন পরবর্তীতে ।
    পোস্ট টা ভালো ছিল।
    1. Avatar photo Abdus Sobhan Author says:
      Quality valoi ache vai (pic er upore click kore dekhun)
      Maybe site settings er karone load hocche na
  3. Avatar photo Sadaq Contributor says:
    সমস্যা হল- রিনিউ খরচ তো অনেক পড়বে।
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      ১০০০ এর মতো
  4. tajbir23 Author says:
    অফার কতক্ষন থাকবে?
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      আজকে শেষ হয়ে যেতে পারে
  5. Sm Masud Ahmed Contributor says:
    Sk Chandon Ray ভাইয়া আমি তো ডোমেইন ক্রয় করেছি এখন কিভাবে ব্লগারে অ্যাড করবো।
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      bro wait for my next post
  6. Sm Masud Ahmed Contributor says:
    SK Chandan ভাইয়া আমাকে হ্যাল্প করুন প্লীজ আমার ফেসবুক আইডি: https://www.facebook.com/masud1.me
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      inbox me m.me/skchandonroy01
  7. Avatar photo babua Contributor says:
    vai domain to kinechi akhon hosting ar sathe connect korte parchina. please help me
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      wait for my next post bro
  8. Akash206 Contributor says:
    offer nai ekhn ……
  9. mrfarhanisrak Levi Author says:
    ভালো।

Leave a Reply