প্রায় সপ্তাহ খানিক আগে T-mobile এবং SPACEX একটি পার্টনারশিপ এর ঘোষণা করে যেইখানে তারা ঘোষণা দেন যে আগামীতে তৈরি হওয়া স্মার্টফোন গুলিতে সরাসরি স্যাটেলাইট এর সংযোগ সুবিধা থাকবে। এবং এই সুবিধাটি আসন্ন Starlink v2 স্যাটেলাইট থেকে ব্যাবহার করা যাবে।

এইখানে সবচেয়ে ভালো ব্যাপার এই যে বর্তমানের যেকোনো স্মার্টফোন এর মাধ্যমেই সুবিধাটি যেকোনো ব্যাবহারকারী উপভোগ করতে পারবেন। এর জন্যে আলাদা করে নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন হবে না। কারণ এটি বর্তমান স্মার্টফোন এ বিদ্যমান band PCS SPECTRUM ব্যাবহার করবে।

GOOGLE SVP Of platform এবং Ecosystems Hiroshi Lockheimer এ সম্পর্কে তাদের twitter এ জানান যে তারা Android v14 থেকে smarphone এ satellite সংযোগ দেওয়ার সুবিধা নিয়ে কাজ করা শুরু করেছে। যদিও বর্তমান মোবাইল ফোনে এর রেডিও হার্ডওয়্যার দিয়ে এই কাজ টি সম্পূর্ণ করা যাবে তবে এর জন্যে কোন ধরনের সফটওয়্যার আপডেট লাগবে সে সম্পর্কে তারা নির্দিষ্ট করে কিছু জানায় নি।

T-Mobile এবং SpaceX আগামী বছরের শেষের দিকে এই স্যাটেলাইট নিয়ে beta testing শুরু করবে। এই সময় এর মধ্যেই Android 14 এর release হয়ে যাওয়ার কথা। এটি সর্বপ্রথম US (UNITED STATES) থেকে ব্যাবহার করা গেলেও পরবর্তীতে সমগ্র পৃথিবী থেকে এই সুবিধাটি উপভোগ করা সম্ভব হবে।

তবে এটি ধীর গতির হবে – প্রতি সেলুলার জোনে 2 থেকে 4Mbps – তবে এটি কয়েক হাজার এসএমএস পড়ার জন্যে যথেষ্ট। তবে শুধু মাত্র এসএমএস না পরবর্তীতে এর মাধ্যমে এমএমএস ও ব্যাবহার করা যাবে। এরপর আস্তে আস্তে বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন ও ব্যাবহার করা যাবে যার মাধ্যমে VOICE CALL কিংবা VIDEO CALL এর মত সুবিধাও যেকোনো ব্যাবহারকারী উপভোগ করতে পারবেন। এছাড়া সাধারণ ইন্টারনেট ব্যাবহার করার মত সুবিধা যুক্ত করা হবে এখানে। বিপদাপন্ন পরিবেশে এবং দুর্গম এলাকায় এর মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হবে। তাই বলা যাই ভবিষ্যৎ Android এর জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট হতে যাচ্ছে।

 

Conclusion

তো এই ছিল আজকের পোস্ট ভালো লাগলে Like,Share,Comment করতে ভুলবেন না।

ভালো থাকুন ,সুস্থ থাকুন , Trickbd এর সাথেই থাকুন। আপনার দিনটি ভালো কাটুক ধন্যবাদ।

 

16 thoughts on "Android 14 এ আসতে চলেছে স্যাটেলাইট কানেকশন সুবিধা!!"

  1. Levi Author says:
    অনেক সুন্দর লিখেছেন।
    1. ᏝᎥᏦᏂᎧᏁ Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
    2. Levi Author says:
      স্বাগতম।
  2. TAHER Author says:
    Vai Android 13 ki obosta ?
    1. ᏝᎥᏦᏂᎧᏁ Author Post Creator says:
      মাত্র রিলিজ হলো। আস্তে আস্তে বোঝা যাবে l।
    2. TAHER Author says:
      Oh accha
  3. Shakib Expert Author says:
    14 version may be pixel er jonno open korbe first
    1. ᏝᎥᏦᏂᎧᏁ Author Post Creator says:
      শুধু পিক্সেল এমন কিছু উল্লেখ করে নি। Us এর সকল ফোন থেকেই ব্যাবহার করা যাবে
  4. Sohag21 Author says:
    আর এদিকে Android 11 তে পড়ে থাকা আমি। ?
    1. ᏝᎥᏦᏂᎧᏁ Author Post Creator says:
      Unlock bootloader and Enjoy every single version of Android ?
  5. desibaul Contributor says:
    ধন্যবাদ
    1. ᏝᎥᏦᏂᎧᏁ Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ।
  6. mchy Contributor says:
    কাস্টম রম নিয়ে বিস্তারিত কেউ আর্টিকেল লিখেন। আমি ইউটিউব দেখে দেখে Redmi Note 4 এর মধ্যে পিক্সেল রম ইন্সটল দিছিলাম। আমি বেক্তিগত ভাবে Mi A3 ব্যাবহার করি। অনেক খুঁজেও ভালো কাস্টম রম পেলাম না।
    1. ᏝᎥᏦᏂᎧᏁ Author Post Creator says:
      Telegram এ আপনার ডিভাইস এর সাপোর্ট গ্রুপ দেখেন।
  7. Uzzal Mahamud Pro Author says:
    খুব ভালো একটি বিষয়
    1. ᏝᎥᏦᏂᎧᏁ Author Post Creator says:
      ধন্যবাদ ভাই♥️

Leave a Reply