আসসালামু আলাইকুম আপনারা সবাই অনেক ভাল আছেন।

আজকের আমাদের টেক নিউজগুলো-


১।শর্ট ভিডিও আরনিং এর সুবিধা আনলো youtube
২।আইফোন ১৪ প্রো ম্যাক্স ক্যামেরা প্রবলেম এর সমাধান করেছে।
৩। ভারতেই হচ্ছে অ্যাপেলের ফ্যাক্টরি।
৪। ওয়ানপ্লাস ১১ প্রো লিকস।
৫। এবং ইভেলি চালু।

তো চলুন আজাইরা কথা না বলে আমাদের মূল টপিকে চলে যাওয়া যাক।


১। youtube শর্ট আপডেট।
ইউটিউবে যারা আপনার শর্ট ভিডিও নিয়ে কাজ করেন, তাদের জন্য youtube এর তরফ থেকে বেশ সুন্দর একটি আপডেট নিয়ে এসেছে কোম্পানি ইউটিউব।

ইউটিউব নরমালি যত টাকা এডভাইস থেকে ইনকাম করে থাকে তার ৪৫ পার্সেন্ট যারা আপনারা শর্ট ভিডিও আপলোড করেন তাদেরকে দিয়ে দেয়া হবে।

নরমালি আমরা যারা ইউটিউবিং করে থাকি তাদেরকে দেয়া হয় ইউটিউব যেটা ইনকাম করে থাকে তার ৫৫ শতাংশ।

কিন্তু আপনারা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন তাদের জন্য ৪৫ পার্সেন্ট দেয়া হবে।

এবং আপনারা ইতিমধ্যেই জানেন এই youtube শর্ট ভিডিও নিয়ে কিন্তু বাংলাদেশের অনেকেই কাজ করতেছেন। এবং শর্ট ভিডিও যেটা ইনকামের ব্যাপার এড রেভিনিউ বা এড যেভাবে আসে সেটি একটু ভিন্ন। নরমাল ভিডিওর থেকে।


২। আইফোন ১৪ ক্যামেরা প্রবলেম সমাধান।
স্পেশালী আইফোন ১৫ সিরিজের প্রো ভেরিয়েন্টিতে কমবেশি ক্যামেরা কাঁপুনি কাপুনি প্রবলেম দেখা দিচ্ছিল।

ইতিমধ্যে অনেক জায়গায় সেটির পোস্ট এবং ভিডিও আমরা দেখে ফেলেছি?

তবে হতাশ হওয়ার কিছু নেই অবশেষে অ্যাপেল এটি সমাধান করে ফেলেছে তাদের একটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে।

ক্যামেরা যে ঝাঁকুনি প্রবলেমটা ছিল সেটা ঠিক করে ফেলেছে এখন। কারণ অ্যাপেল কিন্তু নরমালি টুকটাক সমস্যা হলে তারা আপডেট এর মাধ্যমে সমাধান করে ফেলে এবারও তার ব্যতিক্রম হলো না।

তবে অনেকে বলেছিল এই ক্যামেরা ঝাকুনি প্রবলেমটা নাকি থার্ড পার্টি অ্যাপ এর ক্ষেত্রে হচ্ছিল এক্সাম্পল likee TikTok twitter facebook ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা আসলেই ভুল।

কারণ আপেল যেহেতু নিজে থেকে এটি সমাধান করে ফেলেছে তাই নিঃসন্দেহে বোঝা যাচ্ছে ইসুটা অ্যাপেলের ই ছিল। এবং অ্যাপেল সেটি সমাধানও করে ফেলেছে এটিই সবচাইতে বড় কথা।


৩। অ্যাপেল ফ্যাক্টরি আপডেট।
অ্যাপেল আরেকটি নিউজ রয়েছে সেটি হলো অ্যাপেলের আইফোন আপনারা সবাই জানেন যে ডিজাইন হয় আমেরিকাতে এবং এসেম্বল হয় চায়নাতে। চায়নাতে ফোনগুলো বানিয়ে বিভিন্ন দেশে প্রোডাকশন করা হয়।

কিন্তু রিসেন্টলি আমেরিকা ডিসিশন নিয়েছে যে ধীরে ধীরে তারা প্রোডাকশন চায়নাতে কুমিয়ে ফেলবে ডিজাইন আমেরিকাতেই করবে। বাট এখন থেকে প্রোডাকশন চায়নার পাশাপাশি ইন্ডিয়াতে করা হবে।

এবং একটা সময় গিয়ে চায়নাতে একেবারে বাদ দিয়ে দিবে অর্থাৎ ইন্ডিয়ার পাশাপাশি আরো কয়েকটা দেশে প্রোডাকশনের কাজ শুরু করবে অ্যাপেল।

ঠিক তার জন্যই এবছর আইফোন ফোরটিন সিরিজ এর যত ফোন রয়েছে তার মধ্যে ৫% ইন্ডিয়ায় তৈরি হবে, সো এমনও হতে পারে আমরা যারা ফোন কিনে থাকি তারা মেড ইন ইন্ডিয়া ফোন পেলেও পেতে পারি।

তবে মেড ইন ইন্ডিয়া মানেই সেই ফোনগুলো ইন্ডিয়ান ভেরিয়েন্ট তৈরি হবে না, ইউ এস ভেরি এন্ড হতে পারে চায়না ভেরিয়েন্ট হতে পারে হংকং ভেরিয়েন্ট হতে পারে দুবাই ভেরিয়েন্ট হতে পারে সিঙ্গাপুর ভেরিয়েন্ট হতে পারে বিভিন্ন ভেরিয়েন্ট এর ফোন কিন্তু ইন্ডিয়াতেই তৈরি হবে।

আপনাদের এখন একটা প্রশ্ন থাকতে পারে সেটি হচ্ছে ইন্ডিয়ায় বসে ইউএস ভেরিয়েন্ট এর ফোন কিভাবে তৈরি হবে?

আসলে মূলত ভেরিয়েন্টের ব্যাপারে যে বিষয় এসে পড়ে প্রত্যেকটা দেশেরই নির্দিষ্ট কিছু চাহিদা থাকে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকে। এবং নির্দিষ্ট কিছু কোয়ালিটি কন্ট্রোল চেক করার নিয়ম থাকে।

যখন ইউএস এর জন্য তৈরি করা হবে তখন ইউএস এর মতই ক্রাইটেরিয়া দিয়ে সেই ফোনটি তৈরি করা হবে। এবং যখন ইউএসএ তে যাবে তখন সেভাবে চেক করা হবে যেটাকে ইউএসএ কোয়ালিটি কন্ট্রোল চেক বলে দেন কোয়ালিটি কন্ট্রোল চেক করে তারপর usa-তে পাঠানো হবে।

ঠিক যেমন বাংলাদেশে যেমন প্রোডাক্ট তৈরি করে বিভিন্ন দেশে পাঠিয়ে থাকি? আমেরিকাতেও যেমন পাঠায় পাশাপাশি ইন্ডিয়াতেও কিন্তু পাঠায়? দুই দেশেতেই কিন্তু সেম ক্যাটাগরির ফিনিশিং প্রোডাক্ট থাকে না।

আমেরিকারটা ওই ধরনের আই মিন একটু প্রিমিয়াম, এবং ইন্ডিয়াতে যখন ডেলিভারি করি তখন একটু নরমাল ব্যাপারটা ঠিক এরকম।

এবং এইসবের পাশাপাশি আগামী বছর iphone ১৫ সিরিজের ২৫ শতাংশ প্রোডাকশন পাবো আমরা ইন্ডিয়া থেকেই।

তবে আমার মনে হয় চায়না থেকে অ্যাপেল ভিয়েতনামের দিকেই চলে যাবে বাকিটা দেখার বিষয়।


৫। ওয়ানপ্লাস ইলেভেন সিরিজ লীকস এর আপডেট।
এদিকে ওয়ানপ্লাস টেন সিরিজের পর এবার আমরা ইলেভেন সিরিজের ও কিছু লিকস পেয়েছি।

স্ন্যাপড্রাগন ৮ জেন টু প্রসেসর এর পাশাপাশি ১০০ ওয়াটের ফার্স্ট চার্জিং ফিচার দিয়ে ফোনটি বাজারে আসবে।

তবে ওয়ান প্লাস টেন সিরিজের মত ফ্লপ হয় কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাই। কারণ ওয়ানপ্লাসের ক্যামেরা রিলেটেড প্রবলেমগুলো এখনো সমাধান হয়নি।

যদি এই ক্যামেরা রিলেটেড সমস্যা সমাধান করা হয় 11 সিরিজ থেকে তাহলে হতে পারে ওয়ানপ্লাস ঘুরে দাঁড়াতে পারবে।


৫। কাম ব্যাক করছে ইভেলি।
এবং আমাদের আজকের দিনে সর্বশেষ নিউজটি খুবই চমৎকার এবং এটি টাইটেলেও দেয়া আছে যেটির জন্য আপনারা এতক্ষন অপেক্ষা করছিলেন। যে ইভেলি গতবছর থেকে কিন্তু বাংলাদেশে বন্ধ হয়ে গেছিল? এবং যিনি মালিক ছিলেন বা সিইও ছিলেন তাদেরকে কিন্তু পুলিশ ধরে নিয়ে গিয়েছিল।

কয়েক মাস আগেই কিন্তু পুলিশ তাদেরকে ছেড়েও দিয়েছে এবং অবশেষে আজকে থেকেই ইভেলি আবার চালু হয়েছে‌।

স্পেশালি আজকের দিনটা থেকে তাদের ফেসবুক পেজটি ওপেন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে আস্তে আস্তে তারা কাম ব্যাক করবেন।

তবে একটা বিষয় হলো ইভেলি আগের মত কোমর সোজা করে দাঁড়াতে পারবে কিনা। সে বিষয়ে আমিও এখনো পর্যন্ত কিছু বলতে পারব না সময়ই বলে দিবে।

কিন্তু ইভেলির যেহেতু প্লান আছে যেহেতু তারা কাম ব্যাক করছে বিজনেস করার জন্য সো তারা অনেক সাপোর্ট পাবে। এবং তারই ফলশ্রুতি আমরা সেক্সি বিভিন্ন বিজনেসম্যান যারা ইভেলি তে প্রোডাক্ট সেল করে থাকতো।

রিসেলার হতে পারে কাস্টমার হতে পারে সবাই মিলে কিন্তু বিজরেলি করেছে।

এটা অবশ্যই অনেকটা গুড নিউজ স্পেশালি যারা ইভেলি বিজনেসের সাথে কানেক্টেড বা ইভেলির থেকে প্রোডাক্ট অর্ডার করেছেন। দু ধরনের মানুষের জন্যই কিন্তু এটা অনেক ধরনের একটি সুসংবাদ।

এই গুড নিউজটা আল্টিমেটলি ভালো লাগবে যখন ইভেলি তাদের সাথে সবকিছু মেনটেইন করে করতে পারবে বাট সময় বলে দিবে ইভেলি নেক্সট টাইম কি করতে যাচ্ছে।

তবে এটা কনফার্ম বাংলাদেশে একমাত্র বিজনেসম্যান বা একমাত্র বিজনেস প্রতিষ্ঠান যার জন্য মানুষের তরফ থেকে তারা হয়তো বা অনেক সাপোর্ট পাবে। আর তারা এই সাপোর্টটা কাজে লাগাতে পারে কিনা এটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

বিঃদ্রঃ পোস্টটি প্রায় ১ সপ্তাহ আগে থেকে নোটপ্যাডে সেভ ছিল পাবলিশ করতে মনে ছিল না! তাই কিছু ইনফরমেশন আপডেট করতে পারে।

আরো পড়ুন!

১ হাজার টাকা দিয়ে আপনি কোন দেশ থেকে কি কিনতে পারবেন ? জানতে চাইলে-https://www.pocobd.com/2022/10/what-can-be-bought-with-one-thousand-taka.html এই লিংকে ক্লিক করুন।

কি আছে অ্যাপেল হেডকোয়ার্টার এর ভিতরে? অ্যাপেল পার্ক কোথায়? জানতে চাইলে-https://www.pocobd.com/2022/10/inside-apple-park.html এই লিংকে ক্লিক করুন।

আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ।

11 thoughts on "কিছু আলোচিত সমালোচিত টেক নিউজ!"

  1. Ashraful Author says:
    News gulo valo chilo
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Thank you
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    মনে হয় না খুব একটা গুরুত্বপূর্ন, তবে evaly এর নিউজ দেখে ভালো লাগলো
    1. Ashraful Author says:
      Important e mone holo news gulo.
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      আপনার কাছে যেটা ভালো লেগেছে আমার কাছে না লাগতেও পারে।

      Simple

  3. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    লেখার মাঝে ভুল আছে। সেগুলো ঠিক করুন।
  4. MD Shakib Hasan Author says:
    ধন্যবাদ অনেক কিছু জানতে পরলাম
  5. Sohag21 Author says:
    খুব একটা ভালো লাগলো না। পোস্ট করার জন্য ধন্যবাদ

Leave a Reply