আসসালামু আলাইকুম,  আসা করি সবাই ভালো আছেন।

আজকের আলোচনার বিষয় কি, তা আপনারা অলরেডি বুঝেই গেছেন, তবুও আর একবার ChatGPT সমন্বে মনে করিয়ে দেই।

ChatGPT হল একটি AI-চালিত ভাষা মডেল যা OpenAI দ্বারা তৈরি করছে। এটি ইন্টারনেট বিশাল একটি বিশাল ডেটাসেটের উপর প্রশিক্ষিত ভাষার সমাহার  প্রশ্ন এবং, মানুষের মতো প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

 

প্রতিক্রিয়া বলতে বুঝিয়েছি, ধরুন আপনি একজন মানুষের সাথে কথা বললেন, সেটা আপনার মা-বাবা ভাই বোন অথবা বন্ধু-বান্ধব হতে পারে। এক্ষেত্রে তাদের যদি আপনি কোন একটি প্রশ্ন করেন,

 

তাহলে কিন্তু তারা অবশ্যই আপনার প্রশ্নের যে কোন একটি উত্তর দেবে, অথবা আপনার প্রশ্নের যে কোন একটি যুক্তি দেবে।

 

আচ্ছা ব্যাপারটা যদি আরো অনেক সহজ ভাবে বুঝায়ঃ

 

ধরুন আপনার একটি ফ্রেন্ড আছে, তাকে আপনি জিজ্ঞেস করলেন যে তোমার পরীক্ষা কেমন হয়েছে?  বা তোর পরীক্ষা কেমন হয়েছে?

 

তাহলে কিন্তু সে অবশ্যই এর উত্তর বলবে হয় ভালো হয়েছে।  না হয় খারাপ হয়েছে। মূলত এটি হচ্ছে প্রতিক্রিয়া।

সেই কথাটি আপনাকে এখানে বুঝিয়েছি, যে তেমনি আপনি যদি কাউকে  কোন একটি প্রশ্ন করেন, তাহলে সেই জিপিটি আপনার বাবা-মা ভাই-বোন বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন যারা আপনার প্রশ্নের যেভাবে আপনার উত্তর দেয়, ঠিক সেভাবেই আপনাদেরকে উত্তর দিবে একটি প্রতিক্রিয়া অর্থাৎ এখানে মানুষের মত প্রশ্নের জবাব দিবে।

আর মুলত

ChatGPT বিভিন্ন ধরনের কাজও সম্পাদন করতে পারে, যার মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া, বাক্য এবং অনুচ্ছেদ সম্পূর্ণ করা এবং সৃজনশীল পাঠ্য তৈরি করতে পারে। এটিকে আপনি মানব কম্পিউটার ও বলতে পারেন।

তো যাইহোক, ChatGPT সমন্বে মোটামুটি ভালোই ধারনা দেওয়া হলো, অলরেডি আপনারা জানেন, তারপর যেহুতু এটা নিয়েই আলোচনা, সেজন্য বলেই ফেল্লাম।

এখন আসি মুল পোস্টে,

ChatGPT Plus এ যে,যে সুবিধা দিবে Open Ai.

 

বর্তমানে প্রায় প্রতিদিন ১০ কোটির ও বেশি মানুষ ChatGPT ব্যবহার করতেছে।

এ জনপ্রিয়তা ধরে রাখতে ‘চ্যাটজিপিটি প্লাস’ Update  মার্কেটে আনার ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

তবে একটি সমস্যা আছে,

এই ChatGPT Plus ব্যবহার করতে হলে ২০ মার্কিন ডলার দিতে হবে ওপেন এই কে?

শুনে কিছুটা খারাপ লাগলো তাইনা?

বাংলাদেশি টাকায় যার পরিমান 2,094.01 টাকা।

সুবিধাঃ

ChatGPT Visiting Problem বা সমস্যাঃ

আমরা যারা চার জিবিটি ব্যবহার করি তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই,

যেমন এটা হতে পারে আমরা যখন চ্যাট জিপিতে ব্যবহার করি তখন যখন কোন এসএমএস লিখে সেন্ড করি এটি তখন উত্তর দিতে সমস্যা করে, দেখায় Response Error, এই সমস্যা টি ChatGPT Plus user দের থাকবেনা।

 

এছাড়াও গণিতের বিভিন্ন কঠিন কঠিন এবং জটিল অঙ্কগুলো এই চার জিপিটি দিয়ে করা যাবে, এবং ভালো ভালো প্রোগ্রামিং ছোটখাটো যেগুলো বিভিন্ন অনেক কাজে লাগবে এ সমস্ত প্রোগ্রামিং ভাষাগুলো আরও যুক্ত করা হবে।

 

কে,কে ব্যবহার করতে পারবে?

চ্যাট জিপিটি প্লাস শুধুমাত্র পাবলিশ করার পর একটি মার্কিন যুক্তরাষ্ট্রে বা আদার্স কান্ট্রি গুলোতে ব্যবহার করা যাবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে, তবে আস্তে আস্তে এটি সবগুলো দেশেই চালু করে দেওয়া হবে।

 

কেন চ্যাটজিপিটি প্লাস আনা হবে?

বর্তমানে বিনা মূল্যে চ্যাটজিপিটি ব্যবহার করা যায়।

ওপেনএআই জানিয়েছে, কিছু ব্যবহারকারীকে অর্থের বিনিময়ে বাড়তি সুবিধা দেওয়ার মাধ্যমে,

 

অন্যদের স্থায়ীভাবে বিনা মূল্যে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ দিতে চ্যাটজিপিটি প্লাস সংস্করণটি উন্মুক্ত করা হবে।

তো এটাই ছিলো আলোচনা,

Bangladesh  এ তৈরি করা ১ম Chat GPT means X ChatGPT Android App Download করতে নিচের লিংক এ ক্লিক করুন।

ডাউনলোড :  https://xofikul07.github.io/X-ChatGPT/

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

 

 

One thought on "ChatGPT Plus আনবে Open Ai, যে, যে সুবিধা গুলো থাকবে ChatGPT প্লাস এ।"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    এটা নিয়ে পোস্ট করা আছে

Leave a Reply