২৭ এপ্রিল ২০২৩ তারিখে প্রকাশিত অ্যানাউন্সমেন্টে মাইক্রোসফট জানিয়েছে বর্তমান ভার্সন 22H2-ই হবে উইন্ডোজ ১০-এর সর্বশেষ আপডেট, যা ১৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত সাপোর্ট পাবে। এ সময়কালে মাসিক সিক্যুরিটি আপডেটের বাইরে মেজর আর কোন আপডেট উইন্ডোজ ১০-এ দেয়া হবে না। তবে এ সময়ের পরেও বিদ্যমান LTSC সংস্করণগুলো তাদের নির্ধারিত লাইফসাইকেল পর্যন্ত সাপোর্ট পাবে বলে জানানো হয়েছে।

মূল অ্যানাউন্সমেন্ট

4 thoughts on "Windows 10-এ আর কোন মেজর আপডেট আসবে না, সাপোর্ট শেষ হচ্ছে ২০২৫ সালের অক্টোবরে"

  1. Sakibur Rahman Contributor says:
    Ok reported.?
  2. Mr Hanif Contributor says:
    10 pro তেও?
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    ছোট পোস্ট না করলেও পারতেন
    1. তাহমিদ হাসান Author Post Creator says:
      শুকরিয়া। খবর এতটুকুই, এখানে এর থেকে বেশি লেখা প্রয়োজন মনে করিনি। পোস্ট করার সময় পর্যন্ত এবং এরপরে উইন্ডোজ ১০-এর সাপোর্টের সমাপ্তি নিয়ে আমার জানামতে ট্রিকবিডিতে আর কোন পোস্ট হয়নি।

Leave a Reply