আসসালামু ওয়ালাইকুম।
আবারো হাজির হলাম।
এবার কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি ট্রিক।

আগেই বলে নিচ্ছি,পোষ্ট টি মোটা মুটি বড়।
ধৈরজ সহকারে পড়ুন।আর এই ভাবেই কাজ করুন।
আর যদি কোন সমস্যা হয় তবে পোষ্ট এর নিচে আমার ফেসবুক আইডি দেওয়া আছে,মেসেজ করে জানিয়েন।
আর কথা নয়,চলুন শুরু করি।

আপনি হয়ত অনেক কিছু থেকেয় বিতারিত হয়েছেন,সধু একটি মাস্টার কার্ড এর জন্য।

আর হবেন না,চলুন দেখি কি করে পেয়ে যাবেন এটি।


Payoneer হল একটি WorldWide
ফ্রী মাস্টারকার্ড প্রদানকারী প্রতিষ্ঠান।
Payoneer এর Prepaid debit Mastercard
এর মাধ্যমে আপনি বিভিন্ন
কোম্পানি থেকে Payment Receive/Pay
করতে পারবেন। যেমনঃ oDesk, Elance, PPH,
Amazon, Clickbank, etc.

Payoneer এর মাধ্যমে আপনি যেসব
সুবিধা পাবেনঃ

*একটি Worldwide গ্রহণযোগ্য
ফ্রী মাস্টারকার্ড পাবেন।
*আমেরিকার একটি Virtual ব্যাংক Account
পাবেন।
*Online থেকে Mastercard সাপোর্ট এমন
যেকোনো জায়গা থেকে যেকোনোকিছু
কিনতে পারবেন।
*US Payment Service এর মাধ্যমে Paypal,
Moneybookers, সহ বিভিন্ন
কোম্পানি থেকে Payment গ্রহন
করতে পারবেন।
*Payoneer এর Master Card দিয়ে পৃথিবীর
যেকোনো দেশের MASTERCARD
Supported ATM Booth থেকে Dollar
উত্তোলন করতে পারবেন।

১। প্রথমেই নিচের লিঙ্কে প্রবেশ করে
Signup

করে নিনঃ

এইখান থেকে Signup করলে আপনি পাবেন ২৫
ডলার ফ্রী।(১০০ ডলার রিসিভ অথবা ট্রান্স ফারের পর)
Payoneer এর
Activation চার্জ হল ৩০ ডলার এর মত। তাই
আপনি যদি Payoneer এর কার্ড ব্যাবহার
করেন
তাহলে এই ২৫ ডলার দিয়ে অন্তত Payoneer
এর Activation চার্জ টা দিতে পারবেন।
তাহলে আসুন আর কথা না বারিয়ে শুরু করা
যাক।

২। এখন এখানে ৪ টি ধাপ আপনাকে অনুসরন
করতে হবে।
Personal details
Contact Details
Security Details
Almost done!

৩। এবার আপনার ইমেইলে লগিন করুন,
পেয়নিয়ার
থেকে পাওয়া ইমেইলটি ওপেন করুন। দেখুন
আপনার
রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবং
এপ্রুভাল এর
জন্য কিছু সময় চাইছে।

৪। এবার আপনার পেয়নিয়ার একাউন্টে লগিন
করুন,
আপনি স্টেপ ২ এ আছেন দেখতে পাবেন।
আপনার
একাউন্ট এপ্রুভ হবার পরেই কার্ড পাঠানো
হবে।
এখনRegistration Verification এ ক্লিক
করুন, অথবা আপনার ইমেইলে আরেকটি
মেসেজ
দেখতে পাবেন, সেখানে Upload Documents
বাটনে ক্লিক করুন।

৫। এবার ফরম টি পুরন করে আপনার National
ID কার্ডের স্কান কপি আপলোড করুন।

৬। আপনার Payoneer এর Registration
সম্পন্ন হল। এখন ২-৩ দিন (কখনও কখনও
বেশি সময় লাগতে পারে) সময় নিবে কার্ড
Approve হওয়ার জন্য। কার্ড Approve

হলে আপনাকে Shipping Date মেইল এর
মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাধারনত
কার্ড
আসতে ২০ থেকে ৩০ দিন লাগে। DHL এর
মাধ্যমে ৬০ ডলার খরচ করে ৩ দিনে আপনার
কার্ড পেতে পারেন।
কোন কারনে আপনার একাউন্ট আপ্রুভ
হতে অনেক সময় লাগতে পারে। অবশ্যই
পেওনিয়ার
সাপোর্টে যোগাযোগ করুন। আপনার
Payoneer এর Account Approve হলে নিচের
মত একটা মেইল পাবেন। আর কার্ড আসার
সময়
হলে অবশ্যই আপনার পোস্ট অফিসে
যোগাযোগ
করুন।
Dear (Your Name),
Congratulations!
Your Payoneer Prepaid Debit
MasterCard® card order has been
approved!
Your card will be shipped by Regular
mail.
আশা করি এখন সবারি হবে এটি।
কারো যদি কোন সমস্যা হয় তবে আমাকে জানাতে পারেন,আমি চেস্টা করবো সমাধান করার।
এছাড়া আপনি যদি চান আমি আপনাকে এটা করে দেই,তা হলেউ আমি রাজি।
আমার মাধ্যমে করতে বা সমস্যা জানাতে মেসেজ করুন আমাই ফেসবুকে।
আমার ফেসবুক আইডি = মোহাম্মদ আব্দুল্লাহ খান।
ধন্যবাদ।
আবারো কথা হবে অন্য কোন পোষ্ট এ।

4 thoughts on "আর কষ্ট নিয়ে অন্যের দিকে চেয়ে থাকতে হবে না।এখন আপনার নিজেরো হবে মাস্টার কার্ড।দেখে নিন,কি করে নিজের মাস্টার কার্ড করবেন।আর এর প্রয়োজনিয়তার কথা তো কারো অজানা নেই।"

  1. sabnur Contributor says:
    30. ডলার পামু কই ভাইয়া, ১ ডলার = কত নিবে,
    কোথায় কাডটি পাব, আবার ৬০ ডলার কিসের লাগবে
  2. ibn136 Contributor says:
    pls tuner me pls
  3. blue_coder Author says:
    আইডি কার্ডের এড্রেস আর কারেন্ট এড্রেস দিফরেন্ট হলে প্রবলেম করবে??
  4. Mamun Khan Author says:
    Vai,amr card to active korlam, kono $$$ to laglona…. :p

Leave a Reply