যতোটুকু খবর বাতাসে ভেসেছে তা থেকে তথ্য নিয়ে বলা যায় যে, হুয়েই মেট ৮ আগামী ২৬ নভেম্বর অবমুক্ত হচ্ছে। এই স্মার্টফোনে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে হুয়েই এর তৈরি কিরিন ৯৫০ চিপসেট।
আর সম্প্রতি সেই হুয়েই মেট ৮ এর বেশ কিছু ছবি ফাঁস হয়েছে। কিরিন ৯৫০ চিপসেট ব্যবহার সম্পর্কিত তথ্য ছাড়াও ছবি থেকে ডিভাইসটি সম্পর্কে যতোটুকু জানা গেছে তা হল এতে আরো আছে কোয়াড এইচডি ডিসপ্লে রেজ্যুলুশন ডিসপ্লে ও ২০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এর আগের ফোন মেট ৭-এতে ছিল ১০৮০ পিক্সেলের ডিসপ্লে এবং ১৩ মেগা পিক্সেলের প্রধান ক্যামেরা। মেট ৮ তাহলে নিঃসন্দেহে উন্নততর প্রযুক্তি নিয়েই বাজারে আসবে
হুয়েই মেট ৮ হয়তো তার ডিজাইন দিয়ে সকলকে চমকে দেবে। এমনটা ভাবার কারণ হলো মেট ৭-ও সুন্দর ধাতব আবরণে সেজে বাজারে এসেছিল। আর তাই মেট ৮-ও আরো মনোগ্রাহী সৌন্দর্য্য নিয়ে আসবে এমনই প্রত্যাশা স্মার্টফোনপ্রেমীদের। আসন্ন এ সেটটি আসবে ধাতুর তৈরি আবরণে, তার পেছন ভাগে থাকবে ক্যামেরা লেন্সের আকারের সাথে মানানসই গোলাকৃতির ফিঙ্গার স্ক্যানার।
ফাঁস হওয়া ছবিগুলো তো তেমনই ইঙ্গিত দিচ্ছে।
তবে সত্যি সত্যি হুয়েই মেট ৮ কেমন চেহারার হ্যান্ডসেট হবে তা দেখতে ২৬ তারিখ পর্যন্তই অপেক্ষা করতে হবে সকলকে….