ফেসবুক খুলে দিতে আইনি
নোটিশ


রাহেনূর ইসলাম স্বাধীন, আউটোর, ট্রিকবিডি: ফেসবুক, টুইটার
হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বন্ধ থাকা সব
সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দিতে
একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে সুপ্রিমকোর্টের এক
আইনজীবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
(আইসিটি) মন্ত্রণালয়ের সচিব বরাবর এ
নোটিশ পাঠান।
নিরাপত্তার স্বার্থে গত ১৮ নভেম্বর থেকে
ফেসবুকসহ ইন্টারনেটে সব সামাজিক
যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে
সরকার। সরকার বলছে, দেশের একটা মানুষও
যতোক্ষণ নিরাপদ বোধ করবেন না ততক্ষণ
পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।
তবে অবশ্য বিভিন্ন বিকল্প পদ্ধতিতে
প্রায় অনেকেই মাধ্যমগুলো ব্যবহার করছে।
এমনকি সরকারের উর্ধ্বতনদেরও এ কৌশল
অবলম্বনের প্রমাণ পাওয়া গেছে।
এর জবাবে সরকারের পক্ষ থেকে বলা
হচ্ছে, যারা বিকল্প উপায়ে ফেসবুক
ব্যবহার করছেন তারা নিরাপদ নন এবং
সবাইকে নজরদারিতে রাখা হয়েছে!

6 thoughts on "ফেসবুক খুলে দিতে আইনি নোটিশ"

  1. Shohagmix Author says:
    twitter ki off nake…?
    1. Shadhin33 Contributor Post Creator says:
      না।

Leave a Reply