জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকে নতুন সুবিধা চালু করল ছবি আপলোডের ক্ষেত্রে। আগে ফেসবুকে কেপিজি, পিএনজি আপলোড করার সুবধিা থাকলেও GIF ছবি আপলোড করা যেত না। এখন থেকে যে কোনো GIF প্রকৃতির ছবি আপলোড করতে পারবেন আপনার ফেসবুক পেজ পোস্টে। গত মে মাসে ফেসবুকের এই ঘোষনার পর তিন মাস পর এ সুবিধা নিয়ে আসলো ফেসবুক।
কোকা-কোলা ব্রাজিলিয়ান ব্র্যান্ড Kuat,Wendy’s, BuzzFeed কোম্পানিগুলো প্রথম বানিজ্যক ভাবে GIF ছবি তাদের ফেসবুক পেইজে শেয়ার করে।

ফেসবুক বলছে তারা পরীক্ষামূলকভাবে শুধু মাত্র কিছু অল্প কিছু প্রতিষ্ঠানকে এই সুবিধা প্রদান করবে। তবে শীঘ্রই ফেসবুকের সকল গ্রাহক এই সুবিধার আওতাভুক্ত হবেন জানিয়েছ ফেসবুক। বিশেষজ্ঞদের দাবি ফেসবুক পেজে এই সুবিধাটি নতুন মাত্রা প্রদান করবে । ফেসবুক পোষ্টে GIF ছবি দেখুন নিচের লিংক এ

 Finde me on Facebook

 

Leave a Reply