জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকে নতুন সুবিধা চালু করল ছবি আপলোডের ক্ষেত্রে। আগে ফেসবুকে কেপিজি, পিএনজি আপলোড করার সুবধিা থাকলেও GIF ছবি আপলোড করা যেত না। এখন থেকে যে কোনো GIF প্রকৃতির ছবি আপলোড করতে পারবেন আপনার ফেসবুক পেজ পোস্টে। গত মে মাসে ফেসবুকের এই ঘোষনার পর তিন মাস পর এ সুবিধা নিয়ে আসলো ফেসবুক।
কোকা-কোলা ব্রাজিলিয়ান ব্র্যান্ড Kuat,Wendy’s, BuzzFeed কোম্পানিগুলো প্রথম বানিজ্যক ভাবে GIF ছবি তাদের ফেসবুক পেইজে শেয়ার করে।