হাট-বাজার-স্কুল-কলেজসহ জনগুরুত্বপূর্ণ এক লাখ স্পটে (যেসব স্থানে লোকসমাগম বেশি থাকে) ফ্রি ওয়াইফাই এবং হটস্টপ সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার অডিটরিয়ামে উচ্চ মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ে ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

পলক আরও বলেন, আগামী ৩ বছরের মধ্যে ৪ হাজার কলেজে হাইস্পিড ইন্টারনেট কানেকশন দেওয়া হবে।

এছাড়া ২০২১ সালের মধ্যে দেশের আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় হবে বলেও জানান তিনি। এ সময় দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব চালু করার ঘোষণা দেন পলক।

ডিজিটাল বই প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ছেলে-মেয়েরা অনেক সময় বইয়ের পাতায় চোখ ধরে রাখতে চায় না। ডিজিটাল বই হলে মনের আনন্দে জ্ঞানার্জন করতে পারে। তবে আমরা অনেক স্কুলে এখনও মাল্টিমিডিয়া ক্লাস চালু করতে পারিনি। তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন শিক্ষকেরও অভাব রয়েছে।

সিসটেক ডিজিটাল লিমিটেডের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস’র (বেসিস) সভাপতি শামীম আহসান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র পাল প্রমুখ।

4 thoughts on "১ লাখ স্পটে ফ্রি ওয়াইফাই সেবা দেবে সরকার"

  1. ZVahad Contributor says:
    এই দেখি বাংলাদেশের সরকার একটা দেয় বন্ধ কইরা যেইটা হলো ফেইসবুক=আন্তর্জাতিক
    আর একটা দেয় ফ্রী নেট=দেশের ভিতরে।
    আসলে সরকারের হইছে কি?? পৃথিবীর অন্য দেশ গুলার লগে খাতিল করতে দিবো না নাকি?
    🙂
  2. Sheikh Rasel Author Post Creator says:
    বুঝি না
  3. আমার এলাকায় একটা থাকলে ভালো হতো 😛 😀 , সেয়ার করার জন্য ধন্যবাদ।
  4. TANVIR 52 Subscriber says:
    হালিমরে পাবনা মেন্টালে ভর্তি করানোর জন্য আবেদন জানাচ্ছি

Leave a Reply